নয়াদিল্লি, 7 জুন: কুস্তিগীরদের আন্দোলনের মধ্যেই নয়া বিতর্ক ৷ এবার ক্রিকেটেও যৌন হেনস্থার অভিযোগ উঠল ৷ এক হেনস্থাকারীর চিঠি পোস্ট করে এমনটাই দাবি করলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ চিঠিটিতে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাডভোকেটের সভাপতি রোহন জেটলির বিরুদ্ধে তাঁর পদাধিকারবলে হেনস্থা করার অভিযোগ তুলেছেন জ্যোৎস্না সাহনি ৷ এদিকে রোহনের দাবি, তিনি হানিট্র্যাপের শিকার ৷
অভিযুক্ত রোহন জেটলি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন্ত্রী অরুণ জেটলির ছেলে ৷ এই চিঠি পোস্ট করে মহুয়া বিজেপিকে তীব্র আক্রমণ করেন ৷ মহুয়া লেখেন, খেলার বোর্ডগুলি এখন বিজেপি নেতা এবং তাঁদের আত্মীয়দের হাতের মুঠোয় ৷ সেই প্রভাব খাটিয়ে মহিলাদের যৌন হেনস্থা করা হয় ৷ তাঁর প্রশ্ন, এতকিছুর পরেও সরকার চুপ করে থাকে কী করে ?
-
Now President @delhi_cricket claims he was “honeytrapped”.
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Okay, but you still have to like honey. @BCCI @IndiaSports @YASMinistry
">Now President @delhi_cricket claims he was “honeytrapped”.
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2023
Okay, but you still have to like honey. @BCCI @IndiaSports @YASMinistryNow President @delhi_cricket claims he was “honeytrapped”.
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2023
Okay, but you still have to like honey. @BCCI @IndiaSports @YASMinistry
পাশাপাশি সংবাদমাধ্যমকে আক্রমণ করে তিনি লেখেন, "আমি গ্যারান্টি দিতে পারি কোনও খবরের কাগজে, সংবাদমাধ্যমে এই ঘটনাটি প্রকাশিত হবে না ৷ দিল্লি বিজেপি এবং ক্রিকেট দুনিয়ার উচ্চাধিকারীরা এভাবেই গোদিমিডিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ৷ এবার সবাই চুপ করে থাকো ৷"
আরও পড়ুন: সাক্ষী-বজরংদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় কেন্দ্র, প্রস্তাব দিলেন অনুরাগ
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া লেখেন, এটি সরকারের জমিতে অবস্থিত ৷ পাশাপাশি এই সংস্থার ডিরেক্টরও সরকারের দ্বারা নির্বাচিত ৷ এরপরেও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাডভোকেটের সভাপতির বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি ৷ ইন্দু মালহোত্রাও চুপ করে আছেন ৷ এখানেই মহুয়ার প্রশ্ন আরেকটা ব্রিজভূষণ শরণ সিং তৈরি হচ্ছে ?
-
And I can almost guarantee that no newspaper/media will cover this story. Such is the stranglehold of Delhi BJP/ cricket elite over GodiMedia.
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Abh sabh chup raho. https://t.co/wMXwKmaEPB
">And I can almost guarantee that no newspaper/media will cover this story. Such is the stranglehold of Delhi BJP/ cricket elite over GodiMedia.
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2023
Abh sabh chup raho. https://t.co/wMXwKmaEPBAnd I can almost guarantee that no newspaper/media will cover this story. Such is the stranglehold of Delhi BJP/ cricket elite over GodiMedia.
— Mahua Moitra (@MahuaMoitra) June 7, 2023
Abh sabh chup raho. https://t.co/wMXwKmaEPB
নির্যাতিতা জ্য়োৎস্না সাহনি তাঁর 4 জুন লেখা চিঠিতে দাবি করেন, চার মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তিনি অভিযোগ জানিয়েছিলেন ৷ তাতে লাভ তো হয়নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে ৷ রোহন জেটলি ও তাঁর পরিবার তাঁকে হুমকি দিয়েছে ৷ চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, হঠাৎ কোনও পথ দুর্ঘটনায় তিনি মারা গেলে অথবা কেউ তাঁর ক্ষতি করলে, সেই দায় কে নেবে ? এইসব ভয় থেকে তিনি দেশ ছাড়ছেন ৷ এদিকে রোহন জেটলি ও তাঁর স্ত্রী মেহরুন্নিসা জ্যোৎস্নার বিরুদ্ধেই টাকা হাতানোর অভিযোগও তুলেছেন ৷
জ্যোৎস্নার অভিযোগের তীর সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষের দিকে ৷ এত অভিযোগ থাকার পরও রোহন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাডভোকেটের সভাপতি হিসেবে দিল্লিতে আইপিএল ম্যাচ দেখছেন ৷ এই ঘটনায় স্তম্ভিত জ্যোৎস্না ৷ তিনি ন্যায়বিচার পাননি, কিন্তু রোহনকে সুরক্ষাকবচ দেওয়া হয়েছে ৷ বিসিসিআই সম্প্রতি যৌন হেনস্থা প্রতিরোধকারী নীতি গ্রহণ করা নিয়ে বৈঠক করেছে ৷ আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রোহন ৷ একে উপহাস বলে উল্লেখ করেছেন জ্যোৎস্না ৷
আরও পড়ুন: চাকরিতে যোগ দিলেও আন্দোলন জারি রয়েছে, কতিপয় সংবাদমাধ্যমের ভুল খবরের ব্যাখ্যা দিলেন সাক্ষী-বজরং