ETV Bharat / bharat

Mukesh Ambani: তৃতীয়বার হুমকি-ইমেল মুকেশ আম্বানিকে ! এবার 400 কোটি টাকা দাবি

Mukesh Ambani Gets Threat Email: মুকেশ আম্বানিকে আরও একবার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগ ৷ গত চারদিনে এ নিয়ে তৃতীয়বার হুমকি দেওয়া হল দেশের সবচেয়ে বড় শিল্পপতিকে ৷ এবার 400 কোটি টাকার দাবি করা হয়েছে হুমকি-ইমেলে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:40 PM IST

মুম্বই, 31 অক্টোবর: রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগ ৷ এ বার আম্বানিকে ইমেল করে 400 কোটি টাকা দাবি করা হয়েছে ৷ তবে, কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে ? তা এখনও জানা যায়নি ৷ সোমবার আম্বানির সংস্থায় এই ইমেল পাঠানো হয়েছে ৷ গত চারদিনে এই নিয়ে তৃতীয়বার আম্বানিকে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷

গত শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থায় একটি ইমেল আসে ৷ অজ্ঞাত পরিচয় সেই হুমকি ইমেলে 20 কোটি টাকা দাবি করা হয় ৷ তার পরে মুম্বইয়ের গামদেবী থানায় অভিযোগ দায়ের করেছিলেন মুকেশ আম্বানির সিকিউরিটি ইন-চার্জ ৷ কিন্তু, গত শনিবার অর্থাৎ, পরের দিন আরও একটি হুমকি মেল আসে সংস্থার অফিসে ৷ এ বার 200 কোটি টাকা দাবি করা হয় হুমকিদাতার তরফে ৷ আর সোমবার তিন নম্বর হুমকি মেল এসেছে সংস্থার ওই একই মেল আইডিতে ৷ আর তৃতীয়বার টাকার পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে অভিযুক্ত ৷

রিলায়েন্স ইন্ডাস্ট্রির এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় মুম্বই পুলিশের অপরাধ দমনশাখায় অভিযোগ জানানো হয়েছে সংস্থার তরফে ৷ অপরাধ দমনশাখার এবং সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা যৌথভাবে এই মামলার তদন্ত করছেন ৷ কে বা কারা এই হুমকি ইমেল পাঠাচ্ছে ? তা জানতে ইমেল প্রেরককে খুঁজে বের করার চেষ্টা করছেন মুম্বই পুলিশের সাইবার বিশেষজ্ঞরা ৷ উল্লেখ্য, গতবছর বিহারের দ্বারভাঙা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ ৷ সে বার শুধু মুকেশ আম্বানি নন, তাঁর পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷

আরও পড়ুন: টাকা না পেলেই গুলি করে খুন, মুকেশ আম্বানিকে হুমকি

সেই সময় অভিযুক্ত মুম্বইয়ে অবস্থিত রিলায়েন্স সংস্থার শ্রী এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ৷ এর পর থেকেই আম্বানিদের নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছিল ৷ উল্লেখ্য, এ বছরের 1 মার্চ মুকেশ আম্বানি এবং তাঁর পুরো পরিবারকে দেশে ও বিদেশে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতির পরিবারকে একাধিক হুমকি এবং তাঁর মুম্বইয়ের বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনা বারবার চর্চায় এনেছে আম্বানি পরিবারের নিরাপত্তাজনিত খবরকে ৷

আরও পড়ুন: আদানিকে পিছনে ফেলে ফের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

মুম্বই, 31 অক্টোবর: রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগ ৷ এ বার আম্বানিকে ইমেল করে 400 কোটি টাকা দাবি করা হয়েছে ৷ তবে, কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে ? তা এখনও জানা যায়নি ৷ সোমবার আম্বানির সংস্থায় এই ইমেল পাঠানো হয়েছে ৷ গত চারদিনে এই নিয়ে তৃতীয়বার আম্বানিকে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷

গত শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থায় একটি ইমেল আসে ৷ অজ্ঞাত পরিচয় সেই হুমকি ইমেলে 20 কোটি টাকা দাবি করা হয় ৷ তার পরে মুম্বইয়ের গামদেবী থানায় অভিযোগ দায়ের করেছিলেন মুকেশ আম্বানির সিকিউরিটি ইন-চার্জ ৷ কিন্তু, গত শনিবার অর্থাৎ, পরের দিন আরও একটি হুমকি মেল আসে সংস্থার অফিসে ৷ এ বার 200 কোটি টাকা দাবি করা হয় হুমকিদাতার তরফে ৷ আর সোমবার তিন নম্বর হুমকি মেল এসেছে সংস্থার ওই একই মেল আইডিতে ৷ আর তৃতীয়বার টাকার পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে অভিযুক্ত ৷

রিলায়েন্স ইন্ডাস্ট্রির এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় মুম্বই পুলিশের অপরাধ দমনশাখায় অভিযোগ জানানো হয়েছে সংস্থার তরফে ৷ অপরাধ দমনশাখার এবং সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা যৌথভাবে এই মামলার তদন্ত করছেন ৷ কে বা কারা এই হুমকি ইমেল পাঠাচ্ছে ? তা জানতে ইমেল প্রেরককে খুঁজে বের করার চেষ্টা করছেন মুম্বই পুলিশের সাইবার বিশেষজ্ঞরা ৷ উল্লেখ্য, গতবছর বিহারের দ্বারভাঙা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ ৷ সে বার শুধু মুকেশ আম্বানি নন, তাঁর পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷

আরও পড়ুন: টাকা না পেলেই গুলি করে খুন, মুকেশ আম্বানিকে হুমকি

সেই সময় অভিযুক্ত মুম্বইয়ে অবস্থিত রিলায়েন্স সংস্থার শ্রী এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ৷ এর পর থেকেই আম্বানিদের নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছিল ৷ উল্লেখ্য, এ বছরের 1 মার্চ মুকেশ আম্বানি এবং তাঁর পুরো পরিবারকে দেশে ও বিদেশে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতির পরিবারকে একাধিক হুমকি এবং তাঁর মুম্বইয়ের বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনা বারবার চর্চায় এনেছে আম্বানি পরিবারের নিরাপত্তাজনিত খবরকে ৷

আরও পড়ুন: আদানিকে পিছনে ফেলে ফের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.