ETV Bharat / bharat

এনসিইআরটি'র সমাজ বিজ্ঞানের পাঠ্যসূচিতে রামায়ণ-মহাভারত, প্রস্তাব উচ্চস্তরীয় প্যানেলের - NCERT Mahabharata News

Ramayana, Mahabharata in NCERT Social Sciences Curriculum: এনসিইআরটি-র সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকে থাকবে রামায়ণ ও মহাভারত, প্রস্তাব দিয়েছে কমিটি ৷

ETV Bharat
এনসিইআরটির সমাজ বিজ্ঞানে রামায়ণ ও মহাভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:03 AM IST

Updated : Nov 22, 2023, 11:43 AM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর: সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক রামায়ণ ও মহাভারতকে ৷ পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা লেখা থাকবে শ্রেণিকক্ষের দেওয়ালে ৷ এনসিইআরটি-র একটি উচ্চস্তরীয় প্যানেল এই প্রস্তাব দিয়েছে ৷ এনসিইআরটি-র চেয়ারপার্সন সি আই আইস্যাক এই বিষয়টি জানিয়েছেন ৷

এনসিইআরটি-র নতুন পাঠ্যপুস্তকে কী কী বিষয় থাকবে, তা পর্যালোচনা করতে গত বছর সাত সদস্যের একটি কমিটি গঠিত হয় ৷ সেই প্যানেলই সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকে রামায়ণ ও মহাভারত অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ৷ এই প্রসঙ্গে চেয়ারপার্সন আইস্যাক বলেন, "সাত সদস্যের প্যানেল রামায়ণ ও মহাভারত মহাকাব্য় সমাজ বিজ্ঞানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়েছে ৷ আমরা মনে করছি, যে সব পড়ুয়া এখন কিশোর বয়সে পা দিয়েছে, এখন থেকেই তাদের মধ্যে নিজেদের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম, জাতির জন্য় গর্ব গড়ে ওঠা উচিত ৷"

এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতি বছর হাজার হাজার পড়ুয়া দেশ ছেড়ে বিদেশে পড়তে চলে যায় ৷ অনেকে অন্য দেশের নাগরিকত্বও নেয় ৷ কারণ, তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা নেই ৷ আইস্যাক বলেন, "এই অবস্থায় নিজের উৎস কোথায়, তা জানাটা গুরুত্বপূর্ণ ৷ যাতে নিজের দেশ, নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে ওঠে ৷ কিছু বোর্ডে রামায়ণ ও মহাভারত পড়ানো হয় ৷ তবে এটা আরও বিস্তারিত ভাবে করা উচিত ৷"

এই প্যানেলই এর আগে পাঠ্যপুস্তকে দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' করার প্রস্তাব জানিয়েছিল ৷ এছাড়া পাঠ্যসূচি থেকে প্রাচীন ইতিহাস বাদ দেওয়া, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে হিন্দুদের জয়ের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিল ৷

সংবিধানের প্রস্তাবনা শ্রেণিকক্ষের দেওয়ালে লেখা প্রসঙ্গে আইস্যাক বলেন, "আমাদের প্রস্তাবনা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মতো সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেয় ৷ এটা একটা মহান বিষয় ৷ তাই আমরা শ্রেণিকক্ষের দেওয়ালগুলিতে প্রস্তাবনা লেখার বিষয়টিতে জোর দিয়েছি ৷ এর ফলে প্রত্যেকে তা দেখে কিছু না কিছু শিখতে পারবে ৷"

2020 সালের জাতীয় শিক্ষা নীতি অনুসারে এনসিইআরটি স্কুলের জন্য তার পাঠ্যসূচি নতুন করে সাজাচ্ছে ৷ আগামী শিক্ষাবর্ষে এনসিইআরটি-র পাঠ্যপুস্তকগুলি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ প্যানেলের প্রস্তাবনাগুলি এবার 19 সদস্যের ন্যাশনাল সিলেবাস অ্যান্ড টিচিং লার্নিং মেটিরিয়াল কমিটি বা এনএসটিসি খতিয়ে দেখবে এবং নতুন পাঠ্যসূচির তৈরির বিষযে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

আরও পড়ুন:

  1. চন্দ্রযানের অবৈজ্ঞানিক মডিউল পাঠ্যসূচিতে, এনসিইআরটি’র বিরুদ্ধে সরব বিজ্ঞান মনস্করা
  2. পাঠ্য বইয়ে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত', বিতর্ক শিক্ষামহলে
  3. পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে, এনসিইআরটি-র প্রস্তাবের পালটা মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, 22 নভেম্বর: সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক রামায়ণ ও মহাভারতকে ৷ পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা লেখা থাকবে শ্রেণিকক্ষের দেওয়ালে ৷ এনসিইআরটি-র একটি উচ্চস্তরীয় প্যানেল এই প্রস্তাব দিয়েছে ৷ এনসিইআরটি-র চেয়ারপার্সন সি আই আইস্যাক এই বিষয়টি জানিয়েছেন ৷

এনসিইআরটি-র নতুন পাঠ্যপুস্তকে কী কী বিষয় থাকবে, তা পর্যালোচনা করতে গত বছর সাত সদস্যের একটি কমিটি গঠিত হয় ৷ সেই প্যানেলই সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকে রামায়ণ ও মহাভারত অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ৷ এই প্রসঙ্গে চেয়ারপার্সন আইস্যাক বলেন, "সাত সদস্যের প্যানেল রামায়ণ ও মহাভারত মহাকাব্য় সমাজ বিজ্ঞানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়েছে ৷ আমরা মনে করছি, যে সব পড়ুয়া এখন কিশোর বয়সে পা দিয়েছে, এখন থেকেই তাদের মধ্যে নিজেদের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম, জাতির জন্য় গর্ব গড়ে ওঠা উচিত ৷"

এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতি বছর হাজার হাজার পড়ুয়া দেশ ছেড়ে বিদেশে পড়তে চলে যায় ৷ অনেকে অন্য দেশের নাগরিকত্বও নেয় ৷ কারণ, তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা নেই ৷ আইস্যাক বলেন, "এই অবস্থায় নিজের উৎস কোথায়, তা জানাটা গুরুত্বপূর্ণ ৷ যাতে নিজের দেশ, নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে ওঠে ৷ কিছু বোর্ডে রামায়ণ ও মহাভারত পড়ানো হয় ৷ তবে এটা আরও বিস্তারিত ভাবে করা উচিত ৷"

এই প্যানেলই এর আগে পাঠ্যপুস্তকে দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' করার প্রস্তাব জানিয়েছিল ৷ এছাড়া পাঠ্যসূচি থেকে প্রাচীন ইতিহাস বাদ দেওয়া, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে হিন্দুদের জয়ের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিল ৷

সংবিধানের প্রস্তাবনা শ্রেণিকক্ষের দেওয়ালে লেখা প্রসঙ্গে আইস্যাক বলেন, "আমাদের প্রস্তাবনা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মতো সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেয় ৷ এটা একটা মহান বিষয় ৷ তাই আমরা শ্রেণিকক্ষের দেওয়ালগুলিতে প্রস্তাবনা লেখার বিষয়টিতে জোর দিয়েছি ৷ এর ফলে প্রত্যেকে তা দেখে কিছু না কিছু শিখতে পারবে ৷"

2020 সালের জাতীয় শিক্ষা নীতি অনুসারে এনসিইআরটি স্কুলের জন্য তার পাঠ্যসূচি নতুন করে সাজাচ্ছে ৷ আগামী শিক্ষাবর্ষে এনসিইআরটি-র পাঠ্যপুস্তকগুলি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ প্যানেলের প্রস্তাবনাগুলি এবার 19 সদস্যের ন্যাশনাল সিলেবাস অ্যান্ড টিচিং লার্নিং মেটিরিয়াল কমিটি বা এনএসটিসি খতিয়ে দেখবে এবং নতুন পাঠ্যসূচির তৈরির বিষযে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

আরও পড়ুন:

  1. চন্দ্রযানের অবৈজ্ঞানিক মডিউল পাঠ্যসূচিতে, এনসিইআরটি’র বিরুদ্ধে সরব বিজ্ঞান মনস্করা
  2. পাঠ্য বইয়ে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত', বিতর্ক শিক্ষামহলে
  3. পাঠ্যবইয়ে ইন্ডিয়ার সঙ্গেই ভারত থাকবে, এনসিইআরটি-র প্রস্তাবের পালটা মুখ্যমন্ত্রী
Last Updated : Nov 22, 2023, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.