নয়াদিল্লি 6, ফেব্রুয়ারি: আদানি (Opposition protests over Adani issue) ইস্যুতে আজও তপ্ত সংসদ ৷ আদানি গ্রুপ কোম্পানির স্টকগুলিতে জালিয়াতির অভিযোগের তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সোমবার লোকসভায় তুমুল বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি ৷ হই-হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি (Lok Sabha Adjourned) করা হয়েছে ।
ওয়েলে নেমে স্লোগান বিরোধীদের: সপ্তাহান্তের বিরতির পরে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসাদরা ওয়েলে নেমে এসে স্লোগান দিতে শুরু করেন ৷ আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এই কর্পোরেট জায়ান্টের ব্যবসায়িক পদ্ধতির তদন্তের দাবি জানান বিরোধীরা । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সবাইকে নিজেদের আসনে ফিরে গিয়ে বিতর্কে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান ।
বিরোধীদের কাছে আবেদন স্পিকারের: তিনি বলেন, "এটা ঠিক না ৷ স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী । জনগণ তাঁদের ইস্যু সংসদে তুলে ধরতে আপনাদের নির্বাচিত করেছেন কিন্তু আপনারা বিতর্কে অংশ নিতে আগ্রহী নন ।" বিড়লা বলেন যে, বিরোধী দলের সাংসদদের তাঁর চেম্বারে এসে তাঁর সঙ্গে নিজেদের দাবি নিয়ে আলোচনা করা উচিত ।
সংসদের মর্যাদা বজায় রাখার অনুরোধ অধ্যক্ষের: অধ্যক্ষ বিরোধীদের আশ্বস্ত করে বলেন, তিনি বিরোধীদের বিষয়গুলি লোকসভায় উত্থাপন করার জন্য যথেষ্ট সময় দেবেন । তাঁর কথায়, "এটা সংসদ । কিছুটা মর্যাদা বজায় রাখুন । এটি একটি সম্মানিত কক্ষ । এটি বিতর্ক ও আলোচনা করার জন্য । আপনারা যেভাবে হাউসের মর্যাদা ভাঙছেন তা ঠিক নয় ৷"
আরও পড়ুন: ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি, আদানি বিতর্কে মোদিকে তোপ শত্রুঘ্নর
স্পিকার কংগ্রেস সাংসদদের উদ্দেশে বলেন, "স্লোগান দেওয়া ভালো প্র্যাকটিস নয় এবং দেশের জন্যও ভালো নয় । সংসদে স্লোগান দেওয়ার জন্য জনগণ আপনাদের নির্বাচিত করেছে ! আপনারা দীর্ঘদিন এই দেশ শাসন করেছেন । এই ধরনের আচরণ আপনাদের পক্ষে শোভা পায় না ৷ আপনারা হাউসকে সঠিকভাবে চলতে দিতে আগ্রহী নন ।"
অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতুবি: অধ্যক্ষ বারবার আবেদন জানালেও বিরোধীরা তাঁর কথায় কান দেননি ৷ তাঁরা তাঁদের বিক্ষোভ এবং স্লোগান চালিয়ে যেতে থাকেন ৷ তখন বাধ্য হয়ে স্পিকার ওম বিড়লা দুপুর 2টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন ৷ তৃণমূল সদস্যরাও এ দিন বিরোধীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন তবে তাঁরা নিজেদের আসন থেকেই প্রতিবাদ জানাতে থাকেন ৷
আদানি ইস্যুতে তোলপাড় দেশ: হিন্ডেনবার্গ রিসার্চ তাদের প্রতিবেদনে আদানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে প্রতারণামূলক লেনদেন এবং শেয়ারের দামের হেরফের-সহ বিভিন্ন অভিযোগ আনার পর থেকেই দেশজুড়ে এই নিয়ে শোরগোল শুরু হয়েছে ৷ আদানিরা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও তাদের গ্রুপের বাজার লোকসান বেড়ে প্রায় 103 বিলিয়ন মার্কিন ডলার (প্রায় 8.5 লক্ষ কোটি টাকা) হয়েছে । আদানি গোষ্ঠীর স্টকের দরপতন জীবন বিমা কর্পোরেশন (এলআইসি) এবং পাবলিক সেক্টর ব্যাংকগুলির বিনিয়োগের মূল্যকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে ৷