উদয়পুর, 5 সেপ্টেম্বর : সাইপ্রাসের একটি বন্দরে আটকে পড়া স্বামীকে উদ্ধারের জন্য কাতর আর্তি জানাচ্ছেন এক মহিলা ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োতে উদয়পুরের শ্বেতা সিং রাঠোর জানাচ্ছেন, তাঁর স্বামী সঞ্জীব সিংয়ের পাশাপাশি আরও 10 জন ভারতীয় এবং 3 জন বিদেশি নাগরিক সাইপ্রাসে ভারী সমস্যায় পড়েছেন ৷ এই নিয়ে তিনি ভারতীয় দূতাবাসে একটি চিঠিও লিখেছেন ৷
সাইপ্রাসের একটি বন্দরে জাহাজে আটকে পড়েছেন 11 জন ভারতীয় এবং 3 জন ভিনদেশি ৷ রাজস্থানের উদয়পুরের সঞ্জীব সিং, পশ্চিমবঙ্গের মেহবুব জাহেদি, তামিলনাড়ুর বিজয় শেখরন, মহারাষ্ট্রের সুনীল, উত্তরপ্রদেশের অভদেশ এবং প্রতীক গৌর, বিহারের চন্দন কুমার এবং রিষভরাজ, হরিয়ানার যোগেশ, কেরালার সুমেশ সুধাকরন এবং বিনু থমাসের পাশাপাশি রাশিয়ার ক্যাপ্টেন আলেকজান্ডার, ইতালির হুসেন নাজার এবং ইউক্রেনের ক্লিসটোভ ওই জাহাজে আটকে পড়েছেন ৷
শ্বেতা জানান, তাঁর স্বামী এমভি মেরিন কোম্পানি নামে একটি সংস্থায় জাহাজের সেকেন্ড অফিসার পদে কর্মরত ৷ গত শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ৷ সেখানে জাহাজে আটকে পড়া কর্মীরা খাবার পাচ্ছেন না ৷ পানীয় জলও তাঁদের কাছে নেই ৷ ইতিমধ্যেই তাঁর স্বামীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছে ৷
শ্বেতার আরও অভিযোগ, সংস্থার তরফে হঠাৎ জাহাজটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ জাহাজের বিক্রেতা এবং ক্রেতা সংস্থার মধ্যে এনিয়ে ঝামেলা বাধে ৷ এর মাঝে পড়ে জাহাজে কর্তব্যরত কর্মীরা নাস্তানাবুদ হচ্ছেন ৷ তাঁরা গত তিন মাস বেতনও পাননি ৷ মাসখানেক ধরে সেখানে আটকে থাকার পরও সাইপ্রাসের বন্দর কর্তৃপক্ষের তরফেও তাঁদের কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ শ্বেতার ৷ তাঁদের কাছে খাবার-দাবারও শেষ হয়ে গিয়েছে ৷ ফলে এই চরম অবস্থা ৷ তাঁর দাবি, ভারত সরকারের তরফে জরুরিকালীন ব্যবস্থা গ্রহণ না করলে উদ্ধার করা যাবে না তাঁদের ৷ সঞ্জীবরাও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন ৷ কিন্তু তাঁদের কোনও উত্তর দেওয়া হয়নি ৷ শুক্রবারই সঞ্জীব কিছু ফটো এবং ভিডিয়ো পরিবারকে পাঠিয়েছেন ৷ সেখানে তিনিও ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন ৷
পাশাপাশি বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আগে জাহাজটি নরওয়ের একটি সংস্থার ছিল ৷ এমভি মেরিনের থেকে সেটি এখন লেবাননের একটি সংস্থা কিনেছে ৷ তাই কর্মীদের জাহাজটি নিয়ে লেবাননে যাওয়ার কথা বলা হয়েছে ৷ কিন্তু ভারতে সরকারি তরফে নাগরিকদের লেবাননে না যাওয়ার কথা বলা হয়েছে ৷ তাঁরা না যেতে চাইলে লেবাননের সংস্থার তরফে তাঁদের হুমকি দেওয়া হয়েছে ৷ সমস্যা তৈরি হয়েছে এনিয়েও ৷
আরও পড়ুন : Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের