ETV Bharat / bharat

Mulayam Singh Yadav Asset: অখিলেশদের জন্য মুলায়ম রেখে গেলেন সাড়ে 7 কেজি সোনা-সহ 20 কোটির সম্পত্তি - অখিলেশ যাদব

প্রয়াত সমাজবাদী (Samajwadi Party) পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের 20 কোটি টাকার বেশি সম্পত্তি এবং প্রায় সাড়ে 7 কেজি সোনা ছিল (Mulayam Singh Yadav Asset) ৷ শোনা যাচ্ছে, এই বিপুল পরিমাণ সম্পত্তি তিনি তাঁর দুই ছেলের মধ্যে আগেই ভাগ করে দিয়েছেন ৷

Mulayam Singh Yadav Left Around 20 Crore for Akhilesh Yadav and Prateek Yadav
Mulayam Singh Yadav Left Around 20 Crore for Akhilesh Yadav and Prateek Yadav
author img

By

Published : Oct 11, 2022, 2:18 PM IST

লখনউ, 11 অক্টোবর: 10 অক্টোবর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ রাজনীতির ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) ৷ বলা হচ্ছে, এক বিশাল বড় রাজনৈতির উত্তরাধিকার ছেড়ে যাওয়া মুলায়ম সিং যাদবের কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে (Mulayam Singh Yadav Asset) ৷ যদিও, সমাজবাদী পরিবারের সঙ্গে যুক্ত নেতারা বলছেন যে, সেই বিপুল পরিমাণ সম্পত্তি আগেই মুলায়ম সিং যাদব তাঁর দুই ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং প্রতীক যাদবের (Prateek Yadav) মধ্যে ভাগ করে দিয়েছিলেন ৷

প্রসঙ্গত, সমাজবাদী পার্টির (Samajwadi Party) উত্তরাধিকার হিসাবে অখিলেশ যাদব এগিয়ে এসেছেন ৷ তিনি বর্তমানে সপা সুুপ্রিমো ৷ আর তাঁকেই 2012 সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী করেছিলেন সমাজবাদী পার্টির তৎকালীন প্রধান মুলায়ম সিং যাদব ৷ যেখানে প্রতীক যাদব পুরোপুরিভাবে পারিবারিক ব্যবসা সামলানোর কাজ করেন ৷ তাঁকে এই দায়িত্ব মুলায়ম সিং যাদবই দিয়েছিলেন ৷ এমনকি প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব সমাজবাদী পার্টিতে সক্রিয় রাজনীতি করতেন ৷ তবে, 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় তিনি পারিবারিক রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ বলা হয়, অখিলেশের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই নাকি, তিনি সপা ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের

প্রয়াত মুলায়ম সিং যাদব 2019 লোকসভা নির্বাচনের সময় তাঁর সম্পত্তির যে হিসাব দিয়েছিলেন, সেখানে উল্লেখ করা হয়েছে, তাঁর 20 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে (Mulayam Singh Yadav Left Around 20 Crore) ৷ যে হিসাব তিনি নির্বাচন কমিশনে দিয়েছিলেন, সেই অনুযায়ী দেখতে গেলে, মুলায়ম সিং যাদবের মোট সম্পত্তির পরিমাণ 20 কোটি 56 লক্ষ 4 হাজার 593 টাকা ৷ আর সেখানে ঋণ ছিল, 2 কোটি 20 লক্ষ 55 হাজার 657 টাকা ৷ 2017-18 অর্থবর্ষে মুলায়ম সিং যাদবের আয় ছিল 32 লক্ষ 2 হাজার 615 টাকা ৷ 2016-17 সালের মধ্যে 31 লক্ষ 87 হাজার 656 টাকা 2015-16 সালে 28 লক্ষ 38 হাজার 652 টাকা ৷ 2014-15 সালে 36 লক্ষ 5 হাজার 778 টাকা এবং 2013-14 সালে 19 লক্ষ 16 হাজার 997 টাকা ৷ প্রসঙ্গত, মুলায়ম সিং যাদবের কাছে 7.5 কেজি সোনা ছিল ৷ যার বাজারমূল্য 2 কোটি 41 লক্ষ 52 হাজার 365 টাকা ৷

লখনউ, 11 অক্টোবর: 10 অক্টোবর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ রাজনীতির ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) ৷ বলা হচ্ছে, এক বিশাল বড় রাজনৈতির উত্তরাধিকার ছেড়ে যাওয়া মুলায়ম সিং যাদবের কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে (Mulayam Singh Yadav Asset) ৷ যদিও, সমাজবাদী পরিবারের সঙ্গে যুক্ত নেতারা বলছেন যে, সেই বিপুল পরিমাণ সম্পত্তি আগেই মুলায়ম সিং যাদব তাঁর দুই ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং প্রতীক যাদবের (Prateek Yadav) মধ্যে ভাগ করে দিয়েছিলেন ৷

প্রসঙ্গত, সমাজবাদী পার্টির (Samajwadi Party) উত্তরাধিকার হিসাবে অখিলেশ যাদব এগিয়ে এসেছেন ৷ তিনি বর্তমানে সপা সুুপ্রিমো ৷ আর তাঁকেই 2012 সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী করেছিলেন সমাজবাদী পার্টির তৎকালীন প্রধান মুলায়ম সিং যাদব ৷ যেখানে প্রতীক যাদব পুরোপুরিভাবে পারিবারিক ব্যবসা সামলানোর কাজ করেন ৷ তাঁকে এই দায়িত্ব মুলায়ম সিং যাদবই দিয়েছিলেন ৷ এমনকি প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব সমাজবাদী পার্টিতে সক্রিয় রাজনীতি করতেন ৷ তবে, 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় তিনি পারিবারিক রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ বলা হয়, অখিলেশের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই নাকি, তিনি সপা ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের

প্রয়াত মুলায়ম সিং যাদব 2019 লোকসভা নির্বাচনের সময় তাঁর সম্পত্তির যে হিসাব দিয়েছিলেন, সেখানে উল্লেখ করা হয়েছে, তাঁর 20 কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে (Mulayam Singh Yadav Left Around 20 Crore) ৷ যে হিসাব তিনি নির্বাচন কমিশনে দিয়েছিলেন, সেই অনুযায়ী দেখতে গেলে, মুলায়ম সিং যাদবের মোট সম্পত্তির পরিমাণ 20 কোটি 56 লক্ষ 4 হাজার 593 টাকা ৷ আর সেখানে ঋণ ছিল, 2 কোটি 20 লক্ষ 55 হাজার 657 টাকা ৷ 2017-18 অর্থবর্ষে মুলায়ম সিং যাদবের আয় ছিল 32 লক্ষ 2 হাজার 615 টাকা ৷ 2016-17 সালের মধ্যে 31 লক্ষ 87 হাজার 656 টাকা 2015-16 সালে 28 লক্ষ 38 হাজার 652 টাকা ৷ 2014-15 সালে 36 লক্ষ 5 হাজার 778 টাকা এবং 2013-14 সালে 19 লক্ষ 16 হাজার 997 টাকা ৷ প্রসঙ্গত, মুলায়ম সিং যাদবের কাছে 7.5 কেজি সোনা ছিল ৷ যার বাজারমূল্য 2 কোটি 41 লক্ষ 52 হাজার 365 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.