লেহ (লাদাখ), 13 মার্চ: ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ (Ladakh News)৷ সোমবার সকালে কম্পন অনুভূত হয় লাদাখের লেহ জেলায় (Earthquake in Leh)৷ তবে কম্পনের তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি (Ladakh Earthquake)৷
কম্পনের তীব্রতা ছিল 3.5: আজ সকালে হঠাৎই কেঁপে ওঠে লাদাখের লেহ জেলা ৷ ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে ৷ জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.5 ৷ সোমবার সকাল 10.52-তে ভূমিকম্প হয় ৷
টুইটে ভূমিকম্পের কথা জানানো হয়: জাতীয় ভূমিকম্প কেন্দ্র টুইট করে জানিয়েছে যে, "সোমবার সকাল 10.52-তে লাদাখের লেহতে 3.5 তীব্রতার ভূমিকম্প হয়েছে ৷" ভূমিকম্পের উপকেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র ৷
ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি ভূমিকম্প হয়: উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে ৷ যদিও তার সঠিক সংখ্যা জানায়নি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷ তবে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ভূমিকম্পের সংখ্যা জানুয়ারি মাসের রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে ৷ এত ঘনঘন ভূমিকম্প হওয়ায় চিন্তিত পরিবেশবিদরা ৷ আগামী দিনে এর কোনও ভয়াবহ পরিণতি হতে চলেছে কি না, তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না ৷
জানুয়ারি মাসে 128 ভূমিকম্প: জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, এ বছর জানুয়ারি মাসে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি মিলিয়ে মোট 128টি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে ৷ মূলত, হিন্দুকুশ অঞ্চলগুলিতে বেশিরভাগ ভূমিকম্প হয়েছে ৷ অর্থাৎ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এলাকায় ছোটখাটো বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে ৷ আর সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারত ও আন্দামান সাগর একালাতেও কম্পন অনুভূত হয় ৷ শিমলা এবং উত্তরপ্রদেশের সাহারানপুর, পশ্চিমে গুজরাতের কচ্ছ, মহারাষ্ট্রের জলগাঁও ও হিংগোলি জেলাতেও মৃদু ভূমিকম্প হয়েছে জানুয়ারি মাসে ৷
আরও পড়ুন: ভোরে আন্দামানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5; কাঁপল পাকিস্তানও