ETV Bharat / bharat

PM on Joshimath Landslide: ধামিকে ফোন করে জোশীমঠে ধসে দুর্গতদের খোঁজ নিলেন মোদি, সাহায্যের আশ্বাস

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে জোশীমঠে ধসে (PM Modi speaks to Uttarakhand CM) দুর্গতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Joshimath Landslide)৷

PM Modi
মোদি
author img

By

Published : Jan 8, 2023, 5:26 PM IST

দেরাদুন, 8 জানুয়ারি: জোশীমঠে ভয়াবহ ভূমিধসের ঘটনায় রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে টেলিফোন করে দুর্গত পরিবারগুলির সুরক্ষা ও পুনর্বাসনে কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Joshimath Landslide)৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি বলেন, "প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ জোশীমঠের পরিস্থিতি এবং মানুষের পুনর্বাসন ও নিরাপত্তার জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি ।" তিনি আরও জানান, "জোশীমঠের পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে । অন্যান্য পার্বত্য শহরগুলি তাদের সহনশীলতার সীমায় পৌঁছেছে কি না তাও আমরা দেখব ৷" উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী মোদি জোশীমঠকে বাঁচাতে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ।"

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় ভূমি ধসের বিষয়ে আলোচনা করতে আজ বিকেলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় । রবিবার সকালে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র এই বৈঠকে নেতৃত্ব দেবেন ৷ মন্ত্রিসভার সচিব, কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে ধসের ঘটনার পর্যালোচনা বৈঠক করবেন পিকে মিশ্র ৷ জোশীমঠের জেলা আধিকারিকদের পাশাপাশি উত্তরাখণ্ডের ঊর্ধ্বতন আধিকারিকরাও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন । গত কয়েকদিনে ওই এলাকায় যে ফাটল দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠের ধস কাণ্ডে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে পিএমও

ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও অতিরিক্ত মুখ্যসচিবের নেতৃত্বে এবং কমিশনার গাড়ওয়ালের সভাপতিত্বে স্থানীয় স্তরে সরকারি একটি সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ৷ যাতে জোশীমঠ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে ত্রাণ ও উদ্ধার করা যায় । বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ার পরে, এখনও পর্যন্ত মোট 66টি পরিবার জোশীমঠ থেকে স্থানান্তরিত হয়েছে বলে জানা গিয়েছে ।

দেরাদুন, 8 জানুয়ারি: জোশীমঠে ভয়াবহ ভূমিধসের ঘটনায় রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে টেলিফোন করে দুর্গত পরিবারগুলির সুরক্ষা ও পুনর্বাসনে কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM on Joshimath Landslide)৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি বলেন, "প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ জোশীমঠের পরিস্থিতি এবং মানুষের পুনর্বাসন ও নিরাপত্তার জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি ।" তিনি আরও জানান, "জোশীমঠের পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে । অন্যান্য পার্বত্য শহরগুলি তাদের সহনশীলতার সীমায় পৌঁছেছে কি না তাও আমরা দেখব ৷" উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী মোদি জোশীমঠকে বাঁচাতে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ।"

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় ভূমি ধসের বিষয়ে আলোচনা করতে আজ বিকেলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় । রবিবার সকালে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র এই বৈঠকে নেতৃত্ব দেবেন ৷ মন্ত্রিসভার সচিব, কেন্দ্রীয় সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে ধসের ঘটনার পর্যালোচনা বৈঠক করবেন পিকে মিশ্র ৷ জোশীমঠের জেলা আধিকারিকদের পাশাপাশি উত্তরাখণ্ডের ঊর্ধ্বতন আধিকারিকরাও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন । গত কয়েকদিনে ওই এলাকায় যে ফাটল দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠের ধস কাণ্ডে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে পিএমও

ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও অতিরিক্ত মুখ্যসচিবের নেতৃত্বে এবং কমিশনার গাড়ওয়ালের সভাপতিত্বে স্থানীয় স্তরে সরকারি একটি সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ৷ যাতে জোশীমঠ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে ত্রাণ ও উদ্ধার করা যায় । বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ার পরে, এখনও পর্যন্ত মোট 66টি পরিবার জোশীমঠ থেকে স্থানান্তরিত হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.