ETV Bharat / bharat

Mahua slams Ram Rahim: বাবা 'রেপ' রহিম ! প্যারোলে গান প্রকাশের পরেই আইন পরিবর্তনের ডাক মহুয়ার - মহুয়া মৈত্র

2002 সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন ডেরা সাচ সৌদার প্রধান । জাতীয় কংগ্রেস, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি । রাজনৈতিক দলগুলির সঙ্গে রীতিমতো ঘনিষ্টতা ছিল রাম রহিমের । সম্প্রতি 40 দিনের প্যারোলে মুক্তি পেয়েছে স্বঘোষিত 'বাবা' (Mahua Moitra slams Gurmeet Ram Rahim Singh) । তারমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার একটি নতুন গান, ভিউয়ের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 26, 2022, 5:05 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর: গুরমিত রাম রহিম । ডেরা'র প্রধানের আসল চেহারা সামনে আসায় শিউরে উঠেছিল সারা দেশ । 2017 সালে তাকে 20 বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত । সম্প্রতি 40 দিনের প্যারোলে মুক্তি পেয়েছে স্বঘোষিত 'বাবা' । তারমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার একটি নতুন গান, নাম 'শাদি নিট দিওয়ালি' । ভিউয়ের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক । যা দেখে এবার কেন্দ্রীয় সরকারের কাছে প্যারোল সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra slams Gurmeet Ram Rahim Singh) ।

ওই ভিডিয়ো দেখে মহুয়া টুইটে লেখেন, "প্যারোলে মুক্তি পেয়েও ইউটিউবে গান প্রকাশ করছে বাবা 'রেপ' রহিম । আমাদের প্যারোল সংক্রান্ত আইন ব্রিটেন বা আমেরিকার মতো নয় । ভারতীয় প্যারোল আইনে বেশ কিছু গলদ রয়েছে । প্যারোল শুধুমাত্র বাছাই এবং পছন্দের ভিত্তিতে পক্ষপাতদুষ্ট রাজ্য সরকারী কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া যাবে না । আইন পরিবর্তনের সময় এসেছে ।”

  • After online satsang Baba Rape Rahim puts out music video while out on parole.

    Unlike US & UK, India lacks codified parole legislation. Parole cannot solely be left to biased state govt officials on pick & choose basis.

    High time law is changed.

    — Mahua Moitra (@MahuaMoitra) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2002 সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন ডেরা সাচ সৌদার প্রধান । জাতীয় কংগ্রেস, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি । রাজনৈতিক দলগুলির সঙ্গে রীতিমতো ঘনিষ্টতা ছিল রাম রহিমের । 2014 সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে তার প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদি, লক্ষ্য ছিল ডেরার অনুগামীদের ভোট । কারণ, ডেরা অনুগামীদের মধ্যে 70 শতাংশ দলিত প্রতিনিধি । ঠিক তিনবছর পর জেলে যায় এই স্বঘোষিত ধর্মীয় নেতা, অভিনেতা, গায়ক, লেখক, গীতিকার, পরিচালক এবং সুরকার ।

আরও পড়ুন: ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত রাম রহিমের 'সৎসঙ্গ'-এ বিজেপি নেতারা, তোপ বিরোধীদের

বিতর্ক থেকে জেল, কিছুই তার উপর কোনও প্রভাব ফেলেনি । প্যারোল শুধু নতুন গান মুক্তিই নয়, রাম রহিম জানিয়ে দিয়েছে এখনও আরও 800টি ভজন প্রস্তুত রয়েছে তার কাছে । ভক্তরা নির্দিষ্ট সময় সেই ভজনগুলি শুনতে পাবেন । তবে তাঁদের ধৈর্য ধরতে হবে ।

নয়াদিল্লি, 26 অক্টোবর: গুরমিত রাম রহিম । ডেরা'র প্রধানের আসল চেহারা সামনে আসায় শিউরে উঠেছিল সারা দেশ । 2017 সালে তাকে 20 বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত । সম্প্রতি 40 দিনের প্যারোলে মুক্তি পেয়েছে স্বঘোষিত 'বাবা' । তারমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার একটি নতুন গান, নাম 'শাদি নিট দিওয়ালি' । ভিউয়ের সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক । যা দেখে এবার কেন্দ্রীয় সরকারের কাছে প্যারোল সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra slams Gurmeet Ram Rahim Singh) ।

ওই ভিডিয়ো দেখে মহুয়া টুইটে লেখেন, "প্যারোলে মুক্তি পেয়েও ইউটিউবে গান প্রকাশ করছে বাবা 'রেপ' রহিম । আমাদের প্যারোল সংক্রান্ত আইন ব্রিটেন বা আমেরিকার মতো নয় । ভারতীয় প্যারোল আইনে বেশ কিছু গলদ রয়েছে । প্যারোল শুধুমাত্র বাছাই এবং পছন্দের ভিত্তিতে পক্ষপাতদুষ্ট রাজ্য সরকারী কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া যাবে না । আইন পরিবর্তনের সময় এসেছে ।”

  • After online satsang Baba Rape Rahim puts out music video while out on parole.

    Unlike US & UK, India lacks codified parole legislation. Parole cannot solely be left to biased state govt officials on pick & choose basis.

    High time law is changed.

    — Mahua Moitra (@MahuaMoitra) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2002 সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হন ডেরা সাচ সৌদার প্রধান । জাতীয় কংগ্রেস, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি । রাজনৈতিক দলগুলির সঙ্গে রীতিমতো ঘনিষ্টতা ছিল রাম রহিমের । 2014 সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে তার প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদি, লক্ষ্য ছিল ডেরার অনুগামীদের ভোট । কারণ, ডেরা অনুগামীদের মধ্যে 70 শতাংশ দলিত প্রতিনিধি । ঠিক তিনবছর পর জেলে যায় এই স্বঘোষিত ধর্মীয় নেতা, অভিনেতা, গায়ক, লেখক, গীতিকার, পরিচালক এবং সুরকার ।

আরও পড়ুন: ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত রাম রহিমের 'সৎসঙ্গ'-এ বিজেপি নেতারা, তোপ বিরোধীদের

বিতর্ক থেকে জেল, কিছুই তার উপর কোনও প্রভাব ফেলেনি । প্যারোল শুধু নতুন গান মুক্তিই নয়, রাম রহিম জানিয়ে দিয়েছে এখনও আরও 800টি ভজন প্রস্তুত রয়েছে তার কাছে । ভক্তরা নির্দিষ্ট সময় সেই ভজনগুলি শুনতে পাবেন । তবে তাঁদের ধৈর্য ধরতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.