দিল্লি, 14 ফেব্রুয়ারি: আজ 14 ফেব্রুয়ারি। ভালোবাসার দিন। তবে বছর দুই আগে ভালোবাসার রঙে রঙিন এই দিনটাকেই রক্তস্নাত হতে হয়েছিল। নিমেষে ভালোবাসার আনন্দ হাওয়ায় মিলিয়ে গিয়ে দেশজুড়ে উঠেছিল কান্নার রোল। পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলা কেড়ে নিয়েছিল 40টি তরতাজা বীর সৈনিককে। শহিদ জওয়ানদের মৃত্যুর জবাব দিয়েছে দিল্লি। সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিয়ে ঢুকে গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিশিবির। তবে কোনও প্রলেপই যথেষ্ট নয় দেশের সেই সাংঘাতিক বিপর্যয়ের ক্ষতে। সে জন্যই ভ্যালেন্টাইনস ডে-র আবহেও ভারতীয় সেনার সেই বলিদানকে ভোলেনি দেশ। দ্বিতীয় বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শহিদ জওয়ানদের কুর্নিশ জানিয়েছে নেটিজেন।
2019 সালের 14 ফেব্রুয়ারি। চেনা ছকেই ভালোবাসার হোলিতে রেঙেছিল দেশ। হঠাত্ই ঘটে ছন্দপতন। খবর আসে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। 2,500 জওয়ানকে নিয়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সিআরপিএফ-এর 78টি বাস। সেই সময় বোমাবোঝাই গাড়ি নিয়ে বাহিনীর কনভয়ের মাঝে ঢুকে পড়ে আদিল আহমেদ নামে আত্মঘাতী বিস্ফোরক। আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে নিথর হয়ে যায় 40টা প্রাণ। আহত হন বহু জওয়ান।
এই ঘটনার পর চুপ করে থাকেনি দিল্লি। দিনকয়েক বাদেই পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বালাকোটে জইশ শিবির গুঁড়িয়ে দেয় ভারতীয় বাহিনী। পুলওয়ামার ঘটনার পর কূটনৈতিকভাবেও পাকিস্তানের উপর তীব্র চাপ সৃষ্টি করে দিল্লি। পাকিস্তানের মোস্ট ফেভারড নেশনের তকমা কেড়ে নেওয়া হয়। আন্তর্জাতিক মহলেও বারবার এই নিয়ে সরব হয়ে পাকিস্তানকে কোণঠাসা করে ভারত।
2020 সালে প্রথম বর্ষপূর্তিতে পুলওয়ামার সিআরপিএফ প্রশিক্ষণ শিবিরের লেথপোরা ক্যাম্পে শহিদ 40 জন জওয়ানের নাম ও ছবি দিয়ে তৈরি হওয়া সমাধির উদ্বোধন করা হয়। পুলওয়ামার হামলায় শহিদ সিআরপিএফ-এর এএসআই মোহন লালকে এ বছরের সাধারণতন্ত্র দিবসে মরণোত্তর প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি পুরস্কারে সম্মানীত করা হয়েছে। 2019 সালে আইডি বোঝাই গাড়িটি চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন মোহন লাল। তিনি তত্ক্ষণাত্ ওই গাড়ির চালককে লক্ষ্য করে গুলি ছোড়েন। তারপরই কনভয়ের অন্য বাসে ধাক্কা মারে আত্মঘাতী বিস্ফোরক।
আরও পড়ুন: "যখন ভারত তার সন্তানদের হারিয়েছিল"...পুলওয়ামা হামলার ঘটনায় বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর
সাহসী জওয়ানদের বলিদানকে কুর্নিশ জানিয়ে এ বছরও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। আজকের অন্যতম টুইটার ট্রেন্ড হ্যাশট্যাগ পুলওয়ামা অ্যাটাক। দিনের শুরুতেই এই নিয়ে 25,000-এরও বেশি টুইট করা হয়েছে।
-
2 years ago this very day many lost their fathers, brothers, sons and friends. What we loose, this country lost it's 40 sons who were unaware of the attack ahead. They weren't martyred on war zone, they were attacked from behind. This is will a #BlackDayForIndia #PulwamaAttack pic.twitter.com/Gdf9XDIDae
— Tushar Kant Naikॐ♫$ (@TusharKant_Naik) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2 years ago this very day many lost their fathers, brothers, sons and friends. What we loose, this country lost it's 40 sons who were unaware of the attack ahead. They weren't martyred on war zone, they were attacked from behind. This is will a #BlackDayForIndia #PulwamaAttack pic.twitter.com/Gdf9XDIDae
— Tushar Kant Naikॐ♫$ (@TusharKant_Naik) February 13, 20212 years ago this very day many lost their fathers, brothers, sons and friends. What we loose, this country lost it's 40 sons who were unaware of the attack ahead. They weren't martyred on war zone, they were attacked from behind. This is will a #BlackDayForIndia #PulwamaAttack pic.twitter.com/Gdf9XDIDae
— Tushar Kant Naikॐ♫$ (@TusharKant_Naik) February 13, 2021
প্রখ্যাত বালুভাস্কর তথা পদ্মশ্রী পুরস্কারপ্তাপ্ত সুদর্শন পট্টনায়েক শহিদ জওয়ানদের কুর্নিশ জানিয়ে সমুদ্র সৈকতে তাঁর শিল্পকর্মের উপস্থাপনা করেছেন।
-
Salute our martyrs of #PulwamaAttack
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jai Hind!!🇮🇳 pic.twitter.com/Dps29Jhe7j
">Salute our martyrs of #PulwamaAttack
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 13, 2021
Jai Hind!!🇮🇳 pic.twitter.com/Dps29Jhe7jSalute our martyrs of #PulwamaAttack
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 13, 2021
Jai Hind!!🇮🇳 pic.twitter.com/Dps29Jhe7j
2019 সালের নানা স্মৃতির ছবি তুলে ধরে জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন বহু মানুষ। সবার মুখেই ছিল প্রায় এক কথা, ''কোনওদিন ভুলব না, কোনওদিন ক্ষমা করব না!''
-
#PulwamaAttack#PulwamaTerrorAttack #BlackDay !!
— Ayush Vaishnav (@AyushVa21516182) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
14 February 2019
Never Forget ,Never Forgive 🙏😖
The Moment When Whole India Cried !! pic.twitter.com/IAOVx398gS
">#PulwamaAttack#PulwamaTerrorAttack #BlackDay !!
— Ayush Vaishnav (@AyushVa21516182) February 13, 2021
14 February 2019
Never Forget ,Never Forgive 🙏😖
The Moment When Whole India Cried !! pic.twitter.com/IAOVx398gS#PulwamaAttack#PulwamaTerrorAttack #BlackDay !!
— Ayush Vaishnav (@AyushVa21516182) February 13, 2021
14 February 2019
Never Forget ,Never Forgive 🙏😖
The Moment When Whole India Cried !! pic.twitter.com/IAOVx398gS