ETV Bharat / bharat

Nagaland firing incident : গুলিচালনার ঘটনায় কেন্দ্র এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের - NHRC issues notice over Nagaland firing incident

নাগাল্যান্ডে গুলিচালনায় জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ ইস্যু হল (NHRC issues notice over Nagaland firing incident) ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং নাগাল্যান্ডের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে এই নোটিস পাঠিয়ে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে ৷

NHRC notice over Nagaland firing
কেন্দ্র ও নাগাল্যান্ড সরকারকে নোটিস মানবাধিকার কমিশনের
author img

By

Published : Dec 7, 2021, 10:42 AM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর : নাগাল্যান্ডে গুলিচালনার ঘটনায় কেন্দ্র এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC issues notice over Nagaland firing incident) ৷ আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে ৷

গত শনিবার অর্থাৎ 4 ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় সুরক্ষাবাহিনীর গুলিতে মৃত্যু হয় 6 জনের ৷ তার জেরে অশান্তি এবং গ্রামবাসীর সেনার উপর আক্রমণের ঘটনায় মৃত্যু হয় আরও 8 জন গ্রামবাসীর ৷ সেই ঘটনায় রিপোর্ট তলব করে নোটিস ইস্যু করেছে মানবাধিকার কমিশন ৷ পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নাগাল্যান্ডের মুখ্য সচিব এবং সেরাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে ৷

নয়াদিল্লি, 7 ডিসেম্বর : নাগাল্যান্ডে গুলিচালনার ঘটনায় কেন্দ্র এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC issues notice over Nagaland firing incident) ৷ আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে ৷

গত শনিবার অর্থাৎ 4 ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায় সুরক্ষাবাহিনীর গুলিতে মৃত্যু হয় 6 জনের ৷ তার জেরে অশান্তি এবং গ্রামবাসীর সেনার উপর আক্রমণের ঘটনায় মৃত্যু হয় আরও 8 জন গ্রামবাসীর ৷ সেই ঘটনায় রিপোর্ট তলব করে নোটিস ইস্যু করেছে মানবাধিকার কমিশন ৷ পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নাগাল্যান্ডের মুখ্য সচিব এবং সেরাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.