শ্রীনগর, 10 জানুয়ারি : নতুন বছরের 9 দিনে কাশ্মীরে সপ্তম এনকাউন্টার ৷ রবিবার মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল দুই জঙ্গি ৷ সব মিলিয়ে এই বছরেই 13 জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী (Two extremist killed in south Kashmir) ৷
পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে কুলগামের হাসানপোড়া গ্রামে রবিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা, কাশ্মীরি পুলিশ এবং সিআরপিএফ ৷ এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে জেনেই চলছিল খোঁজ অভিযান ৷ সেসময় হঠাৎই জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় ৷ আর এই গুলির লড়াইতেই নিহত হয় দুই জঙ্গি ৷
-
#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. Identification & affliation being ascertained. #Incriminating materials including #arms & ammunition recovered. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/W9dqwEnnGX
— Kashmir Zone Police (@KashmirPolice) January 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. Identification & affliation being ascertained. #Incriminating materials including #arms & ammunition recovered. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/W9dqwEnnGX
— Kashmir Zone Police (@KashmirPolice) January 9, 2022#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. Identification & affliation being ascertained. #Incriminating materials including #arms & ammunition recovered. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/W9dqwEnnGX
— Kashmir Zone Police (@KashmirPolice) January 9, 2022
আরও পড়ুন : দেশ বিরোধী কার্যকলাপে প্ররোচনার অভিযোগে গ্রেফতার এক কাশ্মীরি
এই অভিযানের নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে কাশ্মীর জেলা পুলিশও ৷ ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে পুলিশ ৷ তবে ওই দুই জঙ্গির পরিচয় সংক্রান্ত কোনও তথ্য এখনও পুলিশের হাতে আসেনি ৷