ETV Bharat / bharat

Police Raid at Asianet Office: এসএফআইয়ের 'গুন্ডাগিরি'র পরদিনই এশিয়ানেটের দফতরে পুলিশের তল্লাশি ! - Kozhikode

ভুয়ো সাক্ষাৎকার সম্প্রচারের অভিযোগ ৷ কেরলের (Kerala) কোঝিকোড়ে (Kozhikode) এশিয়ানেটের অফিসে তল্লাশি চালাল পুলিশ (Police Raid at Asianet News Office) ৷ সমালোচনায় সরব কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷

Kerala Police conduct Raid at Asianet News Office in Kozhikode
পুলিশের তল্লাশি অভিযান
author img

By

Published : Mar 5, 2023, 9:40 PM IST

কোঝিকোড়, 5 মার্চ: এসএফআইয়ের বিক্ষোভের পরদিনই এশিয়ানেট সংবাদমাধ্যমের কোঝিকোড়ের অফিসে তল্লাশি চালাল কেরল পুলিশ (Police Raid at Asianet News Office) ৷ রবিবার এই তল্লাশি চালানো হয় ৷ এর আগে শনিবার বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে ৷ এশিয়ানেট কর্তৃপক্ষ দাবি করে, কেরলে (Kerala) তাদের কোঝিকোড়ের (Kozhikode) দফতরে জোর করে ঢুকে পড়েন এসএফআই সদস্যরা ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই পুলিশের এই তল্লাশি নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তথ্য বলছে, রবিবার আটজন পুলিশকর্মী ও আধিকারিকের একটি দল এশিয়ানেটের কার্যালয়ে আসে ৷ তাঁদের নেতৃত্বে ছিলেন অ্য়াসিসট্য়ান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক ৷

সম্প্রতি এশিয়ানেটে একটি মেয়ের সাক্ষাৎকার সম্প্রচার করা হয় ৷ তাতে দাবি করা হয়, ওই মেয়েটি একজন মাদক সেবনকারী এবং যৌন হেনস্থার শিকার ৷ যদিও পুলিশের দাবি, এই মেয়েটি সম্পর্কে যে তথ্য পেশ করা হয়েছে, তা মিথ্যা এবং সাজানো ৷ সেই কারণেই এদিন এশিয়ানেটের অফিসে এই তল্লাশি অভিযান চালানো হয় ৷ পুলিশের প্রতিনিধিরা কার্যালয়ে ঢুকে সমস্তটা ঘুরে দেখেন এবং সর্বত্র তল্লাশি চালান ৷ তাঁরা একাধিক ফাইল ঘেঁটে দেখেন ৷ কম্পিউটারে রাখা বিভিন্ন তথ্যও সংগ্রহ করেন ৷

শনিবার একই কারণে এশিয়ানেটের দফতরে ঢুকে বিক্ষোভ দেখান এসএফআই সদস্যরা ৷ কর্তৃপক্ষের দাবি, প্রতিবাদ কর্মসূচির অজুহাতে অফিসে রীতিমতো গুন্ডাগিরি চালানো হয় ৷ তাঁদের কর্মীদের ভয় দেখানো হয় ৷ সেই ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে এশিয়ানেট কর্তৃপক্ষ ৷ যার জেরে এসএফআইয়ের মোট 30 জন সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

  • So @pinarayivijayan facing serious corruptn charges n questns from media thinks he can wriggle out n distract ppl by intimidatng media using his SFI hoodlums n thn his Police 😂🤷🏻‍♂️ #Joker https://t.co/FFjLoJvas2

    — Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সরকারি চাকুরে হলে ইউটিউব চ্যানেল নয়, জারি নির্দেশ

রবিবারের পুলিশি অভিযান সংক্রান্ত তথ্য নিজেদের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে টুইট করে চ্যানেল কর্তৃপক্ষ ৷ সেই টুইটে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ তাতে এশিয়ানেটের অফিসে পুলিশকে কর্তব্যরত অবস্থায় দেখা গিয়েছে ৷ ওই একই টুইটে কর্তৃপক্ষ লেখে, "এসএফআইয়ের গুন্ডাগিরির পরদিন এশিয়ানেট নিউজের কোঝিকোড়ের অফিসে 'তল্লাশি' চালাচ্ছে কেরালা পুলিশ ৷ এরপরও এশিয়ানেট নিউজ খবর সম্প্রচার করে যাবে ৷ তার নীতির প্রতি সৎ থাকবে ৷ আমাদের নীতি হল, সোজা, সাহসী, নিরলস ৷" এদিনের এই ঘটনা নিয়ে টুইট করতে দেখা যায় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও ৷ তাঁর কটাক্ষ, দুর্নীতি ঢাকতেই এসব করাচ্ছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

কোঝিকোড়, 5 মার্চ: এসএফআইয়ের বিক্ষোভের পরদিনই এশিয়ানেট সংবাদমাধ্যমের কোঝিকোড়ের অফিসে তল্লাশি চালাল কেরল পুলিশ (Police Raid at Asianet News Office) ৷ রবিবার এই তল্লাশি চালানো হয় ৷ এর আগে শনিবার বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে ৷ এশিয়ানেট কর্তৃপক্ষ দাবি করে, কেরলে (Kerala) তাদের কোঝিকোড়ের (Kozhikode) দফতরে জোর করে ঢুকে পড়েন এসএফআই সদস্যরা ৷ তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই পুলিশের এই তল্লাশি নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ তথ্য বলছে, রবিবার আটজন পুলিশকর্মী ও আধিকারিকের একটি দল এশিয়ানেটের কার্যালয়ে আসে ৷ তাঁদের নেতৃত্বে ছিলেন অ্য়াসিসট্য়ান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক ৷

সম্প্রতি এশিয়ানেটে একটি মেয়ের সাক্ষাৎকার সম্প্রচার করা হয় ৷ তাতে দাবি করা হয়, ওই মেয়েটি একজন মাদক সেবনকারী এবং যৌন হেনস্থার শিকার ৷ যদিও পুলিশের দাবি, এই মেয়েটি সম্পর্কে যে তথ্য পেশ করা হয়েছে, তা মিথ্যা এবং সাজানো ৷ সেই কারণেই এদিন এশিয়ানেটের অফিসে এই তল্লাশি অভিযান চালানো হয় ৷ পুলিশের প্রতিনিধিরা কার্যালয়ে ঢুকে সমস্তটা ঘুরে দেখেন এবং সর্বত্র তল্লাশি চালান ৷ তাঁরা একাধিক ফাইল ঘেঁটে দেখেন ৷ কম্পিউটারে রাখা বিভিন্ন তথ্যও সংগ্রহ করেন ৷

শনিবার একই কারণে এশিয়ানেটের দফতরে ঢুকে বিক্ষোভ দেখান এসএফআই সদস্যরা ৷ কর্তৃপক্ষের দাবি, প্রতিবাদ কর্মসূচির অজুহাতে অফিসে রীতিমতো গুন্ডাগিরি চালানো হয় ৷ তাঁদের কর্মীদের ভয় দেখানো হয় ৷ সেই ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে এশিয়ানেট কর্তৃপক্ষ ৷ যার জেরে এসএফআইয়ের মোট 30 জন সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

  • So @pinarayivijayan facing serious corruptn charges n questns from media thinks he can wriggle out n distract ppl by intimidatng media using his SFI hoodlums n thn his Police 😂🤷🏻‍♂️ #Joker https://t.co/FFjLoJvas2

    — Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সরকারি চাকুরে হলে ইউটিউব চ্যানেল নয়, জারি নির্দেশ

রবিবারের পুলিশি অভিযান সংক্রান্ত তথ্য নিজেদের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে টুইট করে চ্যানেল কর্তৃপক্ষ ৷ সেই টুইটে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ তাতে এশিয়ানেটের অফিসে পুলিশকে কর্তব্যরত অবস্থায় দেখা গিয়েছে ৷ ওই একই টুইটে কর্তৃপক্ষ লেখে, "এসএফআইয়ের গুন্ডাগিরির পরদিন এশিয়ানেট নিউজের কোঝিকোড়ের অফিসে 'তল্লাশি' চালাচ্ছে কেরালা পুলিশ ৷ এরপরও এশিয়ানেট নিউজ খবর সম্প্রচার করে যাবে ৷ তার নীতির প্রতি সৎ থাকবে ৷ আমাদের নীতি হল, সোজা, সাহসী, নিরলস ৷" এদিনের এই ঘটনা নিয়ে টুইট করতে দেখা যায় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও ৷ তাঁর কটাক্ষ, দুর্নীতি ঢাকতেই এসব করাচ্ছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.