ETV Bharat / bharat

বড়সড় সাফল্য! কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ 5 জঙ্গি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 12:04 PM IST

Updated : Nov 17, 2023, 1:03 PM IST

Kulgam Encounter Update: বৃহস্পতিবার থেকে চলছে গুলির লড়াই । শুক্রবার ভোরে তল্লাশি অভিযানের গতি বাড়ে । তাতেই মিলল সাফল্য।

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত পাঁচ জঙ্গি
Kulgam encounter

কুলগাম,17 নভেম্বর: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত পাঁচ জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুলগামে বৃহস্পতিবার থেকে চলছে গুলির লড়াই । শুক্রবার ভোরে লড়াইয়ের তীব্রতা বাড়ে। তল্লাশি অভিযানে গুলির লড়াই শুরু হয় । দক্ষিণ কাশ্মীরের সামনো গ্রামে লুকিয়ে জঙ্গিরা, বলে সেনা সূত্রের খবর । জঙ্গিরা লস্কর সংগঠনরে বলে মনে করা হচ্ছে । যদিও এখনও এই বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি । ঠিক কতজন জঙ্গি এখনও লুকিয়ে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি ।

  • #WATCH | Srinagar, J&K: On 5 terrorists being killed in Kulgam encounter, IGP Kashmir Vidhi Kumar Birdi says "Security Forces got an intelligence input regarding the movement of some terrorists in Kulgam. During the search operation, a terrorist fired from a house after which an… pic.twitter.com/ogwjjUJfxG

    — ANI (@ANI) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কাশ্মীরের আইজিপি বিধি কুমার বিরডি জানাচ্ছেন, জঙ্গিরা সামনো গ্রামের একটি বাড়িতে লুকিয়ে । সেই বাড়ি থেকেই সেনাকে টার্গেট করে গুলি চালায় । মনে করা হচ্ছে, লুকিয়ে থাকা জঙ্গির লস্কর-ই-তোয়েবা জঙ্গি সংগঠনের ।

বৃহস্পতিবার থেকে চলা অভিযান সেনাবাহিনী মাঝে থামাতে বাধ্য হয় । কারণ, অন্ধকারে দৃশ্যমানতা কমে যায় । শুক্রবরা ভোর থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান । তখনই পাঁচ জঙ্গি নিকেশ করা হয় বলে জানাচ্ছে ভারতীয় সেনা । সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ উদ্যোগে চলছে তল্লাশি অভিযান ।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল নাগাদ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পায় ভারতীয় সেনা । কুলগাম জেলার সামনো গ্রামে জঙ্গি-দাপট নতুন নয় । সেই গ্রামেই তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গিদের নিকেশ , সেনার বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী জিপ, মৃত 6; আহত 5

কুলগাম,17 নভেম্বর: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত পাঁচ জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুলগামে বৃহস্পতিবার থেকে চলছে গুলির লড়াই । শুক্রবার ভোরে লড়াইয়ের তীব্রতা বাড়ে। তল্লাশি অভিযানে গুলির লড়াই শুরু হয় । দক্ষিণ কাশ্মীরের সামনো গ্রামে লুকিয়ে জঙ্গিরা, বলে সেনা সূত্রের খবর । জঙ্গিরা লস্কর সংগঠনরে বলে মনে করা হচ্ছে । যদিও এখনও এই বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি । ঠিক কতজন জঙ্গি এখনও লুকিয়ে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি ।

  • #WATCH | Srinagar, J&K: On 5 terrorists being killed in Kulgam encounter, IGP Kashmir Vidhi Kumar Birdi says "Security Forces got an intelligence input regarding the movement of some terrorists in Kulgam. During the search operation, a terrorist fired from a house after which an… pic.twitter.com/ogwjjUJfxG

    — ANI (@ANI) November 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কাশ্মীরের আইজিপি বিধি কুমার বিরডি জানাচ্ছেন, জঙ্গিরা সামনো গ্রামের একটি বাড়িতে লুকিয়ে । সেই বাড়ি থেকেই সেনাকে টার্গেট করে গুলি চালায় । মনে করা হচ্ছে, লুকিয়ে থাকা জঙ্গির লস্কর-ই-তোয়েবা জঙ্গি সংগঠনের ।

বৃহস্পতিবার থেকে চলা অভিযান সেনাবাহিনী মাঝে থামাতে বাধ্য হয় । কারণ, অন্ধকারে দৃশ্যমানতা কমে যায় । শুক্রবরা ভোর থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান । তখনই পাঁচ জঙ্গি নিকেশ করা হয় বলে জানাচ্ছে ভারতীয় সেনা । সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ উদ্যোগে চলছে তল্লাশি অভিযান ।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল নাগাদ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পায় ভারতীয় সেনা । কুলগাম জেলার সামনো গ্রামে জঙ্গি-দাপট নতুন নয় । সেই গ্রামেই তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গিদের নিকেশ , সেনার বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী জিপ, মৃত 6; আহত 5

Last Updated : Nov 17, 2023, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.