ETV Bharat / bharat

Assembly Election Result 2022: গুজরাতে হিন্দু ভোট টানতে ‘এম-ফ্যাক্টর’কে অগ্রাহ্য বিজেপির ! - AIMIM

গুজরাতে 9 শতাংশ মুসলিম ভোটার রয়েছে (M Factor in Gujarat Assembly Polls 2022) ৷ তবে, গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election Result 2022) একটি আসনেও কোনও মুসলিম প্রার্থী দেয়নি বিজেপি ৷ এটাকে রণকৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ।

M Factor in Gujarat Assembly Polls 2022
M Factor in Gujarat Assembly Polls 2022
author img

By

Published : Dec 8, 2022, 10:32 AM IST

Updated : Dec 8, 2022, 10:49 AM IST

আমেদাবাদ, 8 ডিসেম্বর: বিজেপি এবং হিন্দুত্ব, ভারতবর্ষের রাজনীতিতে এই দু’টি অঘোষিত সমার্থক শব্দ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এই পরিস্থিতিতে গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election Result 2022) একটি আসনেও কোনও মুসলিম প্রার্থী দেয়নি বিজেপি ৷ যেখানে গুজরাতে 9 শতাংশ মুসলিম ভোটার রয়েছে (M Factor in Gujarat Assembly Polls 2022) ৷ যা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, এর অন্যতম কারণ এই ‘এম-ফ্যাক্টর’-কে নিজেদের পক্ষে কাজে লাগাতে চেয়েছে গেরুয়া শিবির ৷ রাজ্যের প্রাথমিক ফলাফলেও বাকিদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি ।

কিন্তু প্রশ্নটা হল, কীভাবে ? 9 শতাংশ মুসলিম ভোটকে আগেই ছেঁটে ফেলেছে গেরুয়া শিবির ৷ বদলে বিপুল সংখ্যায় হিন্দু ভোটারদের প্রতি বিজেপি তাদের আনুগত্য প্রকাশ করেছে ৷ প্রসঙ্গত শেষবার 1998 সালে গুজরাত বিধানসভায় মুসলিম প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছিল বিজেপি ৷ তাও মাত্র একটি আসনেই ৷ আর এটাই মূলত গুজরাতে বিপুল সংখ্যার হিন্দু ভোটকে দীর্ঘদিন ধরে নিজেদের দিকে রাখার উপায় হিসেবে বেছে নিয়েছে গেরুয়া শিবির ৷

প্রসঙ্গত, গুজরাতে বিরোধী দল কংগ্রেস এবারের নির্বাচনে 6টি আসনে মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে ৷ সেখানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 3টি আসনে মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছে ৷ সেখানে আসাউদ্দিন ওয়েইসির এআইএমআইএম 11 জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে গুজরাত বিধানসভা আসেন ৷ এছাড়াও 177 জন প্রার্থী নির্দল হিসেবে লড়াই করেছেন গুজরাত বিধানসভা নির্বাচনে ৷

আরও পড়ুন: শুরুতেই মোদি-শাহের রাজ্যে এগিয়ে বিজেপি, হিমাচলে কড়া টক্কর

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আসাউদ্দিন ওয়েইসি এবং তাঁর দলের সমালোচনা করে গিয়েছে কংগ্রেস ও আপ ৷ মূলত বিজেপি ‘বি-টিম’ হিসেবে উল্লেখ করা হয়েছে এআইএমআইএম-কে ৷ যা গত 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও দাবি করেছিল ৷ হায়দরাবাদের সাংসদের দলকে গুজরাতে ‘সবুজ পদ্ম’ ও ‘লুকানো পদ্ম’ হিসেবেও কটাক্ষ করা হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, মুসলিম ভোটকে ভাগ করে দিয়ে বিজেপিকে সাহায্য করার জন্যই বাছাই করা কিছু আসনে প্রার্থী দিয়েছে এআইএমআইএম ৷ সবমিলিয়ে 182 আসনের গুজরাত বিধানসভা ভোটে মাত্র 72টি আসনে মুসলিম প্রার্থীরা লড়ছেন ৷

আমেদাবাদ, 8 ডিসেম্বর: বিজেপি এবং হিন্দুত্ব, ভারতবর্ষের রাজনীতিতে এই দু’টি অঘোষিত সমার্থক শব্দ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ এই পরিস্থিতিতে গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election Result 2022) একটি আসনেও কোনও মুসলিম প্রার্থী দেয়নি বিজেপি ৷ যেখানে গুজরাতে 9 শতাংশ মুসলিম ভোটার রয়েছে (M Factor in Gujarat Assembly Polls 2022) ৷ যা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, এর অন্যতম কারণ এই ‘এম-ফ্যাক্টর’-কে নিজেদের পক্ষে কাজে লাগাতে চেয়েছে গেরুয়া শিবির ৷ রাজ্যের প্রাথমিক ফলাফলেও বাকিদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি ।

কিন্তু প্রশ্নটা হল, কীভাবে ? 9 শতাংশ মুসলিম ভোটকে আগেই ছেঁটে ফেলেছে গেরুয়া শিবির ৷ বদলে বিপুল সংখ্যায় হিন্দু ভোটারদের প্রতি বিজেপি তাদের আনুগত্য প্রকাশ করেছে ৷ প্রসঙ্গত শেষবার 1998 সালে গুজরাত বিধানসভায় মুসলিম প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছিল বিজেপি ৷ তাও মাত্র একটি আসনেই ৷ আর এটাই মূলত গুজরাতে বিপুল সংখ্যার হিন্দু ভোটকে দীর্ঘদিন ধরে নিজেদের দিকে রাখার উপায় হিসেবে বেছে নিয়েছে গেরুয়া শিবির ৷

প্রসঙ্গত, গুজরাতে বিরোধী দল কংগ্রেস এবারের নির্বাচনে 6টি আসনে মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে ৷ সেখানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 3টি আসনে মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছে ৷ সেখানে আসাউদ্দিন ওয়েইসির এআইএমআইএম 11 জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে গুজরাত বিধানসভা আসেন ৷ এছাড়াও 177 জন প্রার্থী নির্দল হিসেবে লড়াই করেছেন গুজরাত বিধানসভা নির্বাচনে ৷

আরও পড়ুন: শুরুতেই মোদি-শাহের রাজ্যে এগিয়ে বিজেপি, হিমাচলে কড়া টক্কর

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আসাউদ্দিন ওয়েইসি এবং তাঁর দলের সমালোচনা করে গিয়েছে কংগ্রেস ও আপ ৷ মূলত বিজেপি ‘বি-টিম’ হিসেবে উল্লেখ করা হয়েছে এআইএমআইএম-কে ৷ যা গত 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও দাবি করেছিল ৷ হায়দরাবাদের সাংসদের দলকে গুজরাতে ‘সবুজ পদ্ম’ ও ‘লুকানো পদ্ম’ হিসেবেও কটাক্ষ করা হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, মুসলিম ভোটকে ভাগ করে দিয়ে বিজেপিকে সাহায্য করার জন্যই বাছাই করা কিছু আসনে প্রার্থী দিয়েছে এআইএমআইএম ৷ সবমিলিয়ে 182 আসনের গুজরাত বিধানসভা ভোটে মাত্র 72টি আসনে মুসলিম প্রার্থীরা লড়ছেন ৷

Last Updated : Dec 8, 2022, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.