ETV Bharat / bharat

Shatrughan Sinha on Mamata: 'খেলা ঘুরিয়ে দিতে পারেন মমতা', ভোট-পরবর্তী জোট নিয়ে ইঙ্গিত শত্রুঘ্নর

লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ৷ তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে বিজেপি-বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে ৷ এদিকে কংগ্রেস, নীতীশ কুমার ও অন্য দলগুলিও বিজেপিকে হারাতে জোট গড়ছে ৷ বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন তা নিয়ে তুঙ্গে জল্পনা (Shatrughan Sinha over Opposition PM Candidate) ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা
author img

By

Published : Feb 23, 2023, 11:55 AM IST

পটনা, 23 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সাংবাদিকদের বুধবার তিনি বলেন, "বিরোধীদলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দুশ্চিন্তা করা অর্থহীন ৷ বরং এটা গুরুত্বপূর্ণ যে কাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে ফেরানো যাবে না ৷"

স্বভাবত, এ প্রসঙ্গে তাঁর কথায় উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) নাম ৷ সাংসদের মতে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর লড়াইয়ে গেম চেঞ্জার হতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ শুধু তাই নয়, দিল্লির মসনদ থেকে মোদিকে সরানোর মতো পরিস্থিত তৈরি হলে তৃণমূল কংগ্রেস নির্বাচন-পরবর্তী জোটও গড়তে পারে বলে জানালেন অভিনেতা-টার্নড-নেতা ৷ আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, "দেশে সবচেয়ে বেশি দিন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মধ্যে লড়াকু মনোভাব আছে ৷ তিনি একের পর এক পরীক্ষায় উতরেছেন ৷ তিনি সব অর্থেই দুঁদে নেতা ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে একটি ছাতার তলায় আনতে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷"

সাংসদ আশা করেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদ বাছাইয়ের ক্ষেত্রে মমতা খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ৷ তৃণমূল নেতা বলেন, "প্রশ্নটা হল, কে প্রধানমন্ত্রী হবেন না ? যদি নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমি, আপনি (সাংবাদিককে উদ্দেশ্য করে), অথবা যে কেউ- যার কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে সেই প্রধানমন্ত্রী হতে পারেন ৷"

আরও পড়ুন: 'দিল্লি, গুয়াহাটি, বাংলা মেঘালয় চালাবে না !' বার্তা 'বন্ধু' মমতার

তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে অন্যতম প্রধান বিজেপি-বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছে ৷ এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গেরুয়া শিবিরের প্রতিপক্ষ জোট শক্তি তৈরি করতে উঠেপড়ে লেগেছেন ৷ এ প্রসঙ্গে সিনহা বলেন, "নানা রাজনৈতিক উত্থান-পতনে দেশে অনেক পরিবর্তন হয়েছে ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্য দলের নেতারা বিরোধী জোট গড়তে আগ্রহী ৷ বিজেপি নেতারাও বিরোধী শিবিরের এই রণকৌশল নিয়ে অবগত ৷ এবং তারাও বিরোধীদের ধরাশায়ী করতে কাজ করছেন ৷"

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বাড়তে থাকা বেকারত্ব নিয়ে মোদি সরকারের কাঠগড়ায় দাঁড় করান প্রাক্তন বিজেপি নেতা ৷ চার বছর আগে 'বিহারি বাবু' গেরুয়া শিবির ছেড়েছেন ৷ এদিন তিনি বলেন, "মনে হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আচ্ছে দিন' শেষ হয়ে গিয়েছে ৷ দলটা এখন ওয়ান ম্যান শো । দু'জন সৈন্য দিয়ে পরিচালিত হচ্ছে ৷"

পটনা, 23 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সাংবাদিকদের বুধবার তিনি বলেন, "বিরোধীদলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দুশ্চিন্তা করা অর্থহীন ৷ বরং এটা গুরুত্বপূর্ণ যে কাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে ফেরানো যাবে না ৷"

স্বভাবত, এ প্রসঙ্গে তাঁর কথায় উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) নাম ৷ সাংসদের মতে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর লড়াইয়ে গেম চেঞ্জার হতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ শুধু তাই নয়, দিল্লির মসনদ থেকে মোদিকে সরানোর মতো পরিস্থিত তৈরি হলে তৃণমূল কংগ্রেস নির্বাচন-পরবর্তী জোটও গড়তে পারে বলে জানালেন অভিনেতা-টার্নড-নেতা ৷ আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, "দেশে সবচেয়ে বেশি দিন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শুধুমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মধ্যে লড়াকু মনোভাব আছে ৷ তিনি একের পর এক পরীক্ষায় উতরেছেন ৷ তিনি সব অর্থেই দুঁদে নেতা ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে একটি ছাতার তলায় আনতে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷"

সাংসদ আশা করেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদ বাছাইয়ের ক্ষেত্রে মমতা খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ৷ তৃণমূল নেতা বলেন, "প্রশ্নটা হল, কে প্রধানমন্ত্রী হবেন না ? যদি নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমি, আপনি (সাংবাদিককে উদ্দেশ্য করে), অথবা যে কেউ- যার কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে সেই প্রধানমন্ত্রী হতে পারেন ৷"

আরও পড়ুন: 'দিল্লি, গুয়াহাটি, বাংলা মেঘালয় চালাবে না !' বার্তা 'বন্ধু' মমতার

তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে অন্যতম প্রধান বিজেপি-বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছে ৷ এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গেরুয়া শিবিরের প্রতিপক্ষ জোট শক্তি তৈরি করতে উঠেপড়ে লেগেছেন ৷ এ প্রসঙ্গে সিনহা বলেন, "নানা রাজনৈতিক উত্থান-পতনে দেশে অনেক পরিবর্তন হয়েছে ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্য দলের নেতারা বিরোধী জোট গড়তে আগ্রহী ৷ বিজেপি নেতারাও বিরোধী শিবিরের এই রণকৌশল নিয়ে অবগত ৷ এবং তারাও বিরোধীদের ধরাশায়ী করতে কাজ করছেন ৷"

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বাড়তে থাকা বেকারত্ব নিয়ে মোদি সরকারের কাঠগড়ায় দাঁড় করান প্রাক্তন বিজেপি নেতা ৷ চার বছর আগে 'বিহারি বাবু' গেরুয়া শিবির ছেড়েছেন ৷ এদিন তিনি বলেন, "মনে হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আচ্ছে দিন' শেষ হয়ে গিয়েছে ৷ দলটা এখন ওয়ান ম্যান শো । দু'জন সৈন্য দিয়ে পরিচালিত হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.