ETV Bharat / bharat

TOP NEWS: রাত 9টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
ETV Bharat
author img

By

Published : Sep 12, 2022, 9:00 PM IST

1. Garden Reach Money Recovery: আমিরের 5টি ব্যাংকে 147 অ্যাকাউন্ট, গার্ডেনরিচ-কাণ্ডে তথ্য ইডির হাতে

শনিবার গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে 17 কোটি টাকা (Garden Reach Money Recovery) ৷ তদন্তে এবার আরও তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ জানা গিয়েছে, 5টি ব্যাংকে 147টি অ্যাকাউন্ট ছিল অভিযুক্ত আমির খানের ৷

2. Mamata on Tata Group Investment: সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা

সিঙ্গুর এখন অতীত ৷ রাজ্যে টাটা গোষ্ঠী (Mamata on Tata Group Investment) 600 কোটি টাকার বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে টাটারা ।

3. Saumitra Khan: রাজ্য পুলিশ না 'তৃণমূলের চোর পুলিশ' ! তোপ সৌমিত্রর

মঙ্গলবারের নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) আগে রাজ্য়ের পুলিশবাহিনীকে (West Bengal Police) তৃণমূলের চোর পুলিশ বলে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খান (Saumitra Khan) ৷

4. BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে ভয় পেয়ে জেলা সফরে মমতা, কটাক্ষ সুকান্তর

বিজেপির নবান্ন অভিযানের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে ৷ এই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

5. Sukanta on Nabanna Abhijan: কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে, হুঁশিয়ারি সুকান্তর

কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে (Sukanta on Nabanna Abhijan)৷ এই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

6. Maa-Mati-Manush Kite: চড়কডাঙায় তুঙ্গে ‘মা-মাটি-মানুষ’ লেখা ঘুড়ির চাহিদা

করোনার প্রভাবে মূল্য়বৃদ্ধি ও আধুনিকতার ছোঁয়ায় কোণঠাসা ঘুড়ির বাজার ৷ হাতে গোনা 5 দিন পর বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) ৷

7. Saugata Roy: মাদকাসক্ত ছিল বাগুইআটির নিহত দুই ছাত্র, সৌগতর মন্তব্যে বিতর্ক

সম্প্রতি বাগুইআটিতে জোড়া খুনের (Baguiati Double Murder) ঘটনা ঘটে ৷ যে দুই ছাত্র মারা গিয়েছেন, তারা মাদকাসক্ত ছিল বলে দাবি করেছেন দমদমের সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) ৷

8. Suvendu Adhikari: চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে তাঁর নিজের পাড়ায় পোস্টার পড়ল (Poster against Suvendu)৷ সিবিআই তদন্ত চাওয়া হয়েছে সেই পোস্টারে ৷ এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (East Midnapore)৷

9. Teenage Girl Died by Suicide: 48 ঘণ্টা পর পরিত্যক্ত খাদান থেকে এনডিআরএফ উদ্ধার করল পুনমের দেহ

টানটান উত্তেজনায় প্রায় 48 ঘণ্টা পর জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (National Disaster Response Force) অর্থাৎ এনডিআরএফ পরিত্যক্ত খনির চানক থেকে উদ্ধার করল পুনম কুমারীর (16) দেহ (Teenage Girl Died by Suicide)।

10. Arpita Mukherjee: পাড়ার পুজোর 75 বছর, জেলে বসে মন খারাপ অর্পিতার

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আপাতত তিনি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে ৷ সেখানেই তিনি পাড়ার পুজোয় অংশ নিতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেছেন বলে খবর ৷

1. Garden Reach Money Recovery: আমিরের 5টি ব্যাংকে 147 অ্যাকাউন্ট, গার্ডেনরিচ-কাণ্ডে তথ্য ইডির হাতে

শনিবার গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে 17 কোটি টাকা (Garden Reach Money Recovery) ৷ তদন্তে এবার আরও তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ জানা গিয়েছে, 5টি ব্যাংকে 147টি অ্যাকাউন্ট ছিল অভিযুক্ত আমির খানের ৷

2. Mamata on Tata Group Investment: সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা

সিঙ্গুর এখন অতীত ৷ রাজ্যে টাটা গোষ্ঠী (Mamata on Tata Group Investment) 600 কোটি টাকার বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে টাটারা ।

3. Saumitra Khan: রাজ্য পুলিশ না 'তৃণমূলের চোর পুলিশ' ! তোপ সৌমিত্রর

মঙ্গলবারের নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) আগে রাজ্য়ের পুলিশবাহিনীকে (West Bengal Police) তৃণমূলের চোর পুলিশ বলে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খান (Saumitra Khan) ৷

4. BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে ভয় পেয়ে জেলা সফরে মমতা, কটাক্ষ সুকান্তর

বিজেপির নবান্ন অভিযানের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে ৷ এই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

5. Sukanta on Nabanna Abhijan: কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে, হুঁশিয়ারি সুকান্তর

কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে (Sukanta on Nabanna Abhijan)৷ এই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

6. Maa-Mati-Manush Kite: চড়কডাঙায় তুঙ্গে ‘মা-মাটি-মানুষ’ লেখা ঘুড়ির চাহিদা

করোনার প্রভাবে মূল্য়বৃদ্ধি ও আধুনিকতার ছোঁয়ায় কোণঠাসা ঘুড়ির বাজার ৷ হাতে গোনা 5 দিন পর বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) ৷

7. Saugata Roy: মাদকাসক্ত ছিল বাগুইআটির নিহত দুই ছাত্র, সৌগতর মন্তব্যে বিতর্ক

সম্প্রতি বাগুইআটিতে জোড়া খুনের (Baguiati Double Murder) ঘটনা ঘটে ৷ যে দুই ছাত্র মারা গিয়েছেন, তারা মাদকাসক্ত ছিল বলে দাবি করেছেন দমদমের সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) ৷

8. Suvendu Adhikari: চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে তাঁর নিজের পাড়ায় পোস্টার পড়ল (Poster against Suvendu)৷ সিবিআই তদন্ত চাওয়া হয়েছে সেই পোস্টারে ৷ এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (East Midnapore)৷

9. Teenage Girl Died by Suicide: 48 ঘণ্টা পর পরিত্যক্ত খাদান থেকে এনডিআরএফ উদ্ধার করল পুনমের দেহ

টানটান উত্তেজনায় প্রায় 48 ঘণ্টা পর জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (National Disaster Response Force) অর্থাৎ এনডিআরএফ পরিত্যক্ত খনির চানক থেকে উদ্ধার করল পুনম কুমারীর (16) দেহ (Teenage Girl Died by Suicide)।

10. Arpita Mukherjee: পাড়ার পুজোর 75 বছর, জেলে বসে মন খারাপ অর্পিতার

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আপাতত তিনি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে ৷ সেখানেই তিনি পাড়ার পুজোয় অংশ নিতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.