দিল্লি, 13 ফেব্রুয়ারি : দু’বছর নয়, বদলে এক বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে বোম্বে হাইকোর্টে নাগপুর বেঞ্চে কাজ করতে হবে পুষ্পা গানেদিওয়ালাকে ৷ গত জানুয়ারি মাসে যৌন হেনস্থা নিয়ে পকসো আইনের বিতর্কিত ব্যাখ্যা করেছিলেন তিনি ৷ সেই বিতর্কিত ব্যাখ্যার পর বিচারপতি পুষ্পা গানেদিওয়ালাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের কোলেজিয়াম ৷ তার বদলে তাঁকে আরও 2 বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় ৷ কলেজিয়ামের সেই সিদ্ধান্তকে খারিজ করে কেন্দ্রের তরফে পুষ্পা গানেদিওয়ালাকে 1 বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় ৷
প্রসঙ্গত, এক নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা পকসো আইনের একটি ব্যাখ্যা দেন ৷ যেখানে তিনি বলেছিলেন, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ না হলে, তাকে যৌন হেনস্থা বলা যায় না ৷ তাঁর পকসো আইনের এই ব্যাখ্যার পরেই বিতর্ক শুরু হয় ৷ তবে, এই মামলাই শুধু নয় ৷ আরও একটি মামলায় ওই বিচারপতি একটি বিতর্কিত রায় দিয়েছিলেন ৷ এই দু’টি রায়ের পরেই সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল একটি স্বতঃপ্রণোদিত মামলা করেন ৷ যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কোলেজিয়াম পুষ্পা গানেদিওয়ালাকে বোম্বে হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে ৷ তার বদলে আরও 2 বছর তাঁকে অতিরিক্ত বিচারপতি পদে নতুন করে নিয়োগ করা হয় ৷
আরও পড়ুন : ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ না হলে যৌন নিপীড়ন নয় !
তবে, সুপ্রিম কোর্টের কোলেজিয়ামের সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য আবেদন না জানিয়ে, 1 বছরের জন্য পুষ্পা গানেদিওয়ালাকে নতুন করে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ করেছে কেন্দ্র ৷ অতিরিক্ত বিচারপতিপদে তাঁর সময় আজ থেকেই শুরু হয়ে গিয়েছে ৷