রাঁচি/চাইবাসা, 4 জানুয়ারি : ফুটবল প্রতিযোগিতায় আমন্ত্রিত হয়ে এসে মাওবাদী হামলার কবলে পড়লেন প্রাক্তন বিধায়ক গুরুচরণ নায়ক (Maoists attack on former MLA in Jharkhand) ৷ মৃত্যু হয়েছে তাঁর দুই দেহরক্ষীর ৷ তাঁদের অস্ত্রগুলি লুঠ করেছে মাওবাদীরা ৷ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাক্তন বিধায়ক বলে জানা গিয়েছে ।
মঙ্গলবার পশ্চিম সিংভূম জেলার মনোহরপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা গুরচরণ নায়ক মাওবাদীদের হামলার মুখে পড়েন ৷ এদিন সন্ধ্যা 6টা নাগাদ চাইবাসা জেলার গোয়েলকেরা থানা এলাকার ঝিলরুয়া গ্রামে গিয়েছিলেন তিনি । সেখানেই তিনি মাওবাদী হামলার মুখে পড়েন ৷ অকস্মাৎ তাঁর গাড়ির উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ সামাল দিতে পাল্টা গুলি চালাতে হয় তাঁর দেহরক্ষীদের ৷ সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন গুরুচরণ ৷
হামলায় দুই দেহরক্ষী শঙ্কর নায়ক এবং ঠাকুর হেমব্রম নিহত হন । তাঁদের কাছে থাকা একে-47 এবং কার্তুজ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা ।
এসপি অজয় লিন্ডা জানিয়েছেন, এদিন নকশাল অধ্যুষিত এলাকায় হামলা চালায় মাওবাদীরা ৷ প্রাক্তন বিধায়কের গাড়ির উপর গুলি চালাতে থাকে তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়৷
আরও পড়ুন : Stampede like scenes in Bareilly : কোভিড বিধি উপেক্ষা করে কংগ্রেসের ম্যারাথন ঘিরে বরেলিতে বিশৃঙ্খলা