ETV Bharat / bharat

Malaika Arora's Birthday : 'শুধু তোমাকে খুশি দেখতে চাই', মালাইকার জন্মদিনে 'বিশেষ' বার্তা অর্জুনের - মালাইকা অরোরা

মালাইকা আর অর্জুনের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে । মালাইকা কখনই কিছু স্বীকার করেননি । এবার অর্জুন কাপুরের ছবি দেখে পুরোটা আন্দাজ করতে পারলেন নেটিজেনরা ।

Malaika Arora's Birthday
'শুধু তোমাকে খুশি দেখতে চাই', মালাইকার জন্মদিনে 'বিশেষ' বার্তা অর্জুনের
author img

By

Published : Oct 23, 2021, 6:52 PM IST

মুম্বই, 23 অক্টোবর : আজ মালাইকা অরোরার জন্মদিন । 48 বছর পূর্ণ করলেন 'ছাঁইয়া গার্ল' ৷ সকাল থেকেই তাঁর বন্ধুবান্ধব ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী-নৃত্যশিল্পীকে । অর্জুন কাপুরই বা কেন বাদ যাবেন ? তিনিও শুভেচ্ছা জানালেন তাঁর 'গার্লফ্রেন্ড'কে । সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি পোস্ট করে অর্জুন লিখেছেন, "আজ বা যেকোনও দিন, শুধু তোমাকে খুশি করতে চাই ৷"

আরও পড়ুন : khorkuto: 'খড়কুটো' পরিবারে চলছে দুর্গাপুজো, আপ্লুত গুনগুন-পুটু পিসিরা

অনেক দিন ধরেই একে অপরকে ডেট করছেন মালাইকা ও অর্জুন । ডিনার ডেট হোক বা কোনও পার্টি, একাধিক জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের । এমনকী, একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তাঁরা । যদিও সম্পর্কের বিষয়টি এখনও প্রকাশ্যে আনেননি কেউই । অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন ।

আরও পড়ুন : Lukochuri : চোরের সঙ্গে বড়লোকের মেয়ের বিয়ে, ঘটক শিলাদিত্য

মালাইকার জন্মদিনে অর্জুনের এহেন ক্যাপশন দেখে আনন্দিত ফ্যানরা । দিয়া মির্জা, তাহিরা কাশ্যপরা লাভ রিয়াক্ট করেছেন দম্পতির ছবিতে ৷ রণবীর সিং কমেন্ট করেছেন, 'প্যায়ার' ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে করিনা কাপুরের কমেন্ট ৷ অর্জুনের ছবির নীচে 'বিশেষ' এই ছবিটি তোলার জন্য ক্রেডিট চেয়েছেন তিনি ৷ করিনার সেই কমেন্টের স্ক্রিনশট তুলে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে আবার শেয়ারও করেছেন 'টু-স্টেটস' এর নায়ক ৷

মুম্বই, 23 অক্টোবর : আজ মালাইকা অরোরার জন্মদিন । 48 বছর পূর্ণ করলেন 'ছাঁইয়া গার্ল' ৷ সকাল থেকেই তাঁর বন্ধুবান্ধব ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী-নৃত্যশিল্পীকে । অর্জুন কাপুরই বা কেন বাদ যাবেন ? তিনিও শুভেচ্ছা জানালেন তাঁর 'গার্লফ্রেন্ড'কে । সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি পোস্ট করে অর্জুন লিখেছেন, "আজ বা যেকোনও দিন, শুধু তোমাকে খুশি করতে চাই ৷"

আরও পড়ুন : khorkuto: 'খড়কুটো' পরিবারে চলছে দুর্গাপুজো, আপ্লুত গুনগুন-পুটু পিসিরা

অনেক দিন ধরেই একে অপরকে ডেট করছেন মালাইকা ও অর্জুন । ডিনার ডেট হোক বা কোনও পার্টি, একাধিক জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের । এমনকী, একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তাঁরা । যদিও সম্পর্কের বিষয়টি এখনও প্রকাশ্যে আনেননি কেউই । অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন ।

আরও পড়ুন : Lukochuri : চোরের সঙ্গে বড়লোকের মেয়ের বিয়ে, ঘটক শিলাদিত্য

মালাইকার জন্মদিনে অর্জুনের এহেন ক্যাপশন দেখে আনন্দিত ফ্যানরা । দিয়া মির্জা, তাহিরা কাশ্যপরা লাভ রিয়াক্ট করেছেন দম্পতির ছবিতে ৷ রণবীর সিং কমেন্ট করেছেন, 'প্যায়ার' ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে করিনা কাপুরের কমেন্ট ৷ অর্জুনের ছবির নীচে 'বিশেষ' এই ছবিটি তোলার জন্য ক্রেডিট চেয়েছেন তিনি ৷ করিনার সেই কমেন্টের স্ক্রিনশট তুলে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে আবার শেয়ারও করেছেন 'টু-স্টেটস' এর নায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.