ETV Bharat / bharat

পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে জম্মুতে উদ্ধার সাত কেজি আইইডি - উদ্ধার

পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে জম্মুতে উদ্ধার সাত কেজি আইইডি৷ রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্য়ান্ডের কাছে ঘটনাটি ঘটে৷ নিরাপত্তাবাহিনীর অনুমান, পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে এদিন ফের একবার নাশকতার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷

Major tragedy averted as 7-kg IED is detected near Jammu bus stand
পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে জম্মুতে উদ্ধার সাত কেজি আইইডি
author img

By

Published : Feb 14, 2021, 7:02 PM IST

Updated : Feb 14, 2021, 8:05 PM IST

জম্মু, 14 ফেব্রুয়ারি: বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল উপত্যকা৷ রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্য়ান্ডের কাছ থেকে উদ্ধার হল সাত কিলোগ্রাম আইইডি৷ সূত্রের খবর, পুলওয়ামা হামলার হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্য়েই হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷ কিন্তু, নিরাপত্তাবাহিনীর তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়েছে৷

সম্প্রতি জম্মুর কুঞ্জওয়ানি এবং সাম্বার বড়ি ব্রাহ্মণা এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ তারপর এদিনের এই আইইডি উদ্ধার নিঃসন্দেহে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর৷ নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য় পেয়েছে তারা৷

গত শনিবার সাম্বার বড়ি ব্রাহ্মণা এলাকা থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, তার নাম জ়াহুর আহমেদ রাথের৷ গত বছর দক্ষিণ কাশ্মীরে তিন বিজেপিকর্মী এবং এক পুলিশকর্মীর খুনের ঘটনায় ওয়ান্টেড ছিল এই জ়াহুর৷

আরও পড়ুন: ‘‘কোনওদিন ভুলব না, ক্ষমাও করব না!’’ দ্বিতীয় বর্ষপূর্তিতে পুলওয়ামা স্মরণে নেটিজেন

এরও আগে, 6 ফেব্রুয়ারি জম্মুর কুঞ্জওয়ানি থেকে হিদায়েতউল্লাহ মালিক ওরফে হসনইন নামে এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷

দু’বছর আগে 14 ফেব্রুয়ারিতেই পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর কনভয়ের উপর জঙ্গি হামলা চালায় জইশ-ই-মহম্মদ৷ তাতে শহিদ হন 40 জন জওয়ান৷ সেই ঘটনার বর্ষপূর্তিতেই এদিন ফের একবার নাশকতার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷

জম্মু, 14 ফেব্রুয়ারি: বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল উপত্যকা৷ রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্য়ান্ডের কাছ থেকে উদ্ধার হল সাত কিলোগ্রাম আইইডি৷ সূত্রের খবর, পুলওয়ামা হামলার হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্য়েই হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷ কিন্তু, নিরাপত্তাবাহিনীর তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়েছে৷

সম্প্রতি জম্মুর কুঞ্জওয়ানি এবং সাম্বার বড়ি ব্রাহ্মণা এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ তারপর এদিনের এই আইইডি উদ্ধার নিঃসন্দেহে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর৷ নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য় পেয়েছে তারা৷

গত শনিবার সাম্বার বড়ি ব্রাহ্মণা এলাকা থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, তার নাম জ়াহুর আহমেদ রাথের৷ গত বছর দক্ষিণ কাশ্মীরে তিন বিজেপিকর্মী এবং এক পুলিশকর্মীর খুনের ঘটনায় ওয়ান্টেড ছিল এই জ়াহুর৷

আরও পড়ুন: ‘‘কোনওদিন ভুলব না, ক্ষমাও করব না!’’ দ্বিতীয় বর্ষপূর্তিতে পুলওয়ামা স্মরণে নেটিজেন

এরও আগে, 6 ফেব্রুয়ারি জম্মুর কুঞ্জওয়ানি থেকে হিদায়েতউল্লাহ মালিক ওরফে হসনইন নামে এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷

দু’বছর আগে 14 ফেব্রুয়ারিতেই পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর কনভয়ের উপর জঙ্গি হামলা চালায় জইশ-ই-মহম্মদ৷ তাতে শহিদ হন 40 জন জওয়ান৷ সেই ঘটনার বর্ষপূর্তিতেই এদিন ফের একবার নাশকতার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷

Last Updated : Feb 14, 2021, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.