নয়া দিল্লি , 31 মে : করোনা মহামারির সময় গতবছর দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল তার থেকে যদি তারা সরে আসে তবে তার জন্য কেন্দ্রকে কারণ দর্শাতে নির্দেশ দিল শীর্ষ আদালত ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য গত বছরের পদ্ধতি এই বছরও অবলম্বন করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
মহামারির কারণে আদৌ দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল হবে কিনা তা জানাতে কেন্দ্রের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল শীর্ষ আদালতের কাছে বুধবার অবধি সময় চেয়ে নিয়েছেন ৷ বিচারপতি এ.এম খানউইলকার এবং দীনেশ মহেশ্বরী কেন্দ্রের প্রতিনিধিকে বলেছেন, "সিদ্ধান্ত নিয়ে জানান, তবে যদি কেন্দ্র গত বছরের সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে তার কারণ দর্শাতে হবে ৷" এর উত্তরে ভেনুগোপাল জানিয়েছেন পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে ৷
এর পরিপ্রেক্ষিতে বিচারপতিরা বলেন, "পরীক্ষার জন্য যেটা ভাল হয় সেই সিদ্ধান্তই নিন, তবে গত বছর পিটিশনে যে পলিশির উল্লেখ করা আছে তা অনুসরণ করেই যেন সিদ্ধান্ত নেওয়া হয় ৷"
আইনজীবী মমতা শর্মার দায়ের করা আবেদনে শীর্ষ আদালতকে বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার নির্দেশ জারি করার পরিবর্তে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফলাফল ঘোষণার জন্য উদ্দেশ্যমূলক পদ্ধতি প্রণয়নের আহ্বান জানানো হয়েছিল। এই আবেদনে বলা হয়েছিল, কোভিড -১৯ পরিস্থিতি গত বছরের তুলনায় আরও মারাত্মক এবং গত বছরের মতো এবারেও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গ্রেডিং / নম্বর নির্ধারণের মাধ্যমে ফল প্রকাশ করা উচিত ৷
এই আবেদনে দাবি করা হয় যে, সিবিএসই এবং আইসিএসই কর্তৃক প্রদত্ত বিজ্ঞপ্তিগুলিতে যে অনির্ধারিত সময়ের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, তা বাতিল করে দেওয়া উচিত ৷ এরূপ জনস্বাস্থ্যের সঙ্কটের মাঝে শিক্ষার্থীরা অনিশ্চয়তার শিকার হতে পারে না ।
আরও পড়ুন : চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
এই আবেদনে আরও বলা হয়েছিল যে, এটি উপযুক্ত মামলা যা সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে শীর্ষ আদালত তার ক্ষমতা প্রয়োগ করে উত্তরদাতাকে একই পদ্ধতি বাস্তবায়নের জন্য নির্দেশ দিতে পারে, যা দশম শ্রেণির জন্য ফলাফল ঘোষণার জন্য গৃহীত হচ্ছে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার জন্যে নেওয়া যেতে পারে ৷
গত বছর, মহামারির মধ্যে শীর্ষ আদালত বোর্ডদের শিক্ষার্থীদের পূর্ববর্তী মূল্যায়নের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল নির্ধারণ এবং ঘোষণার নির্দেশ দিয়েছিল ৷