ETV Bharat / bharat

1 হাজার 750 টি FICV, 350 টি হালকা ওজনের ট্যাংক অন্তর্ভুক্ত হবে সেনায়

ভারতে তৈরি 1 হাজার 750 টি ফিউচারিসটিক ইনফ্য়ানট্রি কমব্যাট ভেহিকেলের (FICV) মধ্যে কী কী বৈশিষ্ট্য (specifications) থাকা দরকার ? তা নিশ্চিত করতে পদক্ষপ করল ভারতীয় সেনাবাহিনী ৷ বৃহস্পতিবার জারি করা হল আরএফআই (Request for Information) ৷

author img

By

Published : Jun 24, 2021, 5:59 PM IST

Indian Army plans to buy 1,750 Futuristic Infantry Combat Vehicles, 350 light tanks
1 হাজার 750 টি FICV, 350 টি হালকা ওজনের ট্যাংক অন্তর্ভুক্ত হবে সেনায়

নয়াদিল্লি, 24 জুন : শত্রু পক্ষের ট্য়াংক এবং বাহিনীকে খতম করতে হলে ঠিক কী কী বৈশিষ্ট্য (specifications) থাকতে হবে ভারতে তৈরি 1 হাজার 750 টি ফিউচারিসটিক ইনফ্য়ানট্রি কমব্যাট ভেহিকেলের (FICV) ? তা নিশ্চিত করতেই এবার পদক্ষপ করল ভারতীয় সেনাবাহিনী ৷ বৃহস্পতিবার সেনাবাহিনীর তরফে এই সংক্রান্ত একটি আরএফআই (Request for Information) জারি করা হয় ৷

আরও পড়ুন : ভারত সীমান্তে মোতায়েন 90 শতাংশ সেনা বদল পিপলস লিবারেশন আর্মি’র

সূত্রের খবর, কেন্দ্রের মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতাতেই এই প্রকল্প রূপায়ন করা হবে ৷ সেনাবাহিনীর পরিকল্পনা হল, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতে তৈরি এই শক্তিশালী FICV পূর্ব লাদাখ-সহ সেইসব জায়গায় ব্য়বহার করা হবে, যেখানেই একইসঙ্গে জল ও স্থলে নজরদারি চালাতে হয় ৷ পাশাপাশি, সীমান্তবর্তী মরু অঞ্চলেও FICV ব্যবহারের কথা ভেবেছে ভারতীয় সেনাবাহিনী ৷

করোনা আবহেই গত বছর লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় ভারতীয় বাহিনী ৷ এরপরই সেনাবাহিনীর শক্তি আরও বাড়ানোর জন্য প্রক্রিয়া শুরু হয় ৷ স্থির হয়, দেশী প্রযুক্তিতে তৈরি FICV ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে ৷ অত্যাধুনিক এই সমরযানে ট্য়াংকের সমস্ত পরিকাঠামো যেমন থাকবে, তেমনই জওয়ানদের সুরক্ষিতভাবে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটি পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে ৷

আরও পড়ুন : ভারতীয় সেনায় যুক্ত হল মহিলা সেনা পুলিশের প্রথম বাহিনী

লাদাখের সংঘাতের পরই ভারতীয় সেনাবাহিনীর কর্তারা 350 টি হালকা ওজনের ট্যাংক বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছেন ৷ সেই প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে ৷ সেনার রসদ নিয়ে যাওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা সহজে বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই ধরনের ট্যাংকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ একইসঙ্গে, এই ট্য়াংকগুলি বাহিনীর প্রশিক্ষণের জন্যও ব্যবহার করা হবে ৷

সূত্রের খবর, FICV-এর পাশাপাশি হালকা ওজনের এই ট্যাকগুলিও কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতাতেই তৈরি করা হবে ৷ বাহিনীর দাবি, এর ফলে ড্য়াপ 2020 (Defence Acquisition Procedure)-এর পরিকল্পনাও সার্থক হবে ৷ প্রসঙ্গত, সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আগামী দিনে তারা উচ্চ পার্বত্য এলাকা, রণ অঞ্চল এবং উভচরীয় এলাকায় হালকা ওজনের ট্যাংকই ব্য়বহার করবে ৷

নয়াদিল্লি, 24 জুন : শত্রু পক্ষের ট্য়াংক এবং বাহিনীকে খতম করতে হলে ঠিক কী কী বৈশিষ্ট্য (specifications) থাকতে হবে ভারতে তৈরি 1 হাজার 750 টি ফিউচারিসটিক ইনফ্য়ানট্রি কমব্যাট ভেহিকেলের (FICV) ? তা নিশ্চিত করতেই এবার পদক্ষপ করল ভারতীয় সেনাবাহিনী ৷ বৃহস্পতিবার সেনাবাহিনীর তরফে এই সংক্রান্ত একটি আরএফআই (Request for Information) জারি করা হয় ৷

আরও পড়ুন : ভারত সীমান্তে মোতায়েন 90 শতাংশ সেনা বদল পিপলস লিবারেশন আর্মি’র

সূত্রের খবর, কেন্দ্রের মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতাতেই এই প্রকল্প রূপায়ন করা হবে ৷ সেনাবাহিনীর পরিকল্পনা হল, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতে তৈরি এই শক্তিশালী FICV পূর্ব লাদাখ-সহ সেইসব জায়গায় ব্য়বহার করা হবে, যেখানেই একইসঙ্গে জল ও স্থলে নজরদারি চালাতে হয় ৷ পাশাপাশি, সীমান্তবর্তী মরু অঞ্চলেও FICV ব্যবহারের কথা ভেবেছে ভারতীয় সেনাবাহিনী ৷

করোনা আবহেই গত বছর লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় ভারতীয় বাহিনী ৷ এরপরই সেনাবাহিনীর শক্তি আরও বাড়ানোর জন্য প্রক্রিয়া শুরু হয় ৷ স্থির হয়, দেশী প্রযুক্তিতে তৈরি FICV ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে ৷ অত্যাধুনিক এই সমরযানে ট্য়াংকের সমস্ত পরিকাঠামো যেমন থাকবে, তেমনই জওয়ানদের সুরক্ষিতভাবে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটি পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে ৷

আরও পড়ুন : ভারতীয় সেনায় যুক্ত হল মহিলা সেনা পুলিশের প্রথম বাহিনী

লাদাখের সংঘাতের পরই ভারতীয় সেনাবাহিনীর কর্তারা 350 টি হালকা ওজনের ট্যাংক বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছেন ৷ সেই প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে ৷ সেনার রসদ নিয়ে যাওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা সহজে বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই ধরনের ট্যাংকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ একইসঙ্গে, এই ট্য়াংকগুলি বাহিনীর প্রশিক্ষণের জন্যও ব্যবহার করা হবে ৷

সূত্রের খবর, FICV-এর পাশাপাশি হালকা ওজনের এই ট্যাকগুলিও কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতাতেই তৈরি করা হবে ৷ বাহিনীর দাবি, এর ফলে ড্য়াপ 2020 (Defence Acquisition Procedure)-এর পরিকল্পনাও সার্থক হবে ৷ প্রসঙ্গত, সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আগামী দিনে তারা উচ্চ পার্বত্য এলাকা, রণ অঞ্চল এবং উভচরীয় এলাকায় হালকা ওজনের ট্যাংকই ব্য়বহার করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.