মোরবি (গুজরাত) 31 অক্টোবর: রবিবার ঘটে গিয়েছে গুজরাতের মোরবিতে এক ভয়াবহ দুর্ঘটনা (Morbi Bridge Collapse) ৷ মাচ্ছু নদীতে ঝুলন্ত ব্রিজ ভেঙে 134 জনের বেশি মারা গিয়েছেন ৷ সেই ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন অশ্বিন মেহরা (Morbi bridge tragedy survivor) ৷ তিনি শোনালেন বেদনাদায়ক ওই দিনের ঘটনা ৷ কী ঘটেছিল সেদিন ?
অশ্বিন মেহরা বলেন, "ঘটনাটি ঘটে রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ ৷ ব্রিজটি ভাঙার আগে 15-20টি দুষ্টু বাচ্চা সেতুটির দড়িগুলি ধরে নাড়াচ্ছিল ৷ সেতুটি ভেঙে যাওয়ার আগে তিনবার আওয়াজ হয়েছিল ৷"
কীভাবে তিনি এই দুর্ঘটনা (Gujarat Bridge Collapse) থেকে বেঁচে গেলেন জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি যা হোক করে সেতুটি ভাঙার সময় কাছের একটি গাছের ডাল ধরে নিয়েছিলাম ৷ যার ফলে আমি বেঁচে যাই । আমার সঙ্গে আমার বন্ধু প্রকাশ ছিল ৷ তিনিও একইভাবে বেঁচে গিয়েছেন ।"
এই দুর্ঘটনায় অশ্বিন মেহরার পায়ে ও পিঠে আঘাত লেগেছে । বর্তমানে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন । সেখানে শুয়েই এদিন রবিবারের মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনান ৷ এই ঘটনায় আহত সকলকে জিএমইআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
আরও পড়ুন: মঙ্গলবার মোরবি সেতু দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মোদি
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার মোরবিতে যাবেন (PM Modi to visit Morbi) ৷ গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে আজ এমনটাই ঘোষণা করা হয়েছে । সর্বশেষ হিসেব অনুযায়ী, রবিবার মোরবিতে ব্রিজ ভেঙ্গে মাচ্ছু নদীতে ডুবে যাওয়ায় নারী ও শিশু-সহ কমপক্ষে 134 জন নিহত হয়েছেন ৷ এর মধ্যে এবং 100 জনেরও বেশি আহতদের চিকিৎসা চলছে ।