ETV Bharat / bharat

Leopard Attack in Karnataka: 200 মিটার টেনে নিয়ে গেল চিতাবাঘ, হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা - হাসপাতালে চিকিৎসাধীন

চিতাবাঘের আক্রমণে কর্ণাটকে জখম ছয় বছরের বালিকা ৷ 200 মিটার তাকে টেনে নিয়ে যায় চিতাবাঘটি ৷

Leopard Attack
চিতাবাঘের হামলা
author img

By

Published : Jun 27, 2023, 2:45 PM IST

চামরাজনগর (কর্ণাটক), 27 জুন: 6 বছরের বালিকাকে 200 মিটার টেনে নিয়ে গেল চিতাবাঘ ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামরাজনগরে । চিতাবাঘের আক্রমণে মেয়েটি গুরুতর আহত হয়েছে ৷ মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে । সোমবার রাত 9 টার দিকে হনুর তালুকের কাগালিগুন্ডি গ্রামে এই হামলার ঘটনা ঘটে । আহত মেয়েটির নাম সুশীলা । চিতাবাঘের আক্রমণে চাঞ্চল্য ছড়িয়ছে গোটা গ্রামে । শুধু তাই নয়, একা একা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

জানা গিয়েছে, বাড়ির সামনে খেলছিল বালিকাটি ৷ সেইসময় খেলতে থাকা মেয়েটির উপর প্রথমে আক্রমণ করে চিতাবাঘটি ৷ এরপর তাকে প্রায় 200 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় । বালিকাটির কান্না শুনে বাবা-মা ও গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন সেখানে । এতে ভয় পেয়ে চিতাবাঘটি শিশুটিকে ঘটনাস্থলে ফেলে জঙ্গলে পালিয়ে যায় ।

আরও পড়ুন: শিলিগুড়িতে লোকালয়ে চিতাবাঘের হানা, ঘটনাস্থলে বনকর্মীরা

গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে বন বিভাগ ও 108 ডায়াল করে অ্যাম্বুলেন্সে খবর দেয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্বাস্থ্য কর্মীরা মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয় ৷ তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয় । সেখানেই চিকিৎসাধীন রয়েছে মেয়েটি ৷ বন আধিকারিকরা হাসপাতালে মেয়েটিকে দেখতে গিয়েছিলেন । কাগালিগুন্ডিতে সোলিগা সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বাস করে ৷ মানুষের উপর চিতাবাঘের আক্রমণে হতবাক সকলে ।

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের মত রাজ্যে চিতাবাঘের হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ একাধিকবার লোকালয়ে ঢুকে গিয়েছে চিতাবাঘ ৷ আক্রমণ করেছে এলাকাবাসীর উপর ৷ যোগী রাজ্যে এ বছরের মার্চ মাসে শৌচকর্ম করতে গিয়ে চিতাবাঘের হামলার মুখে পড়েছিল গ্রামের মানুষজন ৷ তাতে আহত হয়েছিলেন অন্তত আটজন ৷ এর আগে জলপাইগুড়ির কিলকট চা বাগানে চিতাবাঘের আক্রমণে জখম হয়েছিলেন এক বৃদ্ধ ৷

চামরাজনগর (কর্ণাটক), 27 জুন: 6 বছরের বালিকাকে 200 মিটার টেনে নিয়ে গেল চিতাবাঘ ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামরাজনগরে । চিতাবাঘের আক্রমণে মেয়েটি গুরুতর আহত হয়েছে ৷ মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে । সোমবার রাত 9 টার দিকে হনুর তালুকের কাগালিগুন্ডি গ্রামে এই হামলার ঘটনা ঘটে । আহত মেয়েটির নাম সুশীলা । চিতাবাঘের আক্রমণে চাঞ্চল্য ছড়িয়ছে গোটা গ্রামে । শুধু তাই নয়, একা একা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

জানা গিয়েছে, বাড়ির সামনে খেলছিল বালিকাটি ৷ সেইসময় খেলতে থাকা মেয়েটির উপর প্রথমে আক্রমণ করে চিতাবাঘটি ৷ এরপর তাকে প্রায় 200 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় । বালিকাটির কান্না শুনে বাবা-মা ও গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন সেখানে । এতে ভয় পেয়ে চিতাবাঘটি শিশুটিকে ঘটনাস্থলে ফেলে জঙ্গলে পালিয়ে যায় ।

আরও পড়ুন: শিলিগুড়িতে লোকালয়ে চিতাবাঘের হানা, ঘটনাস্থলে বনকর্মীরা

গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে বন বিভাগ ও 108 ডায়াল করে অ্যাম্বুলেন্সে খবর দেয় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্বাস্থ্য কর্মীরা মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয় ৷ তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয় । সেখানেই চিকিৎসাধীন রয়েছে মেয়েটি ৷ বন আধিকারিকরা হাসপাতালে মেয়েটিকে দেখতে গিয়েছিলেন । কাগালিগুন্ডিতে সোলিগা সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বাস করে ৷ মানুষের উপর চিতাবাঘের আক্রমণে হতবাক সকলে ।

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের মত রাজ্যে চিতাবাঘের হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ একাধিকবার লোকালয়ে ঢুকে গিয়েছে চিতাবাঘ ৷ আক্রমণ করেছে এলাকাবাসীর উপর ৷ যোগী রাজ্যে এ বছরের মার্চ মাসে শৌচকর্ম করতে গিয়ে চিতাবাঘের হামলার মুখে পড়েছিল গ্রামের মানুষজন ৷ তাতে আহত হয়েছিলেন অন্তত আটজন ৷ এর আগে জলপাইগুড়ির কিলকট চা বাগানে চিতাবাঘের আক্রমণে জখম হয়েছিলেন এক বৃদ্ধ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.