দিল্লি, 7 ডিসেম্বর : নাম না করেই, পরিবর্তিত কৃষি আইনে পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ আগ্রা মেট্রোর ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘উন্নয়নের জন্য় সংস্কার খুব জরুরি ৷ নতুন নির্দেশ এবং সুযোগ সুবিধার জন্য় পরিবর্তন বিশেষ করে দরকার ৷ বিগত শতকের আইনকে ব্য়বহার করে, আগামী শতককে তৈরি করা সম্ভব নয় ৷’’
মঙ্গলবার কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের ভারত বনধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই মন্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ তবে, কৃষি আইন বা কৃষকদের আন্দোলন সম্পর্কে সরাসরি তিনি কিছুই বলেননি ৷ রাজনীতির কারবারিরা বলছেন, কথায় আছে ‘‘সমাঝদারো কে নিয়ে ইশারা কাফি হ্য়ায়’’৷ আর প্রধানমন্ত্রীর পুরোনো আইনকে বাতিল করা মন্তব্য়ের মধ্য়ে দিয়ে, কৃষি আইনকেই যে উল্লেখ করেছেন, তা বলাই বাহুল্য় ৷ এদিন প্রধানমন্ত্রী এও বলেন, ‘‘কিছু পুরনো আইন যা পুরনো শতকে খুব ভালো ভাবে কাজ করত ৷ কিন্তু, এখন সেগুলি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে ৷ তাই সময়ের সঙ্গে সঙ্গে বদল হওয়া খুব জরুরি ৷’’
আরও পড়ুন : কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন 11টি রাজনৈতিক দলের
এমনকি অতীতে কেন্দ্রীয় সরকারের করা তেমনি কিছু আইনে পরিবর্তন, বিশেষ কিছু ক্ষেত্রের লোকজনদের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এমনকি সেইসব পরিবর্তন, মানুষের মধ্য়ে আত্মবিশ্বাস আনবে ৷ যার প্রভাব অতীতের নির্বাচনগুলিতে দেখা গিয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী ৷