ETV Bharat / bharat

Ram Nabami Wishes 2023: দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি-শাহ-মমতা

রামনবমী নিয়ে বিশেষ আবেগ রয়েছে বিজেপির মধ্য়ে ৷ এই উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Ram Nabami Wishes From Prime Minister Narendra Modi)। মোদি-শাহর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন মমতাও ।

Etv Bharat
রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি-মমতা
author img

By

Published : Mar 30, 2023, 8:12 AM IST

Updated : Mar 30, 2023, 9:23 AM IST

হায়দরাবাদ, 30 মার্চ: রামনবমীর শুভেচ্ছা জানাতে এগিয়ে মমতা ! আধ ঘণ্টার হের-ফেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পিছনে ফেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ভোর থেকেই রামনবমীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা । সেই মতো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি-মমতা এবং শাহরা। তবে সময়ের হিসেবে দেখা যাচ্ছে বাকি দু'জনকে কিছুটা হলেও পেছনে ফেলেছেন মমতা । পাশাপাশি দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে আরও অনেকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বৃহস্পতিবার সকালে টুইট করে রামনবমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ যদিও তার প্রায় আধ ঘণ্টা আগেই ফেসবুকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee) ৷ এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ সোশ্য়াল মিডিয়ায় সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এরপর প্রায় সকাল প্রায় সাতটা নাগাদ কয়েক মিনিটের ব্য়বধানে একে একে টুইট করেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা (Ram Nabami Wishes From Prime Minister Narendra Modi)।

  • रामनवमी के पावन-पुनीत अवसर पर समस्त देशवासियों को अनेकानेक शुभकामनाएं। त्याग, तपस्या, संयम और संकल्प पर आधारित मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र का जीवन हर युग में मानवता की प्रेरणाशक्ति बना रहेगा।

    — Narendra Modi (@narendramodi) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশজুড়ে চলছে রামনবমী উদযাপনের প্রস্তুতি

রামনবমী বিজেপির কাছে বরাবরই বিশেষ ৷ এই উপলক্ষ্য়ে দিনভর একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ এ রাজ্য়েও একাধিক মিছিলের ডাক দিয়েছেগেরুয়া শিবির ৷ তা নিয়ে গতকালই মুখ খুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ প্রসঙ্গত, ভগবান রামের জন্মতিথিকেই রামনবমী হিসাবে পালন করা হয় ৷ বিষ্ণুর সপ্তম অবতার বলেও তাঁকে হিন্দু ধর্মে মান্য়তা দেওয়া হয়েছে ৷ উত্তর ভারতে তো বটেই এমনকী দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় ধুমধাম করে পালিত হয় ভগবান রামের জন্মতিথি এই দিনটি ৷ অন্য়দিকে, অযোধ্য়ায় এবার বিশেষভাবে পালিত হচ্ছে রামনবমীর অনুষ্ঠান ৷ সূত্রের খবর, এদিন দুপুরে সেখানে বিশেষ অভিষেক এবং ভোগের ব্য়বস্থা করা হয়েছে রাম লালার জন্য় ৷ অযোধ্য়ায় যাওয়ার কথা উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথেরও ৷

হায়দরাবাদ, 30 মার্চ: রামনবমীর শুভেচ্ছা জানাতে এগিয়ে মমতা ! আধ ঘণ্টার হের-ফেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পিছনে ফেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ভোর থেকেই রামনবমীর শুভেচ্ছা জানাতে শুরু করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা । সেই মতো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি-মমতা এবং শাহরা। তবে সময়ের হিসেবে দেখা যাচ্ছে বাকি দু'জনকে কিছুটা হলেও পেছনে ফেলেছেন মমতা । পাশাপাশি দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে আরও অনেকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বৃহস্পতিবার সকালে টুইট করে রামনবমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ যদিও তার প্রায় আধ ঘণ্টা আগেই ফেসবুকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee) ৷ এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ সোশ্য়াল মিডিয়ায় সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এরপর প্রায় সকাল প্রায় সাতটা নাগাদ কয়েক মিনিটের ব্য়বধানে একে একে টুইট করেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা (Ram Nabami Wishes From Prime Minister Narendra Modi)।

  • रामनवमी के पावन-पुनीत अवसर पर समस्त देशवासियों को अनेकानेक शुभकामनाएं। त्याग, तपस्या, संयम और संकल्प पर आधारित मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र का जीवन हर युग में मानवता की प्रेरणाशक्ति बना रहेगा।

    — Narendra Modi (@narendramodi) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশজুড়ে চলছে রামনবমী উদযাপনের প্রস্তুতি

রামনবমী বিজেপির কাছে বরাবরই বিশেষ ৷ এই উপলক্ষ্য়ে দিনভর একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ এ রাজ্য়েও একাধিক মিছিলের ডাক দিয়েছেগেরুয়া শিবির ৷ তা নিয়ে গতকালই মুখ খুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ প্রসঙ্গত, ভগবান রামের জন্মতিথিকেই রামনবমী হিসাবে পালন করা হয় ৷ বিষ্ণুর সপ্তম অবতার বলেও তাঁকে হিন্দু ধর্মে মান্য়তা দেওয়া হয়েছে ৷ উত্তর ভারতে তো বটেই এমনকী দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় ধুমধাম করে পালিত হয় ভগবান রামের জন্মতিথি এই দিনটি ৷ অন্য়দিকে, অযোধ্য়ায় এবার বিশেষভাবে পালিত হচ্ছে রামনবমীর অনুষ্ঠান ৷ সূত্রের খবর, এদিন দুপুরে সেখানে বিশেষ অভিষেক এবং ভোগের ব্য়বস্থা করা হয়েছে রাম লালার জন্য় ৷ অযোধ্য়ায় যাওয়ার কথা উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথেরও ৷

Last Updated : Mar 30, 2023, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.