ETV Bharat / bharat

LGBT couple ties knot on Valentine's Day: প্রেম দিবসে বিবাহবন্ধনে সমপ্রেমী যুগল, আইনি স্বীকৃতি পেতে দ্বারস্থ আদালতের - ভ্যালেন্টাইন্স ডে 2022

প্রেম দিবসে বিবাহবন্ধনে (transgender marriage) আবদ্ধ হলেন কেরালার সমপ্রেমী যুগল (LGBT couple ties knot on Valentine's Day)৷ বিয়ের আইনি স্বীকৃতি পেতে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন (Kerala LGBT couple ties knot)৷

Kerala LGBT couple ties knot on Valentine's Day, to move court to get marriage registered
প্রেম দিবসে বিবাহবন্ধনে সমপ্রেমী যুগল, আইনি স্বীকৃতি পেতে দ্বারস্থ আদালতের
author img

By

Published : Feb 14, 2022, 6:34 PM IST

তিরুবনন্তপুরম, 14 ফেব্রুয়ারি: বাতাসে বহিছে প্রেম ৷ আজ 1 ফাল্গুন ৷ বসন্ত এসে গেছে ৷ আজই আবার ভালোবাসার দিন ৷ আর এই বিশেষ দিনেই ভালোবাসার রামধনুতে ভর করে সাত পাকে বাঁধা পড়লেন এক রূপান্তরকামী দম্পতি (LGBT couple ties knot on Valentine's Day)৷ আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবকে সাক্ষী রেখে চার হাত এক হল সমপ্রেমী দুটি মানুষের ৷ এ বার পালা এই বিয়ের আইনি স্বীকৃতির ৷

তিরুবনন্তপুরমের ইদাপাঝানজির অলকাপুরী অডিটোরিয়ামে হল বিয়ের অনুষ্ঠান (Kerala LGBT couple ties knot)৷ যাবতীয় প্রথা মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শ্যামা এস প্রভা ও মনু কার্তিকা ৷ দুজনেই রূপান্তরকামী মহিলা ৷ বন্ধুত্ব প্রায় 10 বছরের ৷ বছর পাঁচেক আগেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ তবে তার আগে তাঁরা সেক্স চেঞ্জ সার্জারি করান ৷ এরপর যাবতীয় প্রস্তুতি সেরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে বিয়েটা সেরে ফেললেন সমপ্রেমী দম্পতি ৷

আরও পড়ুন: Rights of transgender in prisons: জেলে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

তবে শুধু সামাজিক বিয়েই নয়, তাঁরা চান আইনিভাবে স্বীকৃত শুভপরিণয় (transgender marriage)৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে আগ্রহী এই দম্পতি ৷ এ জন্য তাঁরা কেরালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ মনুর কথায়, "যে রূপান্তরকামী দম্পতির পরিচয়পত্রে পুরুষ বা মহিলা হিসেবে লেখা থাকে, তাঁরা স্পেশাল ম্যারজ অ্যাক্টে বিয়ে নথিভুক্ত করতে পারেন ৷ তবে আমরা আমাদের পরিচয়পত্র অনুযায়ী ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃত ৷ সেই কারণে আমরা এই আইনে বিয়েটা নথিভুক্ত করতে পারছি না ৷ তাই আদালতের দ্বারস্থ হওয়া ৷" এ জন্য সরকারের কাছেও আবেদন জানিয়েছেন নবদম্পতি ৷ তাঁদের এই বিয়ে মাইলফলক হয়ে থাকবে বলে ভেবে দারুণ খুশি সমপ্রেমী যুগল ৷

আরও পড়ুন: রূপান্তরকামীদের টিকাকরণে বিশেষ ব্যবস্থা অসমে, দেশে প্রথম

মনু কার্তিকা টেকনোপার্কের সিনিয়র এইচআর এক্সিকিউটিভ ৷ আর শ্যামা কেরালা সরকারের সমাজ কল্যাণ দফতরের ট্রান্সজেন্ডার সেলের প্রজেক্ট কো-অর্ডিনেটর ৷ তাঁদের আগামী জীবন সুখের হোক, সমাজের ছুৎমার্গ দূর করতে তাঁরা হয়ে উঠুক পথ প্রদর্শক, এটাই প্রার্থনা তাঁর আত্মীয় ও বন্ধুবান্ধবদের ৷

তিরুবনন্তপুরম, 14 ফেব্রুয়ারি: বাতাসে বহিছে প্রেম ৷ আজ 1 ফাল্গুন ৷ বসন্ত এসে গেছে ৷ আজই আবার ভালোবাসার দিন ৷ আর এই বিশেষ দিনেই ভালোবাসার রামধনুতে ভর করে সাত পাকে বাঁধা পড়লেন এক রূপান্তরকামী দম্পতি (LGBT couple ties knot on Valentine's Day)৷ আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবকে সাক্ষী রেখে চার হাত এক হল সমপ্রেমী দুটি মানুষের ৷ এ বার পালা এই বিয়ের আইনি স্বীকৃতির ৷

তিরুবনন্তপুরমের ইদাপাঝানজির অলকাপুরী অডিটোরিয়ামে হল বিয়ের অনুষ্ঠান (Kerala LGBT couple ties knot)৷ যাবতীয় প্রথা মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শ্যামা এস প্রভা ও মনু কার্তিকা ৷ দুজনেই রূপান্তরকামী মহিলা ৷ বন্ধুত্ব প্রায় 10 বছরের ৷ বছর পাঁচেক আগেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ তবে তার আগে তাঁরা সেক্স চেঞ্জ সার্জারি করান ৷ এরপর যাবতীয় প্রস্তুতি সেরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে বিয়েটা সেরে ফেললেন সমপ্রেমী দম্পতি ৷

আরও পড়ুন: Rights of transgender in prisons: জেলে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

তবে শুধু সামাজিক বিয়েই নয়, তাঁরা চান আইনিভাবে স্বীকৃত শুভপরিণয় (transgender marriage)৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে আগ্রহী এই দম্পতি ৷ এ জন্য তাঁরা কেরালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ মনুর কথায়, "যে রূপান্তরকামী দম্পতির পরিচয়পত্রে পুরুষ বা মহিলা হিসেবে লেখা থাকে, তাঁরা স্পেশাল ম্যারজ অ্যাক্টে বিয়ে নথিভুক্ত করতে পারেন ৷ তবে আমরা আমাদের পরিচয়পত্র অনুযায়ী ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃত ৷ সেই কারণে আমরা এই আইনে বিয়েটা নথিভুক্ত করতে পারছি না ৷ তাই আদালতের দ্বারস্থ হওয়া ৷" এ জন্য সরকারের কাছেও আবেদন জানিয়েছেন নবদম্পতি ৷ তাঁদের এই বিয়ে মাইলফলক হয়ে থাকবে বলে ভেবে দারুণ খুশি সমপ্রেমী যুগল ৷

আরও পড়ুন: রূপান্তরকামীদের টিকাকরণে বিশেষ ব্যবস্থা অসমে, দেশে প্রথম

মনু কার্তিকা টেকনোপার্কের সিনিয়র এইচআর এক্সিকিউটিভ ৷ আর শ্যামা কেরালা সরকারের সমাজ কল্যাণ দফতরের ট্রান্সজেন্ডার সেলের প্রজেক্ট কো-অর্ডিনেটর ৷ তাঁদের আগামী জীবন সুখের হোক, সমাজের ছুৎমার্গ দূর করতে তাঁরা হয়ে উঠুক পথ প্রদর্শক, এটাই প্রার্থনা তাঁর আত্মীয় ও বন্ধুবান্ধবদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.