ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ 10 নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

টপ নিউজ় @ সকাল 11 টা
টপ নিউজ় @ সকাল 11 টা
author img

By

Published : May 1, 2021, 11:01 AM IST

1.দেশে প্রথমবার 4 লাখ পেরোলো দৈনিক সংক্রমণ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি 91 হাজার 64 হাজার 969 । মোট মৃত্যু হয়েছে 2 লাখ 11 হাজার 853 জনের । দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 32 লাখ 68 হাজার 228 ৷

2. গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত 16

গুজরাতের ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে 16 জনের ৷ এদের মধ্যে 14 জন রোগী এবং 2জন নার্স ৷

3.ভারত থেকে আমেরিকায় যাওয়ার উপর বিধিনিষেধ বাইডেন সরকারের

ভারতের করোনা সংক্রমণে ব্যাপকতার কারণে ভারত থেকে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ ৷ আমেরিকা প্রশাসনও ভারত থেকে আমেরিকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করল ৷

4.আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে শ’য়ের দোরগোড়ায় দৈনিক মৃতের সংখ্যা

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট চলছে । বর্তমান পরিস্থিতির জন্য এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত প্রায় দেড় হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । বিভিন্ন বেসরকারি হাসপাতালকেও বেড বাড়ানোর কথা বলা হয়েছে ।

5. উত্তীর্ণ স্টেডিয়ামে হচ্ছে অক্সিজেন পার্লার

উত্তীর্ণ স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম শুরু করা হয়েছে । এবার সেই উক্তীর্ণ স্টেডিয়ামেই অক্সিজেন পার্লার চালু করা হবে । যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন তারা এই অক্সিজেন পার্লারে এসে অক্সিজেন নিতে পারবেন ।

6. ভোটগণনার দিন রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

গণনার সময় যাতে কোনও রকম অশান্তি না হয় তাই, রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী । এক প্ল্যাটুন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে প্রত্যেকটি স্ট্রং রুমের সামনে । 24 ঘণ্টা চলবে স্ট্রং রুমের নজরদারি । বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ।

7. এখনই শুটিং বন্ধ নয় টলিউডে, জানাল ফেডারেশন

ফেডারেশনের সেক্রিটারি অপর্ণা ঘটক জানিয়েছেন, সরকারি নির্দেশ না আসা পর্যন্ত চলবে শুটিং ৷ শুটিং ফ্লোরে মানা হচ্ছে প্রয়োজনীয় কোভিডবিধি ৷

8. 2 দিন মৃত মায়ের পাশে অভুক্ত শিশু, করোনার থাবা মানবিকতায় ?

দেশে করোনা সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে আতঙ্কিত মানুষ ৷ কেউ মারা গেলে ধরেই নেওয়া হচ্ছে সে কোভিডে মারা গিয়েছে, কোনো প্রমাণ ছাড়াই ৷ শুধুমাত্র সন্দেহেই মৃত মহিলার পাশে দুদিন ধরে পড়ে রইল তার শিশু ৷

9. হোম সেন্টারে উচ্চমাধ্যমিক, বাতিল একাদশের বার্ষিক পরীক্ষা

করোনার জেরে এ বছর হোম সেন্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল বোর্ড ৷ স্কুলেই পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সূচি অনুযায়ী ৷ তবে বদল হয়েছে পরীক্ষার সময়ে ৷ সকাল 10টা থেকে 1টা 15 মিনিটের বদলে পরীক্ষা নেওয়া হবে দুপুর বারোটা থেকে 3টে 15 মিনিট পর্যন্ত ৷ পাশাপাশি বাতিল করা হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও ৷

10. ফের লকডাউন ? কী কী বন্ধ হল রাজ্যে...

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল রাজ্য ৷ দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এসব কথা মাথায় রেখেই সংক্রমণ রুখতে এবার বড় পদক্ষেপ করল নবান্ন ৷ ফের একবার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী জিনিসে নতুন করে নিষেধাজ্ঞা চাপাল রাজ্য ৷

1.দেশে প্রথমবার 4 লাখ পেরোলো দৈনিক সংক্রমণ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি 91 হাজার 64 হাজার 969 । মোট মৃত্যু হয়েছে 2 লাখ 11 হাজার 853 জনের । দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 32 লাখ 68 হাজার 228 ৷

2. গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত 16

গুজরাতের ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে 16 জনের ৷ এদের মধ্যে 14 জন রোগী এবং 2জন নার্স ৷

3.ভারত থেকে আমেরিকায় যাওয়ার উপর বিধিনিষেধ বাইডেন সরকারের

ভারতের করোনা সংক্রমণে ব্যাপকতার কারণে ভারত থেকে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ ৷ আমেরিকা প্রশাসনও ভারত থেকে আমেরিকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করল ৷

4.আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে শ’য়ের দোরগোড়ায় দৈনিক মৃতের সংখ্যা

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট চলছে । বর্তমান পরিস্থিতির জন্য এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত প্রায় দেড় হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । বিভিন্ন বেসরকারি হাসপাতালকেও বেড বাড়ানোর কথা বলা হয়েছে ।

5. উত্তীর্ণ স্টেডিয়ামে হচ্ছে অক্সিজেন পার্লার

উত্তীর্ণ স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম শুরু করা হয়েছে । এবার সেই উক্তীর্ণ স্টেডিয়ামেই অক্সিজেন পার্লার চালু করা হবে । যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন তারা এই অক্সিজেন পার্লারে এসে অক্সিজেন নিতে পারবেন ।

6. ভোটগণনার দিন রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

গণনার সময় যাতে কোনও রকম অশান্তি না হয় তাই, রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী । এক প্ল্যাটুন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে প্রত্যেকটি স্ট্রং রুমের সামনে । 24 ঘণ্টা চলবে স্ট্রং রুমের নজরদারি । বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ।

7. এখনই শুটিং বন্ধ নয় টলিউডে, জানাল ফেডারেশন

ফেডারেশনের সেক্রিটারি অপর্ণা ঘটক জানিয়েছেন, সরকারি নির্দেশ না আসা পর্যন্ত চলবে শুটিং ৷ শুটিং ফ্লোরে মানা হচ্ছে প্রয়োজনীয় কোভিডবিধি ৷

8. 2 দিন মৃত মায়ের পাশে অভুক্ত শিশু, করোনার থাবা মানবিকতায় ?

দেশে করোনা সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে আতঙ্কিত মানুষ ৷ কেউ মারা গেলে ধরেই নেওয়া হচ্ছে সে কোভিডে মারা গিয়েছে, কোনো প্রমাণ ছাড়াই ৷ শুধুমাত্র সন্দেহেই মৃত মহিলার পাশে দুদিন ধরে পড়ে রইল তার শিশু ৷

9. হোম সেন্টারে উচ্চমাধ্যমিক, বাতিল একাদশের বার্ষিক পরীক্ষা

করোনার জেরে এ বছর হোম সেন্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল বোর্ড ৷ স্কুলেই পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সূচি অনুযায়ী ৷ তবে বদল হয়েছে পরীক্ষার সময়ে ৷ সকাল 10টা থেকে 1টা 15 মিনিটের বদলে পরীক্ষা নেওয়া হবে দুপুর বারোটা থেকে 3টে 15 মিনিট পর্যন্ত ৷ পাশাপাশি বাতিল করা হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও ৷

10. ফের লকডাউন ? কী কী বন্ধ হল রাজ্যে...

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল রাজ্য ৷ দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এসব কথা মাথায় রেখেই সংক্রমণ রুখতে এবার বড় পদক্ষেপ করল নবান্ন ৷ ফের একবার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী জিনিসে নতুন করে নিষেধাজ্ঞা চাপাল রাজ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.