মুম্বই, 23 জুলাই: মুম্বই পুলিশের দফতরে রবিবার দুপুরে আচমকাই আসে একটি উড়ো ফোন । অপর প্রান্ত থেকে ভেসে আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা । জানা গিয়েছে, ফোনের ওপারের ব্যক্তি নিজেকে 'পাণ্ডে' বলে পরিচয় দেয় । বলে, 'হ্যালো, মুম্বই পুলিশ? সাবধান! আরডিএক্স বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ে দুই পাকিস্তানি মুম্বই থেকে গোয়ার পথে যাচ্ছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণে উড়ে যেতে পারে শহর।" এমন ভয়ানক হুমকি ফোন আসায় মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে তবে কি ফের বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান ?
চাঞ্চল্যকর এই ফোন পেতেই তৎপর হয়ে পড়েন মুম্বই পুলিশের আধিকারিকরা। কে এই পাণ্ডে, তা যদিও এখনও জানা যায়নি। তবে এই হুমকি ফোনকে মোটেই হালকাভাবে নিচ্ছে না মুম্বই পুলিশ। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে বার তিনেক হুমকি ফোন পেল মুম্বই পুলিশ। কিছুদিন আগে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুমকি মেসেজ পাঠিয়েছিল বলে জানা গিয়েছিল। সেই বার্তায় 26/11-এর ধাঁচে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছিল।
পাশাপাশি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এবং নরেন্দ্র মোদির সরকারকে নিশানা করা হয়েছে বলে ওই হুমকি বার্তায় উল্লেখ করা হয়েছিল ৷ এই হুমকি ফোনের পর মুম্বই থেকে গোয়াগামী হাইওয়েতে শুরু হয়েছে তল্লাশি, নাকা চেকিং। হুমকি ফোনের ব্যক্তিকে খুঁজে বের করার লক্ষ্যে শুরু হয়েছে নম্বরটির ট্র্যাকিং। এরও আগেও গত 12 জুলাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। সেই ফোনে আবার উল্লেখ করা হয়েছিল পাকিস্তান থেকে ভারতে চলে আসা সচিনের সঙ্গে সংসার পাতা সীমা হায়দারের নাম।
উল্লেখ্য, সম্প্রতি চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে বেআইনিভাবে নেপাল হয়ে ভারতে এসেছেন পাকিস্তানের সীমা হায়দার। তাঁকে তাঁর দেশে না-ফেরালে 26/11-এর মতো হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। যদিও সেটি ভুয়ো ফোন বলে পরে দাবি করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন: পাকিস্তানে পাঠানোর আগে সীমাকে সাজিয়ে দিচ্ছেন সচিন ? ভাইরাল ভিডিয়ো