ETV Bharat / bharat

Minor Girl Gangraped in Jodhpur: যোধপুরে নাবালিকাকে এক বছরে ধরে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত দুই ভাই - Jodhpur Gangrape

Minor Girl Gangraped by Two Brother in Jodhpur: ব্যাডমিন্টন খেলতে গিয়ে পরিচয় হওয়া যুবক ও তাঁর দাদা এক নাবালিকাকে এক বছর লাগাতার ধর্ষণ করেছে বলে অভিযোগ ৷ রাজস্থানের যোধপুরের ঘটনা ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি ৷

Minor Girl Gangraped in Jodhpur
Minor Girl Gangraped in Jodhpur
author img

By

Published : Jul 28, 2023, 12:16 PM IST

যোধপুর, 28 জুলাই: নাবালিকাকে ভয় দেখিয়ে টানা একবছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের ভগত কি কোঠি থানা এলাকায়৷ অভিযুক্তরা দুই ভাই ৷ নাবালিকার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ পকসো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷ এখনও পর্যন্ত অভিযুক্তরা ধরে পড়েনি ৷ পুলিশের দাবি, তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷ শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে ৷

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মেয়েটির বয়স 14 ৷ সে বাড়ির কাছেই একটি ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে অনুশীলন করতে যেত৷ বছরখানেক আগেই সেখানে বলবীর সিং নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ৷ পরে সোশাল মিডিয়ার মাধ্যমে দু’জনের যোগাযোগ বাড়ে ৷ বন্ধুত্ব হয় ৷ সেই বন্ধুত্বের ভরসা বলবীরকে মেয়েটি কিছু টাকা ধার দেয় ৷ কোনও এক পরিচিতের দুর্ঘটনার খবর বলে বলবীর মেয়েটির কাছ থেকে টাকা নিয়েছিল ৷

পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরও বলবীর টাকা ফেরত দেয়নি মেয়েটিকে ৷ সেই কারণে বিষয়টি সে বলবীরের দাদা ছাইল সিং ওরফে চাইলসাকে জানায় ৷ চাইলসা তাকে টাকা দিতে স্থানীয় একটি ক্যাফেতে ডাকেন ৷ সেখানেই মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয় মেয়েটিকে ৷ তার পর চাইলসা মেয়েটিকে ধর্ষণ করে ৷ সেই সময়ের ছবি ও ভিডিয়ো তুলে রাখা হয় ৷ পরে সেই ছবি ও ভিডিয়ো দেখিয়ে একাধিকবার চাইলসা মেয়েটির উপর যৌন নির্যাতন চালায় ৷

আরও পড়ুন: যোগীরাজ্যে 5 বছরের শিশুকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

অন্যদিকে দাদার নামে ভয় দেখিয়ে বলবীরও তাকে একাধিকবার ধর্ষণ করে বলে মেয়েটির অভিযোগ ৷ সম্মানহানির ভয়ে মেয়েটি অত্যাচার সহ্য করছিল ৷ কিন্তু সম্প্রতি পরিবারের সদস্যদের কাছে সে এই অত্যাচারের কথা বলে ৷ পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ মেয়েটির মেডিক্যাল টেস্ট করিয়েছে ৷ পকসো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে পুলিশের তরফে ৷ তবে অভিযুক্তরা এখনও অধরা ৷

যোধপুর, 28 জুলাই: নাবালিকাকে ভয় দেখিয়ে টানা একবছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের ভগত কি কোঠি থানা এলাকায়৷ অভিযুক্তরা দুই ভাই ৷ নাবালিকার পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ পকসো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷ এখনও পর্যন্ত অভিযুক্তরা ধরে পড়েনি ৷ পুলিশের দাবি, তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷ শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে ৷

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মেয়েটির বয়স 14 ৷ সে বাড়ির কাছেই একটি ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে অনুশীলন করতে যেত৷ বছরখানেক আগেই সেখানে বলবীর সিং নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ৷ পরে সোশাল মিডিয়ার মাধ্যমে দু’জনের যোগাযোগ বাড়ে ৷ বন্ধুত্ব হয় ৷ সেই বন্ধুত্বের ভরসা বলবীরকে মেয়েটি কিছু টাকা ধার দেয় ৷ কোনও এক পরিচিতের দুর্ঘটনার খবর বলে বলবীর মেয়েটির কাছ থেকে টাকা নিয়েছিল ৷

পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরও বলবীর টাকা ফেরত দেয়নি মেয়েটিকে ৷ সেই কারণে বিষয়টি সে বলবীরের দাদা ছাইল সিং ওরফে চাইলসাকে জানায় ৷ চাইলসা তাকে টাকা দিতে স্থানীয় একটি ক্যাফেতে ডাকেন ৷ সেখানেই মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয় মেয়েটিকে ৷ তার পর চাইলসা মেয়েটিকে ধর্ষণ করে ৷ সেই সময়ের ছবি ও ভিডিয়ো তুলে রাখা হয় ৷ পরে সেই ছবি ও ভিডিয়ো দেখিয়ে একাধিকবার চাইলসা মেয়েটির উপর যৌন নির্যাতন চালায় ৷

আরও পড়ুন: যোগীরাজ্যে 5 বছরের শিশুকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

অন্যদিকে দাদার নামে ভয় দেখিয়ে বলবীরও তাকে একাধিকবার ধর্ষণ করে বলে মেয়েটির অভিযোগ ৷ সম্মানহানির ভয়ে মেয়েটি অত্যাচার সহ্য করছিল ৷ কিন্তু সম্প্রতি পরিবারের সদস্যদের কাছে সে এই অত্যাচারের কথা বলে ৷ পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ মেয়েটির মেডিক্যাল টেস্ট করিয়েছে ৷ পকসো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে পুলিশের তরফে ৷ তবে অভিযুক্তরা এখনও অধরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.