ETV Bharat / bharat

Isha Ambani জেনারেশন নেক্সট, এবার থেকে মুকেশের সংস্থার খুচরো ব্যবসা সামলাবেন মেয়ে ইশা - ইশা আম্বানি

রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) খুচরো ব্যবসার (Retail Business) দায়িত্ব নিলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) ৷ সোমবার ইশাকে নতুন নেতা হিসাবে পরিচয় করিয়ে দেন মুকেশ ৷

Mukesh Ambani Introduces Daughter Isha Ambani As the New Leader Of Reliance Retail Business
Isha Ambani এবার থেকে মুকেশের সংস্থার খুচরো ব্যবসা সামলাবেন মেয়ে ইশা
author img

By

Published : Aug 29, 2022, 6:37 PM IST

মুম্বই, 29 অগস্ট: রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) খুচরো ব্যবসার (Retail Business) নেতৃত্ব মেয়ে ইশার (Isha Ambani) কাঁধে তুলে দিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) ৷ এদিন ইশা আম্বানিকে বাকিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভাবনা-চিন্তা করেই এই পদক্ষেপ করেছেন মুকেশ ৷ আসলে পারিবারিক ব্যবসার রাশ ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাইছেন এই শিল্পপতি ৷ তাঁর তিন সন্তান ৷ একমাত্র মেয়ে ইশা ছাড়াও মুকেশের আরও দুই ছেলে রয়েছেন ৷ তাঁদের সকলকেই ধাপে ধাপে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি ৷

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে রিলায়েন্স গোষ্ঠীর আরও একটি সংস্থা রিলায়েন্স জিও ইনফোকমের (Reliance Jio Infocomm) চেয়ারম্য়ান পদে ছেলে আকাশ আম্বানিকে (Akash Ambani) নিযুক্ত করেন মুকেশ ৷ আর এবার মেয়ে ইশাকে দিলেন খুচরো ব্যবসা সামলানোর দায়িত্ব ৷

আরও পড়ুন: দীপাবলির আগেই আসছে জিওর 5জি পরিষেবা, ঘোষণা মুকেশের

এদিন রিলায়েন্স গোষ্ঠীর 45তম বার্ষিক সম্মেলনের প্রথমেই ইশাকে 'নতুন নেতা' হিসাবে পরিচয় করিয়ে দেন মুকেশ ৷ তারপর ইশা একটি বাণিজ্যিক উপস্থাপনা করেন ৷ তাতে আগামী দিনে অনলাইন খুচরো ব্যবসার সম্ভাবনাগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় ৷ রোজের জীবনে আমজনতা চাল, ডাল, তেল, নুন-সহ যে সমস্ত পণ্য ব্যবহার করেন, সেই পণ্যগুলির অনলাইন বিক্রিতেই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন ইশা ৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে তাঁরা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করবেন, যার মাধ্যমে অতি দ্রুত ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে যাবে ৷

ইশা জানিয়েছেন, এই ব্যবসা বাড়াতে হলে কেবলমাত্র ক্রেতাদের প্রয়োজন বা চাহিদার কথা ভাবলেই হবে না ৷ সেইসঙ্গে, পণ্য়ের দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে হবে ৷ একইসঙ্গে, ভারতীয় শিল্পী ও কারিগরদের তৈরি নানা জিনিস যাতে আরও বেশি করে বাজারজাত করা যায়, সেই চেষ্টাও করবে রিলায়েন্স গোষ্ঠী ৷ এই উদ্দেশ্য পূরণ করতে অনলাইন পরিকাঠামোকেই হাতিয়ার করা হবে ৷ এই প্রসঙ্গে ইশা বলেন, "ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ৷ আমরা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, খুব দ্রুত ভারতীয় আদিবাসী এবং প্রান্তিক মানুষের তৈরি পণ্য সর্বত্র বিক্রির ব্যবস্থা করা হবে ৷ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যগুলিকে ৷"

মুম্বই, 29 অগস্ট: রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) খুচরো ব্যবসার (Retail Business) নেতৃত্ব মেয়ে ইশার (Isha Ambani) কাঁধে তুলে দিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) ৷ এদিন ইশা আম্বানিকে বাকিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভাবনা-চিন্তা করেই এই পদক্ষেপ করেছেন মুকেশ ৷ আসলে পারিবারিক ব্যবসার রাশ ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাইছেন এই শিল্পপতি ৷ তাঁর তিন সন্তান ৷ একমাত্র মেয়ে ইশা ছাড়াও মুকেশের আরও দুই ছেলে রয়েছেন ৷ তাঁদের সকলকেই ধাপে ধাপে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি ৷

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে রিলায়েন্স গোষ্ঠীর আরও একটি সংস্থা রিলায়েন্স জিও ইনফোকমের (Reliance Jio Infocomm) চেয়ারম্য়ান পদে ছেলে আকাশ আম্বানিকে (Akash Ambani) নিযুক্ত করেন মুকেশ ৷ আর এবার মেয়ে ইশাকে দিলেন খুচরো ব্যবসা সামলানোর দায়িত্ব ৷

আরও পড়ুন: দীপাবলির আগেই আসছে জিওর 5জি পরিষেবা, ঘোষণা মুকেশের

এদিন রিলায়েন্স গোষ্ঠীর 45তম বার্ষিক সম্মেলনের প্রথমেই ইশাকে 'নতুন নেতা' হিসাবে পরিচয় করিয়ে দেন মুকেশ ৷ তারপর ইশা একটি বাণিজ্যিক উপস্থাপনা করেন ৷ তাতে আগামী দিনে অনলাইন খুচরো ব্যবসার সম্ভাবনাগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় ৷ রোজের জীবনে আমজনতা চাল, ডাল, তেল, নুন-সহ যে সমস্ত পণ্য ব্যবহার করেন, সেই পণ্যগুলির অনলাইন বিক্রিতেই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন ইশা ৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে তাঁরা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করবেন, যার মাধ্যমে অতি দ্রুত ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে যাবে ৷

ইশা জানিয়েছেন, এই ব্যবসা বাড়াতে হলে কেবলমাত্র ক্রেতাদের প্রয়োজন বা চাহিদার কথা ভাবলেই হবে না ৷ সেইসঙ্গে, পণ্য়ের দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে হবে ৷ একইসঙ্গে, ভারতীয় শিল্পী ও কারিগরদের তৈরি নানা জিনিস যাতে আরও বেশি করে বাজারজাত করা যায়, সেই চেষ্টাও করবে রিলায়েন্স গোষ্ঠী ৷ এই উদ্দেশ্য পূরণ করতে অনলাইন পরিকাঠামোকেই হাতিয়ার করা হবে ৷ এই প্রসঙ্গে ইশা বলেন, "ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ৷ আমরা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, খুব দ্রুত ভারতীয় আদিবাসী এবং প্রান্তিক মানুষের তৈরি পণ্য সর্বত্র বিক্রির ব্যবস্থা করা হবে ৷ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যগুলিকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.