মুজফফরনগর, 1 জুন: একদিকে মুজফফরনগরের সোরাম গ্রামে কুস্তিগীরদের বিক্ষোভের বিষয়ে যখন 'মহাপঞ্চায়েত' থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রাকেশ টিকায়েতরা, তখনই অন্যদিকে আদালত এবং দিল্লি পুলিশের তদন্তের জন্য কুস্তিগীরদের অপেক্ষা করা উচিত বলে মন্তব্য করলেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ৷ এদিন মহাপঞ্চায়েতে কৃষক নেতা নরেশ টিকাইত কার্যত হুঁশিয়ারির সুরে জানান, খাপ প্রতিনিধিরা প্রয়োজনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বিষয়টি নিয়ে দেখা করবেন।
বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগত-সহ একাধিক কুস্তিগীর জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন ৷ আর তাঁদের পাশে দাঁড়িয়ে মহাপঞ্চায়েত ডেকেছিলেন কৃষক নেতা নরেশ টিকাইত ৷ যিনি খাপের প্রধানও বটে। এর আগে, কুস্তিগীররা মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায় তাঁদের অলিম্পিক পদকগুলি ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু নরেশ টিকাইতের হস্তক্ষেপের পরে, তাঁরা এই পদক্ষেপ থেকে সাময়িক বিরত থেকেছে ৷ মহাপঞ্চায়েতে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির খাপ নেতারাও অংশ নিচ্ছেন বলে জানা গিয়েছে। ভারতীয় কিষান ইউনিয়নের এক নেতা জানান, 'মহাপঞ্চায়েত' বৈঠক শেষে একটি প্রস্তাব পাশ করা হবে। কিষান ইউনিয়নের নেতার মতে, সমস্ত রাজ্যের খাপ নেতারা এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করার পর বৃহস্পতিবার সন্ধের মধ্যে প্রস্তাবটি পাশ করা হবে।
আরও পড়ুন: রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রীড়া সংস্থার মাথায় কেন ? কুস্তিগীরদের সমর্থনে বিজেপির বিরুদ্ধে সরব মমতা
এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ অজয় টামতা এবং সাংসদ ব্রিজভূষণ শরণ সিং বৃহস্পতিবার কেন্দ্রের বিজেপি সরকারের ন'বছর পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সাংসদ ব্রিজভূষণ শরণ সিং জানান, কুস্তিগীররা যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের আদালতের রায়ের জন্য অপেক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, "কে কী বলছেন, তাতে আমার কিছু যায় আসে না, আমাকে আমার কাজ করতে দিন। তদন্তে যা হবে তার জন্য আমি প্রস্তুত।" এদিন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং সাফ জানিয়েছেন, কুস্তিগীরদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। কখন তাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, কার সঙ্গে ঘটেছে সে সব কথা কুস্তিগীররা তথ্য ও প্রমাণ-সহ বলতে অক্ষম। ব্রিজভূষণ বলেন, "টানা পাঁচ মাস ধরে আন্দোলন করছে। আদালত এবং দিল্লি পুলিশের তদন্তের জন্য তাঁদের অপেক্ষা করা উচিত। তদন্তে যাই সামনে আসুক, আমি তার জন্য প্রস্তুত। কে কী বলছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই ৷ আদালত শাস্তি দিলে আমি তার জন্য সর্বদা প্রস্তুত। আমাকে আমার কাজ করতে দিন ৷"