ETV Bharat / bharat

Cheetahs Make First Hunt: জঙ্গলে ছাড়ার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার, 2 চিতার কবলে হরিণ - চিতা

জঙ্গলে ছাড়ার (Large enclosure) 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার করল নামিবিয়া থেকে আনা 2 চিতা (Cheetahs Make First Hunt)৷ বন দফতর জানিয়েছে, একটি হরিণ শিকার করেছে দুটি পুরুষ চিতা ৷

Kuno Cheetahs make their first hunt within 24 hours after shifting to large enclosure
জঙ্গলে ছাড়ার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার, 2 চিতার কবলে হরিণ
author img

By

Published : Nov 7, 2022, 7:15 PM IST

কুনো (মধ্যপ্রদেশ), 7 নভেম্বর: জঙ্গলের বৃহত্তর অংশে ছাড়া পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার সেরে ফেলল নামিবিয়া থেকে আনা দুটি পুরুষ চিতা (Cheetahs Make First Hunt)৷ বন বিভাগের ডিএফও প্রকাশ কুমার ভার্মা এ কথা জানিয়েছেন ৷ দেশের এই নতুন অতিথিরা একটি হরিণ শিকার করেছে বলে জানা গিয়েছে (Kuno Cheetahs make their first hunt)৷

নামিবিয়া থেকে আনার পর মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের একটি ছোট এনক্লোজারে রাখা হয়েছিল আটটি চিতাকে (Large enclosure)৷ যে কোনও সংক্রমণ ছড়ানো রোধ করার জন্য বন্য প্রাণীদের অন্য দেশে স্থানান্তরিত হওয়ার আগে এবং পরে এক মাসের জন্য আলাদা রাখাটাই নিয়ম ৷ সেই সময় পেরিয়ে যাওয়ার পর শনিবার দুটি পুরুষ চিতা ফ্রেডি ও এলটনকে কোয়ারান্টাইন জোন থেকে বের করে 98 একর এনক্লোজারে ছেড়ে দেওয়া হয় ৷ তার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার ! একটি হরিণ শিকার করেছে ওই দুই চিতা ৷ এর থেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে, বিদেশি অতিথিরা ভারতীয় পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে ভালো ভাবেই খাপ খাইয়ে নিচ্ছে ৷ কর্মকর্তারা জানিয়েছেন, 5টি মহিলা-সহ বাকি 6টি চিতাকেও শীঘ্রই বড় এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে ৷ তাদের আপাতত আলাদা জায়গায় রেখে মহিষের মাংস খাওয়ানো হচ্ছে ।

আরও পড়ুন: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির

গত সেপ্টেম্বর মাসে আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে কোয়ারান্টাইন জোনে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি দুই পুরুষ চিতাকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । রবিবার তিনি টুইটে লেখেন, "দারুণ খবর ! আমাকে বলা হয়েছে যে, বাধ্যতামূলক কোয়ারান্টাইনের পরে, কুনোর বাসস্থানে আরও অভিযোজনের সুযোগ করে দেওয়ার জন্য দুটি চিতাকে একটি বড় এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়েছে । অন্যদের শীঘ্রই ছেড়ে দেওয়া হবে । আমি জেনে আনন্দিত যে, সব চিতা সুস্থ, সচল আছে এবং ভালোভাবে খাপ খাইয়ে নিচ্ছে ।"

1952 সালে ভারতে এই প্রজাতিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল । আবার তাদের এ দেশের জঙ্গলের সঙ্গে পুনরায় পরিচয় ঘটানোর জন্য আটটি চিতাকে ভারতে আনা হয়েছিল নামিবিয়া থেকে ।

কুনো (মধ্যপ্রদেশ), 7 নভেম্বর: জঙ্গলের বৃহত্তর অংশে ছাড়া পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার সেরে ফেলল নামিবিয়া থেকে আনা দুটি পুরুষ চিতা (Cheetahs Make First Hunt)৷ বন বিভাগের ডিএফও প্রকাশ কুমার ভার্মা এ কথা জানিয়েছেন ৷ দেশের এই নতুন অতিথিরা একটি হরিণ শিকার করেছে বলে জানা গিয়েছে (Kuno Cheetahs make their first hunt)৷

নামিবিয়া থেকে আনার পর মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের একটি ছোট এনক্লোজারে রাখা হয়েছিল আটটি চিতাকে (Large enclosure)৷ যে কোনও সংক্রমণ ছড়ানো রোধ করার জন্য বন্য প্রাণীদের অন্য দেশে স্থানান্তরিত হওয়ার আগে এবং পরে এক মাসের জন্য আলাদা রাখাটাই নিয়ম ৷ সেই সময় পেরিয়ে যাওয়ার পর শনিবার দুটি পুরুষ চিতা ফ্রেডি ও এলটনকে কোয়ারান্টাইন জোন থেকে বের করে 98 একর এনক্লোজারে ছেড়ে দেওয়া হয় ৷ তার 24 ঘণ্টার মধ্যেই প্রথম শিকার ! একটি হরিণ শিকার করেছে ওই দুই চিতা ৷ এর থেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে, বিদেশি অতিথিরা ভারতীয় পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে ভালো ভাবেই খাপ খাইয়ে নিচ্ছে ৷ কর্মকর্তারা জানিয়েছেন, 5টি মহিলা-সহ বাকি 6টি চিতাকেও শীঘ্রই বড় এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে ৷ তাদের আপাতত আলাদা জায়গায় রেখে মহিষের মাংস খাওয়ানো হচ্ছে ।

আরও পড়ুন: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির

গত সেপ্টেম্বর মাসে আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে কোয়ারান্টাইন জোনে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি দুই পুরুষ চিতাকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । রবিবার তিনি টুইটে লেখেন, "দারুণ খবর ! আমাকে বলা হয়েছে যে, বাধ্যতামূলক কোয়ারান্টাইনের পরে, কুনোর বাসস্থানে আরও অভিযোজনের সুযোগ করে দেওয়ার জন্য দুটি চিতাকে একটি বড় এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়েছে । অন্যদের শীঘ্রই ছেড়ে দেওয়া হবে । আমি জেনে আনন্দিত যে, সব চিতা সুস্থ, সচল আছে এবং ভালোভাবে খাপ খাইয়ে নিচ্ছে ।"

1952 সালে ভারতে এই প্রজাতিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল । আবার তাদের এ দেশের জঙ্গলের সঙ্গে পুনরায় পরিচয় ঘটানোর জন্য আটটি চিতাকে ভারতে আনা হয়েছিল নামিবিয়া থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.