ETV Bharat / bharat

Mumbai 27 Hour Train Block: ব্রিটিশ আমলের কার্নাক সেতু ভেঙে ফেলায় মুম্বইয়ে 27 ঘণ্টা ট্রেন চলাচল অবরুদ্ধ - Carnac Road Over Bridge

ব্রিটিশ আমলের কার্নাক সেতু (Carnac Bridge) ভেঙে ফেলায় মুম্বইয়ে (Mumbai Train) 27 ঘণ্টা ট্রেন চলাচল অবরুদ্ধ ঘোষণা করল সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)৷

Mumbai 27-hour train traffic power blockade for Carnac RoB dismantling
ব্রিটিশামলের কার্নাক সেতু ভেঙে ফেলায় মুম্বইয়ে 27 ঘণ্টা ট্রেন চলাচল অবরুদ্ধ
author img

By

Published : Nov 11, 2022, 2:32 PM IST

Updated : Nov 11, 2022, 4:17 PM IST

মুম্বই, 11 নভেম্বর: 19 নভেম্বর রাত থেকে 27 ঘণ্টা দক্ষিণ মুম্বইয়ের (Mumbai Train) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং মসজিদ বন্দর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল অবরুদ্ধ (ব্লক) থাকবে (Mumbai 27 Hour Train Block)৷ সেন্ট্রাল রেলওয়ে বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছে ৷ ব্রিটিশ আমলের কার্নাক সেতুটি (Carnac Bridge) ভেঙে ফেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)৷ এর ফলে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচলেও প্রভাব পড়বে (Carnac Road Over Bridge)।

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার জানিয়েছেন, যদিও ওই রুট 27 ঘণ্টার জন্য ব্লক করা হচ্ছে, তবে সিএসএমটি এবং বাইকুল্লার মধ্যে মেইন লাইনে শহরতলির লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল 17 ঘণ্টা বন্ধ থাকবে ৷ ট্রেন বন্ধ থাকবে 19 নভেম্বর রাত 11 টা থেকে 20 নভেম্বর বিকেল 4টা পর্যন্ত ।

তিনি জানিয়েছেন, হারবার লাইনে সিএসএমটি এবং ওয়াডালা রোড স্টেশনের মধ্যে ট্রেন চলাচল 21 ঘণ্টা বন্ধ থাকবে — 19 নভেম্বর রাত 11 টা থেকে 20 নভেম্বর রাত 8 টা পর্যন্ত ৷ ইয়ার্ড লাইন পুরো 27 ঘণ্টা বন্ধ থাকবে । বিশেষ ব্লকটি 37 লক্ষেরও বেশি দৈনিক স্থানীয় ট্রেন যাত্রীদের পাশাপাশি বাইরের ট্রেনে ভ্রমণকারীদেরও প্রভাবিত করতে পারে । 1,800 টিরও বেশি লোকাল ট্রেন সেন্ট্রাল রেলওয়ের মুম্বই শহরতলির নেটওয়ার্কে চলাচল করে যার মধ্যে রয়েছে `হারবার' এবং `মেইন' লাইন ৷

আরও পড়ুন: মুম্বইয়ে লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি

1866-67 সালে নির্মিত কার্নাক সেতুটিকে 2018 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে (IITB)-এর একটি বিশেষজ্ঞ দল অসুরক্ষিত বলে ঘোষণা করেছিল ৷ যদিও তার আগেই 2014 সালে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ চলতি বছরের সেপ্টেম্বরে সেতুটি পুরোপুরি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়ার পর আংশিক ভাঙা শুরু হয় । এটি প্রতিস্থাপনের জন্য নতুন সেতুটি বৃহন্মুম্বই পৌরনিগম নির্মাণ করবে ।

সুতার জানিয়েছেন, ব্লকের সময়কালে মেইন লাইনে শহরতলির লোকাল ট্রেনগুলি বাইকুল্লা, পেরেল, দাদার এবং কুরলা থেকে যাত্রা শুরু এবং শেষ করবে ৷ আর হারবার লাইনের ট্রেনগুলি ওয়াডালা রোড স্টেশন থেকে যাত্রা শুরু এবং শেষ করবে ৷ লোকাল ট্রেনের ফ্রিকোয়েন্সি স্বাভাবিকের চেয়ে কম হবে বলে তিনি জানিয়েছেন ৷ মুম্বই অঞ্চলের পৌরনিগমগুলি এই সময়কালে অতিরিক্ত বাস পরিষেবার ব্যবস্থা করবে ।

সেন্ট্রাল রেলওয়ের প্রেস রিলিজ অনুসারে, 18 জোড়া আউটস্টেশন ট্রেন বাতিল করা হবে এবং 35টি ডাউন ও 33টি আপ ট্রেন সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ হবে ৷ যাত্রীদের সুবিধার্থে প্রধান জাংশন ও স্টেশনে রিফান্ড কাউন্টার খোলা হবে । তাঁদের জন্য হেল্প ডেস্কেরও ব্যবস্থা থাকবে ৷

মুম্বই, 11 নভেম্বর: 19 নভেম্বর রাত থেকে 27 ঘণ্টা দক্ষিণ মুম্বইয়ের (Mumbai Train) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং মসজিদ বন্দর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল অবরুদ্ধ (ব্লক) থাকবে (Mumbai 27 Hour Train Block)৷ সেন্ট্রাল রেলওয়ে বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছে ৷ ব্রিটিশ আমলের কার্নাক সেতুটি (Carnac Bridge) ভেঙে ফেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)৷ এর ফলে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচলেও প্রভাব পড়বে (Carnac Road Over Bridge)।

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার জানিয়েছেন, যদিও ওই রুট 27 ঘণ্টার জন্য ব্লক করা হচ্ছে, তবে সিএসএমটি এবং বাইকুল্লার মধ্যে মেইন লাইনে শহরতলির লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল 17 ঘণ্টা বন্ধ থাকবে ৷ ট্রেন বন্ধ থাকবে 19 নভেম্বর রাত 11 টা থেকে 20 নভেম্বর বিকেল 4টা পর্যন্ত ।

তিনি জানিয়েছেন, হারবার লাইনে সিএসএমটি এবং ওয়াডালা রোড স্টেশনের মধ্যে ট্রেন চলাচল 21 ঘণ্টা বন্ধ থাকবে — 19 নভেম্বর রাত 11 টা থেকে 20 নভেম্বর রাত 8 টা পর্যন্ত ৷ ইয়ার্ড লাইন পুরো 27 ঘণ্টা বন্ধ থাকবে । বিশেষ ব্লকটি 37 লক্ষেরও বেশি দৈনিক স্থানীয় ট্রেন যাত্রীদের পাশাপাশি বাইরের ট্রেনে ভ্রমণকারীদেরও প্রভাবিত করতে পারে । 1,800 টিরও বেশি লোকাল ট্রেন সেন্ট্রাল রেলওয়ের মুম্বই শহরতলির নেটওয়ার্কে চলাচল করে যার মধ্যে রয়েছে `হারবার' এবং `মেইন' লাইন ৷

আরও পড়ুন: মুম্বইয়ে লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি

1866-67 সালে নির্মিত কার্নাক সেতুটিকে 2018 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে (IITB)-এর একটি বিশেষজ্ঞ দল অসুরক্ষিত বলে ঘোষণা করেছিল ৷ যদিও তার আগেই 2014 সালে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ চলতি বছরের সেপ্টেম্বরে সেতুটি পুরোপুরি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়ার পর আংশিক ভাঙা শুরু হয় । এটি প্রতিস্থাপনের জন্য নতুন সেতুটি বৃহন্মুম্বই পৌরনিগম নির্মাণ করবে ।

সুতার জানিয়েছেন, ব্লকের সময়কালে মেইন লাইনে শহরতলির লোকাল ট্রেনগুলি বাইকুল্লা, পেরেল, দাদার এবং কুরলা থেকে যাত্রা শুরু এবং শেষ করবে ৷ আর হারবার লাইনের ট্রেনগুলি ওয়াডালা রোড স্টেশন থেকে যাত্রা শুরু এবং শেষ করবে ৷ লোকাল ট্রেনের ফ্রিকোয়েন্সি স্বাভাবিকের চেয়ে কম হবে বলে তিনি জানিয়েছেন ৷ মুম্বই অঞ্চলের পৌরনিগমগুলি এই সময়কালে অতিরিক্ত বাস পরিষেবার ব্যবস্থা করবে ।

সেন্ট্রাল রেলওয়ের প্রেস রিলিজ অনুসারে, 18 জোড়া আউটস্টেশন ট্রেন বাতিল করা হবে এবং 35টি ডাউন ও 33টি আপ ট্রেন সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ হবে ৷ যাত্রীদের সুবিধার্থে প্রধান জাংশন ও স্টেশনে রিফান্ড কাউন্টার খোলা হবে । তাঁদের জন্য হেল্প ডেস্কেরও ব্যবস্থা থাকবে ৷

Last Updated : Nov 11, 2022, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.