ETV Bharat / bharat

PM on Joshimath Landslide: ধামিকে ফোন করে জোশীমঠে ধসে দুর্গতদের খোঁজ নিলেন মোদি, সাহায্যের আশ্বাস - জোশীমঠে ভূমিধস

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে জোশীমঠে ধসে (PM Modi speaks to Uttarakhand CM) দুর্গতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Joshimath Landslide)৷

PM Modi
মোদি
author img

By

Published : Jan 8, 2023, 5:26 PM IST

দেরাদুন, 8 জানুয়ারি: জোশীমঠে ভয়াবহ ভূমিধসের ঘটনায় রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে টেলিফোন করে দুর্গত পরিবারগুলির সুরক্ষা ও পুনর্বাসনে কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Joshimath Landslide)৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি বলেন, "প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ জোশীমঠের পরিস্থিতি এবং মানুষের পুনর্বাসন ও নিরাপত্তার জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি ।" তিনি আরও জানান, "জোশীমঠের পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে । অন্যান্য পার্বত্য শহরগুলি তাদের সহনশীলতার সীমায় পৌঁছেছে কি না তাও আমরা দেখব ৷" উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী মোদি জোশীমঠকে বাঁচাতে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ।"

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় ভূমি ধসের বিষয়ে আলোচনা করতে আজ বিকেলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় । রবিবার সকালে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র এই বৈঠকে নেতৃত্ব দেবেন ৷ মন্ত্রিসভার সচিব, কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে ধসের ঘটনার পর্যালোচনা বৈঠক করবেন পিকে মিশ্র ৷ জোশীমঠের জেলা আধিকারিকদের পাশাপাশি উত্তরাখণ্ডের ঊর্ধ্বতন আধিকারিকরাও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন । গত কয়েকদিনে ওই এলাকায় যে ফাটল দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠের ধস কাণ্ডে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে পিএমও

ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও অতিরিক্ত মুখ্যসচিবের নেতৃত্বে এবং কমিশনার গাড়ওয়ালের সভাপতিত্বে স্থানীয় স্তরে সরকারি একটি সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ৷ যাতে জোশীমঠ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে ত্রাণ ও উদ্ধার করা যায় । বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ার পরে, এখনও পর্যন্ত মোট 66টি পরিবার জোশীমঠ থেকে স্থানান্তরিত হয়েছে বলে জানা গিয়েছে ।

দেরাদুন, 8 জানুয়ারি: জোশীমঠে ভয়াবহ ভূমিধসের ঘটনায় রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে টেলিফোন করে দুর্গত পরিবারগুলির সুরক্ষা ও পুনর্বাসনে কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Joshimath Landslide)৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি বলেন, "প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ জোশীমঠের পরিস্থিতি এবং মানুষের পুনর্বাসন ও নিরাপত্তার জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি ।" তিনি আরও জানান, "জোশীমঠের পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে । অন্যান্য পার্বত্য শহরগুলি তাদের সহনশীলতার সীমায় পৌঁছেছে কি না তাও আমরা দেখব ৷" উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী মোদি জোশীমঠকে বাঁচাতে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ।"

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় ভূমি ধসের বিষয়ে আলোচনা করতে আজ বিকেলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় । রবিবার সকালে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র এই বৈঠকে নেতৃত্ব দেবেন ৷ মন্ত্রিসভার সচিব, কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে ধসের ঘটনার পর্যালোচনা বৈঠক করবেন পিকে মিশ্র ৷ জোশীমঠের জেলা আধিকারিকদের পাশাপাশি উত্তরাখণ্ডের ঊর্ধ্বতন আধিকারিকরাও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন । গত কয়েকদিনে ওই এলাকায় যে ফাটল দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠের ধস কাণ্ডে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে পিএমও

ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও অতিরিক্ত মুখ্যসচিবের নেতৃত্বে এবং কমিশনার গাড়ওয়ালের সভাপতিত্বে স্থানীয় স্তরে সরকারি একটি সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ৷ যাতে জোশীমঠ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে ত্রাণ ও উদ্ধার করা যায় । বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ার পরে, এখনও পর্যন্ত মোট 66টি পরিবার জোশীমঠ থেকে স্থানান্তরিত হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.