ETV Bharat / bharat

'বিজেপি কর্মীদের উপর ভরসা করে, কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত', বললেন মধ্যপ্রদেশের মোহন যাদব - বিজেপি কর্মীদের উপর ভরসা করে

Mohan Yadav to sworn in as Chief Minister of Madhya Pradesh: মধ্যপ্রদেশে 166টি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ আগামিকাল শপথ নেবেন মোহন যাদব ৷ তার আগে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে কী বললেন তিনি ?

ETV Bharat
মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহন যাদব
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 10:22 AM IST

ভোপাল, 12 ডিসেম্বর: তিনি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ পরিবার থেকে উঠে এসেছেন ৷ তাই আগামী দিনে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন মধ্যপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন মধ্যপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ আর আগামী শক্তিশালী দল হিসেবে উঠে আসতে কংগ্রেসের বিজেপির থেকে শিক্ষা নেওয়া উচিত বলে জানালেন তিনি ৷ 13 ডিসেম্বর, বুধবার তিনি শপথ নেবেন ৷

সোমবার সন্ধ্যায় দলের সভাপতি ভিডি শর্মা জানান, বিজেপি 58 বছর বয়সি মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ৷ তিনি ওবিসি নেতা এবং তিন-তিন বারের বিধায়ক ৷ এবার তিনি দক্ষিণ উজ্জয়িনী থেকে জয়ী হয়েছেন ৷ গতকাল সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন শিবরাজ সিং চৌহান ৷ এদিকে নাম ঘোষণার পরেই মোহন যাদব রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের সঙ্গে দেখা করেন ৷ নতুন সরকার গড়ার দাবি জানান ৷

এই মুখ্যমন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে ইটিভি ভারতের এক প্রতিনিধির কাছে একটি একান্ত সাক্ষাৎকারে মোহন যাদব বলেন, "দল আমার মতো একজন সাধারণ কর্মীর উপর বিশ্বাস রেখেছে ৷ এতে আমি খুব আনন্দিত ৷ বিজেপি বিশ্বের সর্ববৃহৎ দল ৷ তারা তাদের কর্মীদের ভরসা করে ৷ কংগ্রেস-সহ অন্য দলগুলিরও বিজেপির থেকে এই শিক্ষা নেওয়া উচিত, যাতে তারাও আগামী দিনে শক্তিশালী হয়ে উঠতে পারে ৷"

তিনি আরও বলেন, "আমি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত একটি পরিবারে বড় হয়েছি ৷ এটা আমার বাড়তি সুবিধে ৷ তাই এগিয়ে যেতে কোনও অসুবিধে হবে না ৷ উন্নয়নের দিক দিয়ে মধ্যপ্রদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাব, এটাই আমার লক্ষ্য ৷" পিছিয়ে পড়ার শ্রেণির নেতা মোহন যাদব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক ঘনিষ্ঠ সহযোগী ৷

2023 সালের 17 নভেম্বর বিধানসভা নির্বাচন হয় মধ্যপ্রদেশে ৷ 230টি আসনের মধ্যে 166টিতেই জয়ী হয় বিজেপি ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর মতো আরও অনেক শীর্ষ নেতারাই মুখ্যমন্ত্রী হতে পারতেন ৷ তবে তাঁদের উপর ভরসা না করে বিজেপি নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অর্থাৎ বিকল্প ব্যবস্থাপনায় জোর দিচ্ছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. ভোটে আবার জিতলে পরিবারপিছু একজনের চাকরির প্রতিশ্রুতি শিবরাজের
  2. ভোটে পরাজয়ের পরে 24-এর প্রস্তুতিতে গেহলত-বাঘেল-কমলনাথরা কী দায়িত্বে ? প্রবীণদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন খাড়গে
  3. ভোটে লড়তে 12 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন প্রার্থী ! বিপুল ভোটে পেলেন জয়

ভোপাল, 12 ডিসেম্বর: তিনি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ পরিবার থেকে উঠে এসেছেন ৷ তাই আগামী দিনে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন মধ্যপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন মধ্যপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ আর আগামী শক্তিশালী দল হিসেবে উঠে আসতে কংগ্রেসের বিজেপির থেকে শিক্ষা নেওয়া উচিত বলে জানালেন তিনি ৷ 13 ডিসেম্বর, বুধবার তিনি শপথ নেবেন ৷

সোমবার সন্ধ্যায় দলের সভাপতি ভিডি শর্মা জানান, বিজেপি 58 বছর বয়সি মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ৷ তিনি ওবিসি নেতা এবং তিন-তিন বারের বিধায়ক ৷ এবার তিনি দক্ষিণ উজ্জয়িনী থেকে জয়ী হয়েছেন ৷ গতকাল সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন শিবরাজ সিং চৌহান ৷ এদিকে নাম ঘোষণার পরেই মোহন যাদব রাজভবনে গিয়ে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের সঙ্গে দেখা করেন ৷ নতুন সরকার গড়ার দাবি জানান ৷

এই মুখ্যমন্ত্রিত্ব পাওয়া প্রসঙ্গে ইটিভি ভারতের এক প্রতিনিধির কাছে একটি একান্ত সাক্ষাৎকারে মোহন যাদব বলেন, "দল আমার মতো একজন সাধারণ কর্মীর উপর বিশ্বাস রেখেছে ৷ এতে আমি খুব আনন্দিত ৷ বিজেপি বিশ্বের সর্ববৃহৎ দল ৷ তারা তাদের কর্মীদের ভরসা করে ৷ কংগ্রেস-সহ অন্য দলগুলিরও বিজেপির থেকে এই শিক্ষা নেওয়া উচিত, যাতে তারাও আগামী দিনে শক্তিশালী হয়ে উঠতে পারে ৷"

তিনি আরও বলেন, "আমি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত একটি পরিবারে বড় হয়েছি ৷ এটা আমার বাড়তি সুবিধে ৷ তাই এগিয়ে যেতে কোনও অসুবিধে হবে না ৷ উন্নয়নের দিক দিয়ে মধ্যপ্রদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাব, এটাই আমার লক্ষ্য ৷" পিছিয়ে পড়ার শ্রেণির নেতা মোহন যাদব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক ঘনিষ্ঠ সহযোগী ৷

2023 সালের 17 নভেম্বর বিধানসভা নির্বাচন হয় মধ্যপ্রদেশে ৷ 230টি আসনের মধ্যে 166টিতেই জয়ী হয় বিজেপি ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর মতো আরও অনেক শীর্ষ নেতারাই মুখ্যমন্ত্রী হতে পারতেন ৷ তবে তাঁদের উপর ভরসা না করে বিজেপি নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অর্থাৎ বিকল্প ব্যবস্থাপনায় জোর দিচ্ছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. ভোটে আবার জিতলে পরিবারপিছু একজনের চাকরির প্রতিশ্রুতি শিবরাজের
  2. ভোটে পরাজয়ের পরে 24-এর প্রস্তুতিতে গেহলত-বাঘেল-কমলনাথরা কী দায়িত্বে ? প্রবীণদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন খাড়গে
  3. ভোটে লড়তে 12 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন প্রার্থী ! বিপুল ভোটে পেলেন জয়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.