ETV Bharat / bharat

Atiq Ahmed Update: 'পুলিশ নিয়ে যায়নি, তাই যাইনি'! ছেলের সমাধিস্থলে যাওয়া নিয়ে শেষ কথা বলেই লুটিয়ে পড়ল আতিক - শেষ কথা বলেই লুটিয়ে পড়ল আতিক

13 এপ্রিল ঝাঁসিতে পুলিশি এনকাউন্টারে ছেলে আসাদের মৃত্যু হয় ৷ তার বয়স মাত্র 19 ৷ বাবা আতিক তখন আদালতকক্ষে ৷ গ্যাংস্টারকে পুলিশি হেফাজতে নেওয়া সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে ৷ তখনই এসেছিল খবরটা ৷ কিন্তু ছেলেকে শেষ মুহূর্তে দেখা হয়নি আতিকের ৷

Atiq Ahmed
আতিকের শেষ কথা
author img

By

Published : Apr 16, 2023, 8:04 AM IST

Updated : Apr 16, 2023, 8:18 AM IST

প্রয়াগরাজ, 16 এপ্রিল: তার শেষ কথাগুলো ছেলেকে নিয়েই ছিল ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্লিপ্ত গলায় আতিক আহমেদ বলেছিল "নেহি লে গয়ে তো নেহি গয়ে" ৷ আর তারপরই লুটিয়ে পড়লেন ৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তার শেষ কথা এটাই ছিল ৷ আতিক ও আশরফকে স্বাস্থ্যপরীক্ষার জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তাদের হাতে ছিল হাতকড়া ৷ চারদিকে ছিল পুলিশ ৷ সাংবাদিকরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কখন আতিক ও আশরফকে নিয়ে আসবে পুলিশ ৷ হাসপাতালের সামনে পুলিশের গাড়ি ৷ থিকথিক করছে পুলিশ আর তার সঙ্গে রয়েছেন সাংবাদিকরাও ৷

ঠিক এমন সময় খুন করা হয় আতিকদের । এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ ফেব্রুয়ারি মাসে আইনজীবী উমেশ পাল খুনে অভিযুক্ত আতিক আহমেদ ও আশরফ আহমেদ ৷ এই খুনের মামলা চলছিল । এই 13 তারিখটা খানিকটা যেন গ্যাংস্টার আতিকের জন্য আনলাকি থার্টিনই ছিল ৷ ওই দিন প্রয়াগরাজে আদালত কক্ষে আতিক-আশরফকে পুলিশি হেফাজতে নেওয়া নিয়ে সওয়াল-জবাব চলছিল ৷ তখনই খবর এল ঝাঁসিতে পুলিশি এনকাউন্টারে ছেলে আসাদ আহমেদের মৃত্যু হয়েছে ৷

সেখানে সবার সামনে নিজের চোখের জল আটকাতে পারেনি রাজনৈতিক নেতা থেকে গ্যাংস্টার হয়ে ওঠা আতিক ৷ তবে ছেলের মৃত্যুর শোক প্রকাশের সময়টুকু পায়নি বাবা ৷ আদালতের নির্দেশে 17 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার কথা ৷ তাই নাইনি সেন্ট্রাল জেল থেকে সরাসরি তাদের ধুমনগঞ্জ পুলিশ স্টেশনে নিয়ে পুলিশ ৷ ছেলের মৃত্যুর খবর পাওয়ার দিনও রাতভর আতিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কী ভাবে উমেশ পালকে খুন করা হয়েছিল ৷ তাদের সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ আছে কি না ৷

শনিবার রাতে এক সাংবাদিক আতিককে প্রশ্ন করেন, "ছেলের সমাধিতে যাওয়া হল না, এ নিয়ে কী বলার আছে ?" ৷ এর উত্তরে যেন ভাবলেশহীন গলায় গ্যাংস্টার বলেছিল, "পুলিশ নিয়ে যায়নি, তাই যাইনি ৷" ব্যস, হঠাৎ গুলির শব্দ আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল আতিক ৷ তারপরই একই অবস্থা হল আশরফের ৷ মাথায় গুলি করেছিল আততায়ীরা ৷ ওই সাংবাদিকের পায়েও গুলি লেগেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: আদালতে মিলল ছেলের মৃত্যুর খবর, রাতে ধুমনগঞ্জ থানায় জেরা আতিককে

প্রয়াগরাজ, 16 এপ্রিল: তার শেষ কথাগুলো ছেলেকে নিয়েই ছিল ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্লিপ্ত গলায় আতিক আহমেদ বলেছিল "নেহি লে গয়ে তো নেহি গয়ে" ৷ আর তারপরই লুটিয়ে পড়লেন ৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তার শেষ কথা এটাই ছিল ৷ আতিক ও আশরফকে স্বাস্থ্যপরীক্ষার জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তাদের হাতে ছিল হাতকড়া ৷ চারদিকে ছিল পুলিশ ৷ সাংবাদিকরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কখন আতিক ও আশরফকে নিয়ে আসবে পুলিশ ৷ হাসপাতালের সামনে পুলিশের গাড়ি ৷ থিকথিক করছে পুলিশ আর তার সঙ্গে রয়েছেন সাংবাদিকরাও ৷

ঠিক এমন সময় খুন করা হয় আতিকদের । এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ ফেব্রুয়ারি মাসে আইনজীবী উমেশ পাল খুনে অভিযুক্ত আতিক আহমেদ ও আশরফ আহমেদ ৷ এই খুনের মামলা চলছিল । এই 13 তারিখটা খানিকটা যেন গ্যাংস্টার আতিকের জন্য আনলাকি থার্টিনই ছিল ৷ ওই দিন প্রয়াগরাজে আদালত কক্ষে আতিক-আশরফকে পুলিশি হেফাজতে নেওয়া নিয়ে সওয়াল-জবাব চলছিল ৷ তখনই খবর এল ঝাঁসিতে পুলিশি এনকাউন্টারে ছেলে আসাদ আহমেদের মৃত্যু হয়েছে ৷

সেখানে সবার সামনে নিজের চোখের জল আটকাতে পারেনি রাজনৈতিক নেতা থেকে গ্যাংস্টার হয়ে ওঠা আতিক ৷ তবে ছেলের মৃত্যুর শোক প্রকাশের সময়টুকু পায়নি বাবা ৷ আদালতের নির্দেশে 17 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার কথা ৷ তাই নাইনি সেন্ট্রাল জেল থেকে সরাসরি তাদের ধুমনগঞ্জ পুলিশ স্টেশনে নিয়ে পুলিশ ৷ ছেলের মৃত্যুর খবর পাওয়ার দিনও রাতভর আতিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ কী ভাবে উমেশ পালকে খুন করা হয়েছিল ৷ তাদের সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ আছে কি না ৷

শনিবার রাতে এক সাংবাদিক আতিককে প্রশ্ন করেন, "ছেলের সমাধিতে যাওয়া হল না, এ নিয়ে কী বলার আছে ?" ৷ এর উত্তরে যেন ভাবলেশহীন গলায় গ্যাংস্টার বলেছিল, "পুলিশ নিয়ে যায়নি, তাই যাইনি ৷" ব্যস, হঠাৎ গুলির শব্দ আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল আতিক ৷ তারপরই একই অবস্থা হল আশরফের ৷ মাথায় গুলি করেছিল আততায়ীরা ৷ ওই সাংবাদিকের পায়েও গুলি লেগেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: আদালতে মিলল ছেলের মৃত্যুর খবর, রাতে ধুমনগঞ্জ থানায় জেরা আতিককে

Last Updated : Apr 16, 2023, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.