ETV Bharat / bharat

কোভিড আবহে মেয়াদ কমে 30 দিন, 1 এপ্রিল শুরু কুম্ভ মেলা - 30 days

কোরোনা আবহে এ বছর মেয়াদ কমিয়ে দেওয়া হল কুম্ভ মেলার। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, মেলা শুরু হবে 1 এপ্রিল। তবে এ বার মেলা চলবে 30 দিন।

Kumbh 2021 limited to 30 days due to Covid-19, to begin on April 1
কোভিড আবহে মেয়াদ কমে 30 দিন, 1 এপ্রিল শুরু কুম্ভ মেলা
author img

By

Published : Feb 18, 2021, 12:43 PM IST

উত্তরাখণ্ড, 18 ফেব্রুয়ারি: 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা। তবে কোরোনা আবহে এ বছরের মেলা 30 দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। মার্চ মাসের শেষের দিকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যসচিব ওম প্রকাশ।

তিনি জানিয়েছেন, কোভিড 19-এর সংক্রমণ রুখতে এ বছর 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত হবে কুম্ভ মেলা। এর আগেও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে কোরোনার হটস্পট হওয়ার ঘটনার সাক্ষী হয়েছে দেশ। সংক্রমণ রুখতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাশ টানতে দেখা গিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে। সেই পথ ধরেই কুম্ভ মেলার আয়তনও ছোট করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের সরকার।

আরও পড়ুন: সভার পিঠে সভা, 2009 থেকে চলছে প্রবণতা

এর আগে, হরিদ্বারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সি রবিশংকর জানিয়েছিলেন, তীর্থযাত্রীদের কুম্ভে যোগ দেওয়ার জন্য পাস প্রয়োজন। তিনি বলেছিলেন, ''কুম্ভের জন্য পাসের প্রয়োজন তীর্থযাত্রীদের। আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট, মেডিক্যাল সার্টিফিকেট ও পরিচয় পত্র দেখালেই মিলবে পাস। যাঁদের পাস নেই, তাঁদের প্রবেশাধিকার দেওয়া হবে না।'' কুম্ভে যে আধিকারিকরা কর্তব্যরত থাকবেন, তাঁদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কোরোনা টিকার 70,000 ডোজ চেয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভীড়ের উপর নজরদারি চালাতে গঙ্গার ঘাটে ক্যামেরা রাখছে কুম্ভ প্রশাসন।

উত্তরাখণ্ড, 18 ফেব্রুয়ারি: 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা। তবে কোরোনা আবহে এ বছরের মেলা 30 দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। মার্চ মাসের শেষের দিকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যসচিব ওম প্রকাশ।

তিনি জানিয়েছেন, কোভিড 19-এর সংক্রমণ রুখতে এ বছর 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত হবে কুম্ভ মেলা। এর আগেও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে কোরোনার হটস্পট হওয়ার ঘটনার সাক্ষী হয়েছে দেশ। সংক্রমণ রুখতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাশ টানতে দেখা গিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে। সেই পথ ধরেই কুম্ভ মেলার আয়তনও ছোট করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের সরকার।

আরও পড়ুন: সভার পিঠে সভা, 2009 থেকে চলছে প্রবণতা

এর আগে, হরিদ্বারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সি রবিশংকর জানিয়েছিলেন, তীর্থযাত্রীদের কুম্ভে যোগ দেওয়ার জন্য পাস প্রয়োজন। তিনি বলেছিলেন, ''কুম্ভের জন্য পাসের প্রয়োজন তীর্থযাত্রীদের। আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট, মেডিক্যাল সার্টিফিকেট ও পরিচয় পত্র দেখালেই মিলবে পাস। যাঁদের পাস নেই, তাঁদের প্রবেশাধিকার দেওয়া হবে না।'' কুম্ভে যে আধিকারিকরা কর্তব্যরত থাকবেন, তাঁদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কোরোনা টিকার 70,000 ডোজ চেয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভীড়ের উপর নজরদারি চালাতে গঙ্গার ঘাটে ক্যামেরা রাখছে কুম্ভ প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.