ETV Bharat / bharat

Pydhonie Fake note factory : মুম্বইয়ের পাইধোনির জাল নোট তৈরির কারখানার হদিশ পেল গোয়েন্দারা - মুম্বই থেকে উদ্ধার জাল নোট

মুম্বইয়ের পাইধোনি এলাকায় একটি কারখানায় জাল নোট ছাপার কারবার চলছিল ৷ মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেড় লক্ষেরও বেশি মূল্যের জাল নোট ৷

Fake Banknote
জাল নোট উদ্ধার
author img

By

Published : Nov 24, 2021, 12:30 PM IST

মুম্বই, 24 নভেম্বর : জাল নোট ছাপার কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল দেড় লাখেরও বেশি মূল্যের নকল নোট ৷ দক্ষিণ মুম্বইয়ের পাইধোনি এলাকার একটি কারখানায় ভুয়ো নোট ছাপার কারবার চলছিল ৷ মুম্বই পুলিশের গোয়েন্দা শাখা 'ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট' (Crime Intelligence Unit, CIU) সেখানে পৌঁছে 1 লাখ 60 হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করে ৷ (Mumbai Police CIU raid fake note printing factory at Pydhonie) এছাড়া 53টি 2 হাজার টাকার নকল নোট পেয়েছে মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ এই ঘটনায় 47 বছর বয়সের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

বিস্তারিত আসছে...

মুম্বই, 24 নভেম্বর : জাল নোট ছাপার কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল দেড় লাখেরও বেশি মূল্যের নকল নোট ৷ দক্ষিণ মুম্বইয়ের পাইধোনি এলাকার একটি কারখানায় ভুয়ো নোট ছাপার কারবার চলছিল ৷ মুম্বই পুলিশের গোয়েন্দা শাখা 'ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট' (Crime Intelligence Unit, CIU) সেখানে পৌঁছে 1 লাখ 60 হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করে ৷ (Mumbai Police CIU raid fake note printing factory at Pydhonie) এছাড়া 53টি 2 হাজার টাকার নকল নোট পেয়েছে মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ এই ঘটনায় 47 বছর বয়সের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

বিস্তারিত আসছে...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.