ETV Bharat / bharat

Narendra Modi: শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ : মোদি

শিগগিরই দেশের মেডিক্যাল হাব হবে উত্তরপ্রদেশ ৷ সিদ্ধার্থনগরে 9টি মেডিক্যাল কলেজের (Medical Colleges Inaugurated) উদ্বোধন করে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

Narendra Modi in Varanasi: PM inaugurates 9 medical colleges in Siddharth Nagar
শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ: মোদি
author img

By

Published : Oct 25, 2021, 12:24 PM IST

Updated : Oct 25, 2021, 3:37 PM IST

বারাণসী, 25 অক্টোবর : খুব শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ ৷ সিদ্ধার্থনগরে 9টি মেডিক্যাল কলেজের উদ্বোধন (Medical Colleges Inaugurated) করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি জানিয়েছেন, নতুন 9টি মেডিক্যাল কলেজে থাকবে 2500-রও বেশি বেড ৷ এ ছাড়াও 5000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে ৷

বিরোধীদের এক হাত নিয়ে এ দিন নমো বলেন, আগের সরকার পূর্বাঞ্চলের ভাবমূর্তিকে নষ্ট করে দিয়েছিল ৷ সেখানেই এখন আশার আলো দেখা যাচ্ছে ৷ মুখ্যমন্ত্রী হওয়ার আগেও উত্তরপ্রদেশের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কথা যোগীজি কীভাবে সংসদে তুলে ধরেছিলেন, তা কোনওদিন ভুলবে না এখানকার মানুষ ৷

2,329 কোটি টাকার মেডিক্যাল কলেজগুলি তৈরি হয়েছে সিদ্ধার্থনগর, এটা, হরদোই, প্রতাপগড়, ফতেপুর, দেওরিয়া, গাজিপুর, মির্জাপুর ও জৌনপুর জেলায় ৷ একসঙ্গে 9টা মেডিক্যাল কলেজের উদ্বোধন কম কথা নয় বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর ৷ তাঁর কথায়, "এই মেডিক্যাল কলেজগুলি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই উপযোগী হবে ৷ দেশে 157টি মেডিক্যাল কলেজ খুলেছে সরকার ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের

মেডিক্যাল কলেজের উদ্বোধনের পর এ দিন বারাণসী থেকে আয়ুষ্মান ভারত হেল্থ ইনফ্রাস্ট্রাকচার মিশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "স্বাস্থ্য প্রকল্প রোগ নির্ণয়েও কার্যকরী হবে ৷ এই মিশনের আওতায় চেক-আপ, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণ করার পরিকাঠামোও তৈরি হবে ৷ 2 কোটিরও বেশি গরিব মানুষকে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাও দেবে আয়ুষ্মান ভারত প্রকল্প ৷"

মোদির দাবি, "উত্তরপ্রদেশে নতুন মেডিক্যাল কলেজগুলি হওয়ায় মেডিক্যাল সিট ও ডাক্তারের সংখ্যা অনেক বাড়বে ৷ ফলে এ বার গরিব বাবা-মায়েরাও তাঁদের সন্তানদের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারবেন ৷ স্বাধীনতার পর 70 বছরে মেডিক্যাল কলেজ থেকে যত সংখ্যক ডাক্তার স্নাতক হয়েছেন, তার থেকে বেশি সংখ্যক ডাক্তার আগামী 10-12 বছরের মধ্যে পাবে দেশ ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোভিড টিকাকরণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কোভিড 19 অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে 100 কোটি মানুষকে টিকা দিয়ে দেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি করেছে ৷ বাবা বিশ্বনাথ, মা গঙ্গা ও কাশীর মানুষদের আস্থায় ভর করে 'সবকো ভ্যাকসিন, মুফ্ত ভ্যাকসিন' প্রচার সফল হয়েছে ৷" এই প্রকল্প 10টি রাজ্যে 17,788টি গ্রামীণ ও শহরকেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ৷

আরও পড়ুন: Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

বারাণসী, 25 অক্টোবর : খুব শিগগিরই দেশের মেডিক্যাল হাব হয়ে উঠবে উত্তরপ্রদেশ ৷ সিদ্ধার্থনগরে 9টি মেডিক্যাল কলেজের উদ্বোধন (Medical Colleges Inaugurated) করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি জানিয়েছেন, নতুন 9টি মেডিক্যাল কলেজে থাকবে 2500-রও বেশি বেড ৷ এ ছাড়াও 5000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে ৷

বিরোধীদের এক হাত নিয়ে এ দিন নমো বলেন, আগের সরকার পূর্বাঞ্চলের ভাবমূর্তিকে নষ্ট করে দিয়েছিল ৷ সেখানেই এখন আশার আলো দেখা যাচ্ছে ৷ মুখ্যমন্ত্রী হওয়ার আগেও উত্তরপ্রদেশের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কথা যোগীজি কীভাবে সংসদে তুলে ধরেছিলেন, তা কোনওদিন ভুলবে না এখানকার মানুষ ৷

2,329 কোটি টাকার মেডিক্যাল কলেজগুলি তৈরি হয়েছে সিদ্ধার্থনগর, এটা, হরদোই, প্রতাপগড়, ফতেপুর, দেওরিয়া, গাজিপুর, মির্জাপুর ও জৌনপুর জেলায় ৷ একসঙ্গে 9টা মেডিক্যাল কলেজের উদ্বোধন কম কথা নয় বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর ৷ তাঁর কথায়, "এই মেডিক্যাল কলেজগুলি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই উপযোগী হবে ৷ দেশে 157টি মেডিক্যাল কলেজ খুলেছে সরকার ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের

মেডিক্যাল কলেজের উদ্বোধনের পর এ দিন বারাণসী থেকে আয়ুষ্মান ভারত হেল্থ ইনফ্রাস্ট্রাকচার মিশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "স্বাস্থ্য প্রকল্প রোগ নির্ণয়েও কার্যকরী হবে ৷ এই মিশনের আওতায় চেক-আপ, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণ করার পরিকাঠামোও তৈরি হবে ৷ 2 কোটিরও বেশি গরিব মানুষকে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাও দেবে আয়ুষ্মান ভারত প্রকল্প ৷"

মোদির দাবি, "উত্তরপ্রদেশে নতুন মেডিক্যাল কলেজগুলি হওয়ায় মেডিক্যাল সিট ও ডাক্তারের সংখ্যা অনেক বাড়বে ৷ ফলে এ বার গরিব বাবা-মায়েরাও তাঁদের সন্তানদের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারবেন ৷ স্বাধীনতার পর 70 বছরে মেডিক্যাল কলেজ থেকে যত সংখ্যক ডাক্তার স্নাতক হয়েছেন, তার থেকে বেশি সংখ্যক ডাক্তার আগামী 10-12 বছরের মধ্যে পাবে দেশ ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোভিড টিকাকরণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কোভিড 19 অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে 100 কোটি মানুষকে টিকা দিয়ে দেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি করেছে ৷ বাবা বিশ্বনাথ, মা গঙ্গা ও কাশীর মানুষদের আস্থায় ভর করে 'সবকো ভ্যাকসিন, মুফ্ত ভ্যাকসিন' প্রচার সফল হয়েছে ৷" এই প্রকল্প 10টি রাজ্যে 17,788টি গ্রামীণ ও শহরকেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ৷

আরও পড়ুন: Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

Last Updated : Oct 25, 2021, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.