খাটিমা (উত্তরাখণ্ড), 2 এপ্রিল: উত্তরাখণ্ডের খাটিমায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 11 জন ৷ আহতরা খাতিমার উপ-জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাঁদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উচ্চ সুবিধেযুক্ত হাসপাতালে রেফার করা হয়েছে ।
আজ ভোরে পহেনিয়া টোল ট্যাক্সের কাছে এই দুর্ঘটনাটি ঘটে । যাত্রী ভর্তি একটি গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লাগে ৷ তীব্র গতিতে থাকার সময় গাড়ি দুটির ধাক্কা লাগায় দুটি গাড়িই একেবারে তুবড়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, আজ উধম সিং নগর জেলার খাটিমার পাহেনিয়া টোল ট্যাক্সের কাছে যাত্রীবোঝাই একটি ফোর্স ট্র্যাক্স ক্রুজার গাড়িকে ভুল দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা দেয় । এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফোর্স ট্র্যাক্স ক্রুজারের চালকের । গুরুতর আহত হয়েছেন 11 জন যাত্রী । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে 108 নম্বরের সহায়তায় অ্যাম্বুলান্স ডেকে এনে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে । সেখানেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে । আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশংকাজনক ৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত সুবিধাযুক্ত হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা ।
খাটিমা উপ-জেলা হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. আকলিম আহমেদ জানান, অ্যাম্বুলান্সে মৃত একজনের দেহ ও আহত 11 জনকে আনা হয়েছে ৷ আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক । বর্তমানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ।
জানা গিয়েছে, গাড়ির আরোহীরা রামনগর থেকে রুদ্রপুর যাচ্ছিলেন । সেই সময়ই পহেনিয়া টোল ট্যাক্সের কাছে এই দুর্ঘটনা ঘটেছে । যাত্রীদের মতে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় প্রাণ গিয়েছে একটি গাড়ির চালকের ৷
আরও পড়ুন: তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস; মৃত 2, আহত 30