ETV Bharat / bharat

NCPCR on Tiljala Murder Case: তিলজলায় আসতে বাধা দিচ্ছে বাংলার সরকার, অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের - অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

গত রবিবার তিলজলায় নাবালিকাকে অপহরণ করে খুনের যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় প্রতিনিধি দল পাঠাতে চায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের দাবি, বাংলার সরকার কমিশনের দলকে তিলজলায় আসতে বাধা দিচ্ছে ৷

NCPCR on Tiljala Murder Case
NCPCR on Tiljala Murder Case
author img

By

Published : Mar 30, 2023, 7:43 PM IST

Updated : Mar 30, 2023, 8:19 PM IST

কলকাতা, 30 মার্চ: তিলজলায় নাবালিকার হত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ৷ এই অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে ৷ অভিযোগ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের দাবি, তিলজলায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের না যেতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের তরফে ৷ পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই চিঠি তুলে ধরে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো প্রশ্ন তুলেছেন, ‘‘কী লুকোতে চাইছে বাংলার সরকার ?’’

প্রসঙ্গত, গত রবিবার তিলজলায় এক নাবালিকাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ৷ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ রবিবার রাতেই ক্ষুব্ধ জনতার ক্ষোভ আছড়ে পড়ে তিলজলা থানায় ৷ পরের দিনও ছিল সেই ক্ষোভের রেশ ৷ সোমবার ট্রেন অবরোধ, ভাঙচুর-সহ বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা ঘটে তিলজলা এলাকায় ৷ পুলিশ অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে ৷

পরে এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের প্রতিনিধি দলও আসতে পারে বলে জানা গিয়েছিল ৷ এরই মধ্য়ে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বিস্ফোরক অভিযোগ করলেন ৷ তাঁর দাবি, বাংলার শিশু সুরক্ষা কমিশন তাঁদের চিঠি লিখে জানিয়েছেন যে তিলজলার নাবালিকা হত্যার ঘটনায় সেখানে প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন নেই ৷ এই নিয়ে একটি চিঠিও তিনি প্রকাশ্যে এনেছেন ৷ সংবাদসংস্থার তরফে ওই চিঠি দিয়ে প্রিয়াঙ্কের বক্তব্য প্রকাশ করেছেন ৷

  • Bengal Commission for Protection of Child Rights writes to NCPCR, tells them not to visit Bengal over Tilijala child murder incident

    What do these people (Bengal govt) want to hide? They were never happy with our Bengal visits, but this time, they are blocking us. This is the… pic.twitter.com/7PCRqg2iEo

    — ANI (@ANI) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রিয়াঙ্কের প্রশ্ন, ‘‘বাংলার সরকার কী লুকোতে চাইছে ?’’ তাঁর আরও দাবি, জাতীয় শিশু সুরক্ষা কমিশন বাংলায় কোনও ঘটনা খতিয়ে দেখতে গেলে, সেখানকার সরকার একেবারে খুশি হয় না ৷ এবার তারা বাধাদানের চেষ্টা করছে ৷ তাঁর আরও বক্তব্য, ‘‘বাংলায় শিশুরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে৷ আমরা অবশ্যই যাব ৷’’

পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, ‘‘আমি একটা চিঠি দিয়েছি ৷ আমি জানতে চেয়েছি, আপনারা কেন আমাদের সঙ্গে কাজ করছেন না ? কেন আলাদা ভাবে পরিদর্শন করবেন ? কারণ, আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি ৷’’ তাঁর দাবি, সুপ্রিম কোর্টও জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে রাজ্যগুলির সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করতে বলেছে ৷ তার পরও কেন সরাসরি রাজ্য সরকারকে চিঠি, কেন এই রাজ্য়ের শিশু সুরক্ষা কমিশনকে চিঠি দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ আগেও এই ধরনের পদক্ষেপ করেছে ৷ তাই এই চিঠি দিয়েছে ৷

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে জবাব তলব এনসিপিসিআরের, আসতে পারে প্রতিনিধিদল

কলকাতা, 30 মার্চ: তিলজলায় নাবালিকার হত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ৷ এই অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে ৷ অভিযোগ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের দাবি, তিলজলায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের না যেতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের তরফে ৷ পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই চিঠি তুলে ধরে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো প্রশ্ন তুলেছেন, ‘‘কী লুকোতে চাইছে বাংলার সরকার ?’’

প্রসঙ্গত, গত রবিবার তিলজলায় এক নাবালিকাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ৷ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ রবিবার রাতেই ক্ষুব্ধ জনতার ক্ষোভ আছড়ে পড়ে তিলজলা থানায় ৷ পরের দিনও ছিল সেই ক্ষোভের রেশ ৷ সোমবার ট্রেন অবরোধ, ভাঙচুর-সহ বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা ঘটে তিলজলা এলাকায় ৷ পুলিশ অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে ৷

পরে এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের প্রতিনিধি দলও আসতে পারে বলে জানা গিয়েছিল ৷ এরই মধ্য়ে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বিস্ফোরক অভিযোগ করলেন ৷ তাঁর দাবি, বাংলার শিশু সুরক্ষা কমিশন তাঁদের চিঠি লিখে জানিয়েছেন যে তিলজলার নাবালিকা হত্যার ঘটনায় সেখানে প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন নেই ৷ এই নিয়ে একটি চিঠিও তিনি প্রকাশ্যে এনেছেন ৷ সংবাদসংস্থার তরফে ওই চিঠি দিয়ে প্রিয়াঙ্কের বক্তব্য প্রকাশ করেছেন ৷

  • Bengal Commission for Protection of Child Rights writes to NCPCR, tells them not to visit Bengal over Tilijala child murder incident

    What do these people (Bengal govt) want to hide? They were never happy with our Bengal visits, but this time, they are blocking us. This is the… pic.twitter.com/7PCRqg2iEo

    — ANI (@ANI) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রিয়াঙ্কের প্রশ্ন, ‘‘বাংলার সরকার কী লুকোতে চাইছে ?’’ তাঁর আরও দাবি, জাতীয় শিশু সুরক্ষা কমিশন বাংলায় কোনও ঘটনা খতিয়ে দেখতে গেলে, সেখানকার সরকার একেবারে খুশি হয় না ৷ এবার তারা বাধাদানের চেষ্টা করছে ৷ তাঁর আরও বক্তব্য, ‘‘বাংলায় শিশুরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে৷ আমরা অবশ্যই যাব ৷’’

পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, ‘‘আমি একটা চিঠি দিয়েছি ৷ আমি জানতে চেয়েছি, আপনারা কেন আমাদের সঙ্গে কাজ করছেন না ? কেন আলাদা ভাবে পরিদর্শন করবেন ? কারণ, আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি ৷’’ তাঁর দাবি, সুপ্রিম কোর্টও জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে রাজ্যগুলির সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করতে বলেছে ৷ তার পরও কেন সরাসরি রাজ্য সরকারকে চিঠি, কেন এই রাজ্য়ের শিশু সুরক্ষা কমিশনকে চিঠি দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ আগেও এই ধরনের পদক্ষেপ করেছে ৷ তাই এই চিঠি দিয়েছে ৷

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে জবাব তলব এনসিপিসিআরের, আসতে পারে প্রতিনিধিদল

Last Updated : Mar 30, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.