নয়াদিল্লি, 8 মার্চ : আগামী 27 মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের চালুর করার সিদ্ধান্ত নিলে বিমান পরিবহণ মন্ত্রক (India to resume commercial international passenger flights from March 27) । এখন দেশেই করোনার সংক্রমণ অনেকটাই কম রয়েছে। তার জেরেই এবার আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ।
27 মার্চ থেকেই স্বাভাবিক নিয়মে ভারতে আন্তর্জাতিক বিমান ওঠা-নাম করতে পারবে বলে এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়েছে। এর ফলে ভারত থেকে বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ভারতে কোনও যাত্রীবাহী বিমানের আসার ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকল না। তবে বাধা না-থাকলেও যাত্রার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।
প্রায় 2 বছর পরে দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে যাত্রীদের আন্তর্জাতিক বিমান পরিষেবা । করোনা বিধি মেনে আন্তর্জাতিক উড়ানে অনুমতি কেন্দ্রীয় সরকারের । করোনার জন্য 23 মার্চ, 2020 থেকে বন্ধ ছিল স্বাভাবিক আন্তর্জাতিক উড়ান । মাঝে এয়ার বাবল (air bubble) চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে বিশ্বের 50টি দেশের বিমান পরিষেবা চালু ছিল ।
আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়া ত্রিশঙ্কু হলে নির্ণায়ক ভূমিকা নিতে চায় তৃণমূল
করোনার দাপট ভারত তথা বিশ্বজুড়ে ক্রমশ ফিকে হওয়ার পর থেকেই ক্রমশ শিথীল করা হচ্ছিল একাধিক নিয়ম। এবার পুরোপুরি তা আগের চেনা ছন্দে ফিরছে । অসামরিক বিমান পরিহবণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, "সমস্ত পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 27 মার্চ থেকে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এয়ার বাবল চুক্তিও আর থাকছে না । আশা রাখছি, পুরো প্রক্রিয়ার জেরে নতুন উচ্চতায় পৌঁছবে এই সেক্টরটি ।"
আরও পড়ুন : Corona Update in India : দৈনিক করোনা সংক্রমণ 3 হাজারে
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 মার্চ মাঝরাত পর্যন্ত জারি থাকবে বর্তমান বিধিনিষেধ। 27 মার্চ থেকে তা উঠে যাচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা যারা ভারতে আন্তর্জাতিক বিমান চালায়, তারা এবার যাত্রী ভাড়াও কমাতে পারে । গরমের মরশুমে ভারত থেকে বিশ্বের বহু দেশে বেড়াতে যান হাজার-হাজার পর্যটক। সেক্ষেত্রে বিমান-ভাড়া কমলেও তাঁরাও উপকৃত হবেন ।