ETV Bharat / bharat

BBC ISWOTY : ‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত রুপোর মেয়ে চানু - BBC Indian Sportswoman of the Year

‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কার পেলেন মীরাবাঈ চানু ৷ অলিম্পিকসে পদকজয়ী আরেক ভারোত্তোলক কর্ণম মালেশ্বরী পেলেন ‘বিবিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার । ‘বিবিসি ইমার্জিং প্লেয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মা (BBC Indian Sportswoman of the Year) ।

Chanu Saikhom Mirabai
‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কার পেলেন মীরাবাঈ চানু
author img

By

Published : Mar 29, 2022, 7:43 AM IST

Updated : Mar 29, 2022, 7:48 AM IST

নয়াদিল্লি, 29 মার্চ : টোকিয়ো অলিম্পিকসের 49 কিলো বিভাগে রুপোর পদক জিতে ইতিহাস গড়েছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ এবার তাঁর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷ ‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার’ এল রুপোর মেয়ের ঝুলিতে (Chanu Saikhom Mirabai BBC Indian Sportswoman of the Year) ।

2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে সোনা জেতেন চানু ৷ সেই সাফল্যের জন্য দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘রাজীব গান্ধি খেলরত্ন’ পুরস্কারে ভূষিত হন ৷ একই বছরে পেয়েছিলেন পদ্ম সম্মানও ৷ এবার আরেক সম্মানে উচ্ছ্বসিত তিনি ৷ চানু বলেন, “আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছি । এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনা জিততে আমি আমার সেরাটা দেব । বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করার জন্য বিবিসি ইন্ডিয়াকে ধন্যবাদ ৷”

2000 সালে প্রথম মহিলা হিসেবে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কর্নম মালেশ্বরী ৷ 20 বছর পর মালেশ্বরীকে ছাপিয়েই রুপো জিতেছিলেন চানু ৷ সেই মালেশ্বরী পেলেন ‘বিবিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার । অন্যদিকে ‘বিবিসি ইমার্জিং প্লেয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মা । তিনি ভারতের হয়ে মাঠে নামা সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার ।

আরও পড়ুন : সিঙ্গাপুরে সোনা জিতে কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন মীরাবাঈ চানুর

বিবিসি গতকাল একইসঙ্গে টোকিয়ো গেমসের অলিম্পিয়ান এবং প্যারা-অলিম্পিয়ানদেরও সম্মানিত করেছে ৷ বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি বলেন, ‘‘বিবিসির শতবর্ষে দিল্লিতে থাকা আমার কাছে খুব আনন্দের ৷ প্রতিভাবান ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত ৷ জীবনে বহু চ্যালেঞ্জ সত্ত্বেও ওনারা সাফল্যের শিখর ছুঁয়েছেন ।’’


নয়াদিল্লি, 29 মার্চ : টোকিয়ো অলিম্পিকসের 49 কিলো বিভাগে রুপোর পদক জিতে ইতিহাস গড়েছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু ৷ এবার তাঁর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷ ‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার’ এল রুপোর মেয়ের ঝুলিতে (Chanu Saikhom Mirabai BBC Indian Sportswoman of the Year) ।

2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে সোনা জেতেন চানু ৷ সেই সাফল্যের জন্য দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘রাজীব গান্ধি খেলরত্ন’ পুরস্কারে ভূষিত হন ৷ একই বছরে পেয়েছিলেন পদ্ম সম্মানও ৷ এবার আরেক সম্মানে উচ্ছ্বসিত তিনি ৷ চানু বলেন, “আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছি । এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনা জিততে আমি আমার সেরাটা দেব । বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করার জন্য বিবিসি ইন্ডিয়াকে ধন্যবাদ ৷”

2000 সালে প্রথম মহিলা হিসেবে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কর্নম মালেশ্বরী ৷ 20 বছর পর মালেশ্বরীকে ছাপিয়েই রুপো জিতেছিলেন চানু ৷ সেই মালেশ্বরী পেলেন ‘বিবিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার । অন্যদিকে ‘বিবিসি ইমার্জিং প্লেয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মা । তিনি ভারতের হয়ে মাঠে নামা সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার ।

আরও পড়ুন : সিঙ্গাপুরে সোনা জিতে কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন মীরাবাঈ চানুর

বিবিসি গতকাল একইসঙ্গে টোকিয়ো গেমসের অলিম্পিয়ান এবং প্যারা-অলিম্পিয়ানদেরও সম্মানিত করেছে ৷ বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি বলেন, ‘‘বিবিসির শতবর্ষে দিল্লিতে থাকা আমার কাছে খুব আনন্দের ৷ প্রতিভাবান ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত ৷ জীবনে বহু চ্যালেঞ্জ সত্ত্বেও ওনারা সাফল্যের শিখর ছুঁয়েছেন ।’’


Last Updated : Mar 29, 2022, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.