ETV Bharat / bharat

Bank Robbery Foiled: 73 লাখি ধার শোধ করতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত - Online Rummy game

জুয়া খেলে খুইয়েছেন 50 লাখ টাকা ৷ রয়েছে আরও 23 লাখ টাকা ধার অতিরিক্ত ৷ তা শোধ করতে কেরালার এক ব্যাক্তির ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা ৷ গ্রেফতার অভিযুক্ত ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 19, 2023, 6:25 AM IST

ত্রিশূর (কেরল), 19 জুন: অনলাইনে জুয়া খেলে খুইয়েছেন 50 লাখ টাকা ৷ তার উপরে রয়েছে আরও 23 লাখ টাকার ধার ৷ মোট 73 লাখ টাকার ধার শোধ করতে অভিনব উপায় খুঁজে বের করলেন ভিলেজ ফিল্ড অ্যাসিসট্যান্ট লিজো। ভাবলেন, ব্য়াঙ্ক ডাকাতি করে ধার মেটাবেন। কিন্তু শেষরক্ষা হল না। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযোগ, শনিবার বিকেল থেক্কুমকারা গ্রামের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লিজো আথানি এলাকার ফেডারেল ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করেন। তিনি ফেডারেল ব্যাঙ্কের এই শাখা থেকেই ঋণ নিয়েছিলেন। সেখানে গিয়ে ব্যাঙ্ক কর্মচারীদের উপর চড়াও হন । তাঁদের গায়ে পেট্রোল ঢেলে ব্যাঙ্ক ডাকাতির হুমকি দেন। লকারের চাবি পৌঁছে যান অ্যাসিট্যান্ট ম্যানেজারের ঘরেও ৷ কিন্তু স্থানীয়দের সহায়তায় ব্যাঙ্কের আধিকারিকরা অভিযুক্ত ধরে ফেলেন ৷

আরও পড়ুন: মন কি বাতে নেই মণিপুরের কথা, ক্ষোভে রেডিয়ো ভাঙল ইম্ফলের জনতা

অভিযুক্তকে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশে ৷ প্রথমে লোকজন ও পুলিশ ভেবেছিল লিজো মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু জিজ্ঞাসাবাদের পর, অভিযুক্ত তাঁর ধার-দেনার বিষয়টি প্রকাশ করেন। তিনি পুলিশকে জানান, তাঁর 73 লাখ টাকার চেয়েও বেশি ধার আছে । এর মধ্যে হোম লোন বাবদ 23 লাখ টাকা ঋণ নিয়েছেন। তাছাড়া 50 লাখ অনলাইন জুয়া খেলে হেরে গিয়েছেন ৷

তদন্তকারীদের অভিযুক্ত আরও জানিয়েছেন, বন্ধুদের কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলতেন। ঋণের পরিমাণ বাড়তে শুরু করে। পাওনাদাররাও টাকা চেয়ে চাপ দিতে থাকেন। এমতাবস্থায় গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন লিজো। এরপরই ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করেন বলে পুলিশকে জানান। এদিকে, খুনের চেষ্টা ও ডাকাতির চেষ্টার মতো কয়েকটি ধারায় লিজোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: দীর্ঘ লড়াইয়ে হার মানলেন কলকাতার যুবক, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে 292

ত্রিশূর (কেরল), 19 জুন: অনলাইনে জুয়া খেলে খুইয়েছেন 50 লাখ টাকা ৷ তার উপরে রয়েছে আরও 23 লাখ টাকার ধার ৷ মোট 73 লাখ টাকার ধার শোধ করতে অভিনব উপায় খুঁজে বের করলেন ভিলেজ ফিল্ড অ্যাসিসট্যান্ট লিজো। ভাবলেন, ব্য়াঙ্ক ডাকাতি করে ধার মেটাবেন। কিন্তু শেষরক্ষা হল না। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

অভিযোগ, শনিবার বিকেল থেক্কুমকারা গ্রামের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লিজো আথানি এলাকার ফেডারেল ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করেন। তিনি ফেডারেল ব্যাঙ্কের এই শাখা থেকেই ঋণ নিয়েছিলেন। সেখানে গিয়ে ব্যাঙ্ক কর্মচারীদের উপর চড়াও হন । তাঁদের গায়ে পেট্রোল ঢেলে ব্যাঙ্ক ডাকাতির হুমকি দেন। লকারের চাবি পৌঁছে যান অ্যাসিট্যান্ট ম্যানেজারের ঘরেও ৷ কিন্তু স্থানীয়দের সহায়তায় ব্যাঙ্কের আধিকারিকরা অভিযুক্ত ধরে ফেলেন ৷

আরও পড়ুন: মন কি বাতে নেই মণিপুরের কথা, ক্ষোভে রেডিয়ো ভাঙল ইম্ফলের জনতা

অভিযুক্তকে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশে ৷ প্রথমে লোকজন ও পুলিশ ভেবেছিল লিজো মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু জিজ্ঞাসাবাদের পর, অভিযুক্ত তাঁর ধার-দেনার বিষয়টি প্রকাশ করেন। তিনি পুলিশকে জানান, তাঁর 73 লাখ টাকার চেয়েও বেশি ধার আছে । এর মধ্যে হোম লোন বাবদ 23 লাখ টাকা ঋণ নিয়েছেন। তাছাড়া 50 লাখ অনলাইন জুয়া খেলে হেরে গিয়েছেন ৷

তদন্তকারীদের অভিযুক্ত আরও জানিয়েছেন, বন্ধুদের কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলতেন। ঋণের পরিমাণ বাড়তে শুরু করে। পাওনাদাররাও টাকা চেয়ে চাপ দিতে থাকেন। এমতাবস্থায় গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন লিজো। এরপরই ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করেন বলে পুলিশকে জানান। এদিকে, খুনের চেষ্টা ও ডাকাতির চেষ্টার মতো কয়েকটি ধারায় লিজোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: দীর্ঘ লড়াইয়ে হার মানলেন কলকাতার যুবক, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে 292

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.