ETV Bharat / bharat

Mandaviya on covid vaccination journey: দেশের টিকাকরণের সফর সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক: মাণ্ডব্য - ভারতের টিকাকরণ

দেশের টিকাকরণের সফর সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক (Mandaviya calls India's COVID-19 vaccination journey epitome of power of 'Sabka Prayas) ৷ দেশে 181.56 কোটি টিকার ডোজ দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়ে এ কথা বললেন মনসুখ মাণ্ডব্য (Mandaviya on covid vaccination journey)৷

Mansukh Mandaviya calls India's COVID-19 vaccination journey epitome of power of 'Sabka Prayas'
দেশের টিকাকরণের সফর সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক: মাণ্ডব্য
author img

By

Published : Mar 22, 2022, 3:24 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: দেশে কোভিড 19 টিকার 181.56 কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে ৷ এই সাফল্যে বেশ খুশি কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mandaviya on covid vaccination journey) বলেছেন, দেশের টিকাকরণের সফর অসাধারণ ৷ এটাই সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক ৷

টুইটে মাণ্ডব্য (Mandaviya calls India's COVID-19 vaccination journey epitome of power of 'Sabka Prayas) লিখেছেন, "জন ভাগীদারীর স্পিরিটে ভর করে ভারতের টিকাকরণ সফর অসাধারণ এবং এটা সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক ৷" একইসঙ্গে দেশের টিকাকরণ সফরের চার্ট শেয়ার করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজারেই

2021 সালের 9 জুন দেশে টিকাকরণ অভিযান (Covid vaccination in India) শুরু হয় ৷ সে বছর 9 জুনের মধ্যে 145 দিনে 25 কোটি টিকার ডোজ দেয় ভারত ৷ 4 অগস্ট টিকাদানের ডোজ ছুঁয়ে ফেলে 50 কোটির সীমা ৷ 7 সেপ্টেম্বর 75 কোটি, 21 অক্টোবর 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলে দেশ ৷ এরপর 2 ডিসেম্বর 125 কোটি, 2022 সালের 9 জানুয়ারি 150 কোটি ও 19 ফেব্রুয়ারি 175 কোটি টিকাকরণের মাত্রা ছোঁয় ভারত ৷ আর আজ পর্যন্ত অর্থাৎ 22 মার্চ পর্যন্ত 1,81,56,01,944 টি টিকার ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷

চলতি মাসের 16 তারিখ থেকে 12-14 বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত 34 লাখেরও বেশি কিশোর-কিশোরীর টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে (Mansukh Mandaviya calls India's COVID-19 vaccination journey epitome of power of 'Sabka Prayas') ৷

আরও পড়ুন: Corbevax for 12-18 yrs Old : নাবালকদের জন্য দ্বিতীয় টিকা পেল দেশ, ছাড়পত্র কর্বেভ্যাক্সকে

নয়াদিল্লি, 22 মার্চ: দেশে কোভিড 19 টিকার 181.56 কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে ৷ এই সাফল্যে বেশ খুশি কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mandaviya on covid vaccination journey) বলেছেন, দেশের টিকাকরণের সফর অসাধারণ ৷ এটাই সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক ৷

টুইটে মাণ্ডব্য (Mandaviya calls India's COVID-19 vaccination journey epitome of power of 'Sabka Prayas) লিখেছেন, "জন ভাগীদারীর স্পিরিটে ভর করে ভারতের টিকাকরণ সফর অসাধারণ এবং এটা সবকা প্রয়াসের ক্ষমতার প্রতীক ৷" একইসঙ্গে দেশের টিকাকরণ সফরের চার্ট শেয়ার করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজারেই

2021 সালের 9 জুন দেশে টিকাকরণ অভিযান (Covid vaccination in India) শুরু হয় ৷ সে বছর 9 জুনের মধ্যে 145 দিনে 25 কোটি টিকার ডোজ দেয় ভারত ৷ 4 অগস্ট টিকাদানের ডোজ ছুঁয়ে ফেলে 50 কোটির সীমা ৷ 7 সেপ্টেম্বর 75 কোটি, 21 অক্টোবর 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলে দেশ ৷ এরপর 2 ডিসেম্বর 125 কোটি, 2022 সালের 9 জানুয়ারি 150 কোটি ও 19 ফেব্রুয়ারি 175 কোটি টিকাকরণের মাত্রা ছোঁয় ভারত ৷ আর আজ পর্যন্ত অর্থাৎ 22 মার্চ পর্যন্ত 1,81,56,01,944 টি টিকার ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷

চলতি মাসের 16 তারিখ থেকে 12-14 বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত 34 লাখেরও বেশি কিশোর-কিশোরীর টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে (Mansukh Mandaviya calls India's COVID-19 vaccination journey epitome of power of 'Sabka Prayas') ৷

আরও পড়ুন: Corbevax for 12-18 yrs Old : নাবালকদের জন্য দ্বিতীয় টিকা পেল দেশ, ছাড়পত্র কর্বেভ্যাক্সকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.