নয়াদিল্লি, 27 মার্চ: দিল্লিতে দ্বিতীয়বার লকডাউন করাটা কোনও সমাধান নয় ৷ পরপর দু দিন রাজধানীতে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের উপরে হলেও, এমনটাই মনে করেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ তাঁর মতে, মানুষকে কোভিডের সঙ্গেই বাঁচা শিখতে হবে ৷
তিনি বলেছেন, মেডিক্যাল বিশেষজ্ঞদের পরামর্শ যে, এ বছরে ফের ছড়াবে করোনাভাইরাস ৷ তাই এর সঙ্গে বাঁচা শিখতে হবে সবাইকে ৷ গত বছর মে মাসে এই একই কথা শোনা গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে ৷
সত্যেন্দ্র জৈন বলেছেন, "লকডাউনের কোনও সম্ভাবনা নেই ৷ আগে এর পেছনে যুক্তি ছিল ৷ কীভাবে ভাইরাস ছড়ায়, তা কেউ জানত না ৷ আমাদের বলা হল, 21 দিন সব কাজ বন্ধ করে রাখলে করোনা ছড়ানোও বন্ধ হয়ে যাবে ৷ এরপর লকডাউন চলতেই থাকল...কিন্তু তা সত্ত্বেও ভাইরাস গেল না ৷ আমি মনে করি লকডাউন কোনও সমাধান নয় ৷"
আরও পড়ুন: রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কলকাতা
মানুষকে যতটা দ্রুত সম্ভব টিকা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, "এটা এমন একটা অসুখ যার পুনরাবৃত্তি ঘটে ৷ প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন, এটা অবিলম্বে শেষ হয়ে যাবে এমনটা বিশ্বাস করবেন না ৷ আমাদের এর সঙ্গে বাঁচা শিখতে হবে ৷"
তিনি আরও বলেছেন, "মানুষ দু-তিন মাস মাস্ক পরেই তা পরা বন্ধ করে দিল ৷ এটা ঠিক নয় ৷ এই ভাইরাসের আচরণ আমরা বুঝতে পারি না ৷ আমরা মানুষের কাছে আবেদন করছি ৷ যত বেশি মানুষ মুখে মাস্ক পরবেন, ততই এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সহজ হবে ৷"