ETV Bharat / bharat

Top News দুপুর 1 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 1pm) ৷

টপ নিউজ দুপুর 1 টা
Top News at 1pm
author img

By

Published : Aug 18, 2022, 1:06 PM IST

1 HC over TMC Minister Property: তৃণমূল নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় দ্রুত শুনানি চাইলেন ফিরহাদরা

কলকাতা হাইকোর্টে তৃণমূল নেতা ও মন্ত্রীদের সম্পত্তির বাড়বাড়ন্ত নিয়ে একটি মামলা চলছে ৷ তার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের তিন মন্ত্রীর আইনজীবী (HC over TMC Minister Property) ৷

2 Dilip Ghosh সৌগত রায়কে জুতোপেটা করার নিদান, আবারও বিতর্কে দিলীপ

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার মামড়া বাজারে চা চক্রে যোগ দিয়ে সৌগত রায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) । দিলেন জুতো পেটা করার নিদানও ।

3 Silly Souls Goa Cafe Row স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়কের

গোয়ায় 'সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার' নিয়ে বিতর্ক চলছে ৷ আরটিআই কর্মী রডরিগেজ অভিযোগ করেছিলেন, এই পানশালা বেআইনি ভাবে চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জইশ ইরানি (Silly Souls Goa Cafe Row) ৷

4 Bilkis Bano Reaction দোষীদের মুক্তির আগে আমার নিরাপত্তা নিয়ে কী ভেবেছে সরকার, বিবৃতিতে প্রশ্ন বিলকিসের

2002-এর ফেব্রুয়ারির শেষ দিক ৷ গোধরা কাণ্ডের পর রীতিমতো উত্তপ্ত গুজরাত ৷ রাধিকাপুর গ্রামে 5 মাসের গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ করে তাঁর পরিবারের সদস্যদের খুন করা হয় ৷ স্বাধীনতা দিবসে তাদেরই জেল থেকে ছেড়ে দিয়েছে গুজরাত সরকার ৷ এনিয়ে মুখ খুললেন বিলকিস (Bilkis Bano Reaction) ৷

5 Salman Rushdie Attacker কীভাবে এখনও বেঁচে আছেন রুশদি, অবাক হামলাকারী

কীভাবে এখনও বেঁচে আছেন সলমন রুশদি (Salman Rushdie Attacker)? ভেবেই অবাক হামলাকারী হাদি মাতার ৷ নিউ ইয়র্কের জেল থেকে নেওয়া সাক্ষাৎকারে এ কথা জানালেন তিনি (Hadi Matar stabbed Salman Rushdie) ৷

6 Cattle Smuggling Case অনুব্রতর গচ্ছিত টাকার খোঁজে 6 ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গচ্ছিত টাকার খোঁজে এ বার 6টি ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই (CBI)৷ গতকালই অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের অ্যাকাউন্ট থেকে প্রায় 17 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

7 Anubrata Mondal Daughter হাইকোর্টে হাজিরা দিতে বোলপুর থেকে কলকাতার পথে অনুব্রতর কন্যা

কলকাতা হাইকোর্টের (Calutta High Court) নির্দেশ মতো আজ হাজিরা দিতে বোলপুর থেকে কলকাতার পথে রওনা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা (Anubrata Mondal Daughter) ৷

8 Asim Kumar Sarkar পঞ্চায়েত ভোটে কারচুপি হলে কী করতে হবে বলে দিলেন বিধায়ক

পঞ্চায়েত ভোটের দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিঁধলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার (MLA Asim Kumar Sarkar on TMC) ৷ পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসকদলকে উদ্দেশ্যে করে জানান, 2018 সালের পঞ্চায়েত ভোট অতীত ৷ 2023 এর ভোটের জন্য প্রস্তুত ভারতীয় জনতা পার্টি ৷

9 Ankush Hazra যিশু, দেব, জিতের পর এবার প্রযোজনায় অভিষেক ঘটছে অঙ্কুশের

এ বার অভিনেতা অঙ্কুশ হাজরাও এলেন প্রযোজনায় । তাঁর প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স (Ankush Hazra Is Starting a Production House)।

10 Cristiano Ronaldo দর্শকের মোবাইল ভাঙতে চেয়ে পুলিশের প্রশ্নের মুখে রোনাল্ডো

খেলায় হেরে গিয়ে বিপক্ষ দলের দর্শকের ফোন ভাঙার চেষ্টা করে বিতর্কে জড়ান রোনাল্ডো । তৎপর হয় পুলিশও । পরে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে নেন তিনি (Cristiano Ronaldo Apologized for His Conduct) ।

1 HC over TMC Minister Property: তৃণমূল নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় দ্রুত শুনানি চাইলেন ফিরহাদরা

কলকাতা হাইকোর্টে তৃণমূল নেতা ও মন্ত্রীদের সম্পত্তির বাড়বাড়ন্ত নিয়ে একটি মামলা চলছে ৷ তার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের তিন মন্ত্রীর আইনজীবী (HC over TMC Minister Property) ৷

2 Dilip Ghosh সৌগত রায়কে জুতোপেটা করার নিদান, আবারও বিতর্কে দিলীপ

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার মামড়া বাজারে চা চক্রে যোগ দিয়ে সৌগত রায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) । দিলেন জুতো পেটা করার নিদানও ।

3 Silly Souls Goa Cafe Row স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়কের

গোয়ায় 'সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার' নিয়ে বিতর্ক চলছে ৷ আরটিআই কর্মী রডরিগেজ অভিযোগ করেছিলেন, এই পানশালা বেআইনি ভাবে চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জইশ ইরানি (Silly Souls Goa Cafe Row) ৷

4 Bilkis Bano Reaction দোষীদের মুক্তির আগে আমার নিরাপত্তা নিয়ে কী ভেবেছে সরকার, বিবৃতিতে প্রশ্ন বিলকিসের

2002-এর ফেব্রুয়ারির শেষ দিক ৷ গোধরা কাণ্ডের পর রীতিমতো উত্তপ্ত গুজরাত ৷ রাধিকাপুর গ্রামে 5 মাসের গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ করে তাঁর পরিবারের সদস্যদের খুন করা হয় ৷ স্বাধীনতা দিবসে তাদেরই জেল থেকে ছেড়ে দিয়েছে গুজরাত সরকার ৷ এনিয়ে মুখ খুললেন বিলকিস (Bilkis Bano Reaction) ৷

5 Salman Rushdie Attacker কীভাবে এখনও বেঁচে আছেন রুশদি, অবাক হামলাকারী

কীভাবে এখনও বেঁচে আছেন সলমন রুশদি (Salman Rushdie Attacker)? ভেবেই অবাক হামলাকারী হাদি মাতার ৷ নিউ ইয়র্কের জেল থেকে নেওয়া সাক্ষাৎকারে এ কথা জানালেন তিনি (Hadi Matar stabbed Salman Rushdie) ৷

6 Cattle Smuggling Case অনুব্রতর গচ্ছিত টাকার খোঁজে 6 ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গচ্ছিত টাকার খোঁজে এ বার 6টি ব্যাংকে চিঠি পাঠাল সিবিআই (CBI)৷ গতকালই অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের অ্যাকাউন্ট থেকে প্রায় 17 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

7 Anubrata Mondal Daughter হাইকোর্টে হাজিরা দিতে বোলপুর থেকে কলকাতার পথে অনুব্রতর কন্যা

কলকাতা হাইকোর্টের (Calutta High Court) নির্দেশ মতো আজ হাজিরা দিতে বোলপুর থেকে কলকাতার পথে রওনা দিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা (Anubrata Mondal Daughter) ৷

8 Asim Kumar Sarkar পঞ্চায়েত ভোটে কারচুপি হলে কী করতে হবে বলে দিলেন বিধায়ক

পঞ্চায়েত ভোটের দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিঁধলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার (MLA Asim Kumar Sarkar on TMC) ৷ পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসকদলকে উদ্দেশ্যে করে জানান, 2018 সালের পঞ্চায়েত ভোট অতীত ৷ 2023 এর ভোটের জন্য প্রস্তুত ভারতীয় জনতা পার্টি ৷

9 Ankush Hazra যিশু, দেব, জিতের পর এবার প্রযোজনায় অভিষেক ঘটছে অঙ্কুশের

এ বার অভিনেতা অঙ্কুশ হাজরাও এলেন প্রযোজনায় । তাঁর প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স (Ankush Hazra Is Starting a Production House)।

10 Cristiano Ronaldo দর্শকের মোবাইল ভাঙতে চেয়ে পুলিশের প্রশ্নের মুখে রোনাল্ডো

খেলায় হেরে গিয়ে বিপক্ষ দলের দর্শকের ফোন ভাঙার চেষ্টা করে বিতর্কে জড়ান রোনাল্ডো । তৎপর হয় পুলিশও । পরে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে নেন তিনি (Cristiano Ronaldo Apologized for His Conduct) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.