ETV Bharat / bharat

BJP Youth Leader Murder Case: বিজেপির যুব নেতা খুনে চার অভিযুক্তর সন্ধানে আর্থিক পুরস্কার ঘোষণা এনআইএ-র - ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি

গত 26 জুলাই খুন হন কর্নাটকে বিজেপির যুব নেতা প্রবীণ নেল্লুর (BJP Youth Leader Murder Case) ৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত 10 জন গ্রেফতার হয়েছে ৷ মূল অভিযুক্ত চারজন এখনও অধরা ৷ তাদের সন্ধানেই আর্থিক পুরস্কার ঘোষণা এনআইএ-র (NIA) ৷

NIA offers prize money for information on accused in Karnataka BJP youth leader murder
BJP Youth Leader Murder Case: বিজেপির যুব নেতা খুনে চার অভিযুক্তর সন্ধানে আর্থিক পুরস্কার ঘোষণা এনআইএ-র
author img

By

Published : Nov 2, 2022, 12:56 PM IST

দক্ষিণ কানাড়া (কর্নাটক), 2 নভেম্বর: বিজেপির যুব নেতা খুনে (BJP Youth Leader Murder Case) অভিযুক্তদের সন্ধানে নগদ আর্থিক পুরস্কার ঘোষণা করল এনআইএ (NIA) ৷ কর্নাটকের (Karnataka) বেল্লারের সুল্লিয়া তালুকের বাসিন্দা প্রবীণ নেত্তারু খুনে এই ঘোষণা করেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি ৷

ওই খুনে চারজন অভিযুক্ত ৷ তাদের এখনও গ্রেফতার করতে পারেনি এনআইএ ৷ তাই তাদের মধ্যে দু’জনের খোঁজ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ এছাড়া আরও দু’জনের জন্য দু’লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এনআইএ-র তরফে ৷

বেল্লারের মহম্মদ মুস্তাফা, মাদিকেরির তাইফুল এমএইচ-কে ধরার জন্য এনআইএ পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ৷ আর উমর ফারুক ও আবুবকর সিদ্দিকীর সন্ধান পাওয়ার জন্য দু’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷ উমর সুল্লিয়ার বাসিন্দা আর আবুবকর বেল্লারের বাসিন্দা ৷

এনআইএ-র তরফে জানানো হয়েছে, যাঁরা সন্ধান দিতে পারবেন, তাঁদের নাম ও পরিচয় গোপন রাখা হবে ৷ এই চারজনের সন্ধান দেওয়ার জন্য এনআইএ-র তরফে একটি ইমেল আইডি ও দু’টি ফোন নম্বর দেওয়া হয়েছে ৷ info.blr.nia@gov.in - এই আইডিতে ইমেল করে কিংবা 080-2951090 ও 8904241100 - এই নম্বরে ফোন করে খোঁজ দেওয়া যাবে ৷ এছাড়া সরাসরি চিঠি লিখে জানানো যাবে ৷ চিঠি লেখার ঠিকানা, সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ), অষ্টম তল, স্যর এম ভিভেসভারায়া সেন্ট্রাল হাউজ, ডোমলুর, বেঙ্গালুরু 560071 ৷

প্রসঙ্গত, বিজেপির (BJP) ওই যুব নেতা প্রবীণ নেত্তারু খুন হন গত 26 জুলাই ৷ এই নিয়ে ব্যাপক হইচই পড়ে কর্নাটকে ৷ এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে ৷ তবে মূল ষড়যন্ত্রে জড়িত প্রধান চার অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ ইতিমধ্যে তদন্তের দায়িত্ব পেয়েছে এনআইএ ৷ এবার ওই চারজনের সন্ধানে আর্থিক পুরস্কার ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে তলব করল ইডি

দক্ষিণ কানাড়া (কর্নাটক), 2 নভেম্বর: বিজেপির যুব নেতা খুনে (BJP Youth Leader Murder Case) অভিযুক্তদের সন্ধানে নগদ আর্থিক পুরস্কার ঘোষণা করল এনআইএ (NIA) ৷ কর্নাটকের (Karnataka) বেল্লারের সুল্লিয়া তালুকের বাসিন্দা প্রবীণ নেত্তারু খুনে এই ঘোষণা করেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি ৷

ওই খুনে চারজন অভিযুক্ত ৷ তাদের এখনও গ্রেফতার করতে পারেনি এনআইএ ৷ তাই তাদের মধ্যে দু’জনের খোঁজ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ এছাড়া আরও দু’জনের জন্য দু’লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এনআইএ-র তরফে ৷

বেল্লারের মহম্মদ মুস্তাফা, মাদিকেরির তাইফুল এমএইচ-কে ধরার জন্য এনআইএ পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ৷ আর উমর ফারুক ও আবুবকর সিদ্দিকীর সন্ধান পাওয়ার জন্য দু’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷ উমর সুল্লিয়ার বাসিন্দা আর আবুবকর বেল্লারের বাসিন্দা ৷

এনআইএ-র তরফে জানানো হয়েছে, যাঁরা সন্ধান দিতে পারবেন, তাঁদের নাম ও পরিচয় গোপন রাখা হবে ৷ এই চারজনের সন্ধান দেওয়ার জন্য এনআইএ-র তরফে একটি ইমেল আইডি ও দু’টি ফোন নম্বর দেওয়া হয়েছে ৷ info.blr.nia@gov.in - এই আইডিতে ইমেল করে কিংবা 080-2951090 ও 8904241100 - এই নম্বরে ফোন করে খোঁজ দেওয়া যাবে ৷ এছাড়া সরাসরি চিঠি লিখে জানানো যাবে ৷ চিঠি লেখার ঠিকানা, সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এনআইএ), অষ্টম তল, স্যর এম ভিভেসভারায়া সেন্ট্রাল হাউজ, ডোমলুর, বেঙ্গালুরু 560071 ৷

প্রসঙ্গত, বিজেপির (BJP) ওই যুব নেতা প্রবীণ নেত্তারু খুন হন গত 26 জুলাই ৷ এই নিয়ে ব্যাপক হইচই পড়ে কর্নাটকে ৷ এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে ৷ তবে মূল ষড়যন্ত্রে জড়িত প্রধান চার অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ ইতিমধ্যে তদন্তের দায়িত্ব পেয়েছে এনআইএ ৷ এবার ওই চারজনের সন্ধানে আর্থিক পুরস্কার ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে তলব করল ইডি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.