ETV Bharat / bharat

RSS Vijayadashmi Utsav: আরএসএস-এর বিজয়দশমী উৎসবে ভাগবতের নির্বাচনী বার্তা, প্রধান অতিথি শংকর মহাদেবন

Mohan Bhagwat RSS Vijayadashmi Utsav: নাগপুরে আরএসএস-এর বিজয়দশমী উৎসবে নির্বাচনী বার্তা দিলেন মোহন ভাগবত ৷ এ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন শংকর মহাদেবন ৷

Mohan Bhagwat RSS Vijayadashmi Utsav
আরএসএস-এর বিজয়দশমী উৎসব
author img

By ANI

Published : Oct 24, 2023, 11:09 AM IST

নাগপুর, 24 অক্টোবর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বার্ষিক 'বিজয়াদশমী উৎসব' অনুষ্ঠান শুরু হল কর্মীদের (রুট মার্চ) দিয়ে ৷ দলের ভাষায় যার নাম 'পথ সঞ্চালন'৷ মঙ্গলবার মহারাষ্ট্রের নাগপুর থেকে শুরু হয় আরএসএস-এর রুট মার্চ । এই অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷

'বিজয়াদশমী উৎসব' উপলক্ষে এ দিন 'শাস্ত্রপূজা' করেন আরএসএস প্রধান মোহন ভাগবত ।

  • #WATCH | Nagpur, Maharashtra: While addressing RSS Vijayadashmi Utsav, RSS Chief Mohan Bhagwat says, "...There are some people in the world and in also India who do not want that India should move forward... They try to create factions and clashes in society. Because of our… pic.twitter.com/P4nXZcEP27

    — ANI (@ANI) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "...নির্বাচন আসছে...মনে রাখবেন ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য । প্রত্যেকেরই তা করা উচিত । শান্ত মনে চিন্তা করুন কে ভালো এবং কে ভালো কাজ করেছে...ভারতীয় জনগণ সবকিছুর অভিজ্ঞতা আছে...যারা সেরা তাদের দাও...৷"

আনুষ্ঠানিক দশেরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত গায়ক-সুরকার শংকর মহাদেবন । এই অনুষ্ঠানের সূচনায় ভাষণ দিতে গিয়ে শংকর মহাদেবন বিজয়াদশমী উপলক্ষে সকলকে তাঁর শুভেচ্ছা জানান ৷ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আরএসএস প্রধান মোহন ভাগবতকে ধন্যবাদ জানান তিনি ।

  • #WATCH | Nagpur, Maharashtra: Singer-composer Shankar Mahadevan sings at RSS Vijayadashami Utsav event; says, "...This is the mantra for world's peace. Praying for every human being's peace. This is what our country is...," pic.twitter.com/ZgelelIEMk

    — ANI (@ANI) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলা, উমার বিদায়বেলায় বাংলার এই রেওয়াজের নেপথ্যে কী ?

এ দিনের অনুষ্ঠানের ফাঁকে সংবাদসংস্থা এএনআইকে শংকর মহাদেবন বলেন, "আমি বিজয়াদশমী উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা জানাতে চাই ৷ আমি অত্যন্ত সম্মানিত ও সৌভাগ্যবান যে, আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত জানানো হয়েছে । আমি আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সমগ্র স্বয়ংসেবক সংঘ পরিবারকে ধন্যবাদ জানাতে চাই । এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই উত্তেজিত ৷"

এই উপলক্ষে আরএসএস প্রধান মোহন ভাগবত সংগঠনের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন । শংকর মহাদেবনও কেবি হেডগেওয়ারের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । (সংবাদসংস্থা এএনআই)

নাগপুর, 24 অক্টোবর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বার্ষিক 'বিজয়াদশমী উৎসব' অনুষ্ঠান শুরু হল কর্মীদের (রুট মার্চ) দিয়ে ৷ দলের ভাষায় যার নাম 'পথ সঞ্চালন'৷ মঙ্গলবার মহারাষ্ট্রের নাগপুর থেকে শুরু হয় আরএসএস-এর রুট মার্চ । এই অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷

'বিজয়াদশমী উৎসব' উপলক্ষে এ দিন 'শাস্ত্রপূজা' করেন আরএসএস প্রধান মোহন ভাগবত ।

  • #WATCH | Nagpur, Maharashtra: While addressing RSS Vijayadashmi Utsav, RSS Chief Mohan Bhagwat says, "...There are some people in the world and in also India who do not want that India should move forward... They try to create factions and clashes in society. Because of our… pic.twitter.com/P4nXZcEP27

    — ANI (@ANI) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "...নির্বাচন আসছে...মনে রাখবেন ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য । প্রত্যেকেরই তা করা উচিত । শান্ত মনে চিন্তা করুন কে ভালো এবং কে ভালো কাজ করেছে...ভারতীয় জনগণ সবকিছুর অভিজ্ঞতা আছে...যারা সেরা তাদের দাও...৷"

আনুষ্ঠানিক দশেরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত গায়ক-সুরকার শংকর মহাদেবন । এই অনুষ্ঠানের সূচনায় ভাষণ দিতে গিয়ে শংকর মহাদেবন বিজয়াদশমী উপলক্ষে সকলকে তাঁর শুভেচ্ছা জানান ৷ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আরএসএস প্রধান মোহন ভাগবতকে ধন্যবাদ জানান তিনি ।

  • #WATCH | Nagpur, Maharashtra: Singer-composer Shankar Mahadevan sings at RSS Vijayadashami Utsav event; says, "...This is the mantra for world's peace. Praying for every human being's peace. This is what our country is...," pic.twitter.com/ZgelelIEMk

    — ANI (@ANI) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলা, উমার বিদায়বেলায় বাংলার এই রেওয়াজের নেপথ্যে কী ?

এ দিনের অনুষ্ঠানের ফাঁকে সংবাদসংস্থা এএনআইকে শংকর মহাদেবন বলেন, "আমি বিজয়াদশমী উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা জানাতে চাই ৷ আমি অত্যন্ত সম্মানিত ও সৌভাগ্যবান যে, আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত জানানো হয়েছে । আমি আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সমগ্র স্বয়ংসেবক সংঘ পরিবারকে ধন্যবাদ জানাতে চাই । এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই উত্তেজিত ৷"

এই উপলক্ষে আরএসএস প্রধান মোহন ভাগবত সংগঠনের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন । শংকর মহাদেবনও কেবি হেডগেওয়ারের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.